এবার স্কটিশ বিপ্লব

এবারের বিশ্বকাপ যেন রোমাঞ্চের পসরা সাজিয়ে বসেছে ক্রিকেটপ্রেমীদের জন্য। শুরুর দিনে নামিবিয়ার বীরত্বের পর নেদারল্যান্ডস-আরব আমিরাতের উত্তেজনায় ঠাঁসা এক ম্যাচ। আজ দ্বিতীয় দিনে গ্রুপ বি এর প্রথম ম্যাচে এবার দুই বারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে হারালো আইসিসির আরেক সহযোগী দেশ স্কটল্যান্ড।

এবারের বিশ্বকাপ যেন রোমাঞ্চের পসরা সাজিয়ে বসেছে ক্রিকেটপ্রেমীদের জন্য। শুরুর দিনে নামিবিয়ার বীরত্বের পর নেদারল্যান্ডস-আরব আমিরাতের উত্তেজনায় ঠাঁসা এক ম্যাচ। আজ দ্বিতীয় দিনে গ্রুপ বি এর প্রথম ম্যাচে এবার দুই বারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে হারালো আইসিসির আরেক সহযোগী দেশ স্কটল্যান্ড।

হোবার্টের বেলেরিভ ওভালে টস জিতে স্কটল্যান্ডকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক নিকোলাস পুরান। টস হেরে ব্যাট করতে নেমে দুই স্কটিশ ওপেনার জর্জ মুনশি ও মাইকেল জোন্স দারুণ শুরু করেন।

পাওয়ার প্লের ষষ্ঠ ওভারেই বিনা উইকেটে দলীয় ৫০ রানের কোটা পূরণ করেন। এরপর বৃষ্টি নামলে খেলা কিছু সময়ের জন্য বন্ধ থাকে। বৃষ্টি থামলে খেলা আবার শুরু হলে মাঝখানে বিরতিতে ছন্দপতন হয় স্কটল্যান্ডের ব্যাটারদের। বৃষ্টির শেষ হলে মাঠে ফেরার পরের ৬ ওভারে মাত্র ৩১ রানে ৩ উইকেট হারায় অস্ট্রেলিয়া।

ওপেনার জর্জ মুনশি এক প্রান্ত আগলে রেখে দলের রানকে এগিয়ে নিলেও ওপর দিকে ক্যালাম ম্যাকলয়েড এর ১৪ বলে ২৩ ব্যাতিত আর কোনো ব্যাটার মারমুখী ইনিংস খেলতে না পারলে ১৬০ রানেই থামে স্কটল্যান্ডের ইনিংস। ওপেনার জর্জ মুনশী ৫৩ বলে ৬৬ করে অপরাজিত থাকেন। জেসন হোল্ডার ও আকিল হোসেন দুইটি করে উইকেট নেন।

১৬১ রানের জবাব দিতে নেমে শুরুতেই ওপেনার কাইল মেয়ার্সকে হারায় ক্যারিবিয়ানরা।এরপর এভিন লুইস ও ব্রেন্ডন কিং মিলে শুরুর ধাক্কা সামাল দিলেও পাওয়ারপ্লের শেষ ওভারে এভিন লুইসের উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। এরপর থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকায় আর ম্যাচে ফিরতে পারেনি গেইল-পোলার্ডের উত্তরসূরিরা।

জেসন হোল্ডার শেষ দিকে টেলএন্ডার ব্যাটারদের নিয়ে ম্যাচ বাঁচানোর চেষ্টা করলেও আর কেউ সঙ্গ দিতে না পারায় নিজেদের প্রথম ম্যাচে হেরে গিয়ে মূল পর্বে খেলার সম্ভাবনাকে শঙ্কায় ফেলে দেন ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়রা।

জেসন হোল্ডারের ৩৩ বলে ৩৮ রানের উপর ভর করে ওয়েস্ট ইন্ডিজ ১৮.৩ ওভারে ১১৮ রানে অলআউট হয়। স্কটল্যান্ডের হয়ে মার্ক ওয়াট ৪ ওভারে মাত্র ১২ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং লাইনকে ধসিয়ে দেন। ব্যাট হাতে দলের হয়ে দারুন ভূমিকা রাখার ম্যাচসেরার পুরষ্কার পান স্কটিশ ওপেনার জর্জ মুনশি।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...