বিয়ের আনুষ্ঠানিকতা সারলেন শাহিন আফ্রিদি

সবকিছু ঠিকঠাক হয়ে ছিল আগেই। শুধু বাকি ছিল বিয়ের আনুষ্ঠানিকতার। এবার সেই বিয়ের আনুষ্ঠানিকতাও সেরে নিলেন পাকিস্তানের পেস সেনসেশন শাহিন শাহ আফ্রিদি। পাকিস্তানের সাবেক অধিনায়ক ও অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাচক শহিদ আফ্রিদির মেয়ে আনশা আফ্রদির সাথে গাটছড়া বাঁধলেন শাহিন।

সবকিছু ঠিকঠাক হয়ে ছিল আগেই। শুধু বাকি ছিল বিয়ের আনুষ্ঠানিকতার। এবার সেই বিয়ের আনুষ্ঠানিকতাও সেরে নিলেন পাকিস্তানের পেস সেনসেশন শাহিন শাহ আফ্রিদি। পাকিস্তানের সাবেক অধিনায়ক ও অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাচক শহিদ আফ্রিদির মেয়ে আনশা আফ্রদির সাথে গাটছড়া বাঁধলেন শাহিন।

করাচিতে এই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ থেকে শুরু করে বর্তমান অধিনায়ক বাবর আজমসহ অন্যান্য সতীর্থরা।

২০২১ সালেই নিজের বড় মেয়ে আনশার সাথে শাহিন আফ্রিদির বাগদানের কথা নিজেই গণমাধ্যমে জানান শহিদ আফ্রিদি। ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই ইনজুরির সাথে লড়ে যাওয়া শাহিন বেশ কিছুদিন ধরেই আছেন মাঠের বাইরে। মাঠে ফেরার লড়াইয়ে শ্বশুর শহিদ আফ্রিদির সাথেই ট্রেনিং চালিয়ে যাচ্ছেন শাহিন।

পাকিস্তানের হয়ে ১০৪ আন্তর্জাতিক ম্যাচে ২১৯ উইকেট নেয়া শাহিন, মাত্র ২২ বছর বয়সেই পাকিস্তানের পেস আক্রমণের নেতা হয়ে উঠেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, শহিদ আফ্রিদিকে বোলিং করছেন শাহিন। আরেকটি ভিডিওতে দেখা যায়, শহিদ আফ্রিদি বোলিং করছেন ব্যাটসম্যান শাহিনকে। শ্বশুরের বোলিং মোকাবেলার পর তাঁর কাছ থেকে ব্যাটিং টিপস নিতেও দেখা যায় শাহিনকে।

নিজের পূনর্বাসন প্রক্রিয়ার অভিজ্ঞতায় শাহিন বলেন, রিহ্যাব চলার সময় আমি প্রায়ই নিজেকে বলতাম যে আর নয়! আমি আর এটি চালিয়ে নিয়ে যেতে পারব না। কিন্তু যখনই আমি ইউটিউবে নিজের বোলিং ভিডিও দেখতাম তখন ভাবতাম আমি কত ভালো করে এসেছি। এটি আমাকে অনুপ্রাণিত করত এবং আমাকে আরো কাজ করতে সাহায্য করত। একজন পেস বোলারের জন্য ইনজুরির জন্য ক্রিকেটের বাইরে থাকা খুবই হতাশাজনক।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...