নিশ্চয়ই, সাধারণ কোনো মানুষ না!

বাংলাদেশের বিপক্ষে ম্যাচে তার ইনিংসটি সরাসরি দেখে অজি গ্রেট শেন ওয়াটসন কোহলিকে উদ্দেশ্য বলেন, ‘ও নিশ্চয় সাধারণ কোনো মানুষ না! আর ওর পরিসংখ্যান কল্পনাতীত!'

বিরাট কোহলি বর্তমান সময়ে সেরা ব্যাটসম্যান। ক্রিকেটের তিন ফরম্যাটের সব ক’টি ফরম্যাটেই তার পারফরম্যান্স কল্পনাতীত স্তরের। অন্তত তার পরিসংখ্যান সেই কথায় বলে। সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশের বিপক্ষে ম্যাচে শ্রীলঙ্কার মাহেলা জয়াবর্ধনেকে ছাড়িয়ে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বেশি রানের মালিক ও বনে যান তিনি।

বাংলাদেশের বিপক্ষে ম্যাচে তার ইনিংসটি সরাসরি দেখে অজি গ্রেট শেন ওয়াটসন কোহলিকে উদ্দেশ্য বলেন, ‘ও নিশ্চয় সাধারণ কোনো মানুষ না! আর ওর পরিসংখ্যান কল্পনাতীত!’

খেলা ছেড়েছেন আজ থেকে ছ বছর আগে। কিন্তু এ বারের বিশ্বকাপ নিজ দেশে হওয়ায়,কমেন্ট্রি বক্সে নিয়মিতই দেখা যাচ্ছে অস্ট্রেলিয়ার এক সময়ের মারকুটে ওপেনার শেন ওয়াটসনকে। বাংলাদেশ বনাম ভারতের মধ্যেকার ম্যাচেও ধারাভাষ্যকার হিসেবে ছিলেন তিনি। সেই সুবাদে ভিরাট কোহলির সেই অতিমানবীয় ইনিংসটাকে স্ব চক্ষেই দেখেন ওয়াটসন।আর দেখেই কোহলি বন্দনায় মাতেন এই অজি তারকা।

ওয়াটসন বলেন, ‘ও যেমন অসাধারণ, ওর পরিসংখ্যান আরওই অস্বাভাবিক!’ এর কারণ হিসেবে ওয়াটসন বলেন, ‘টি-টোয়েন্টি হলো ঝুকিপূর্ণ খেলা, সবসময়ই রিস্ক থাকে এখানে, কেননা আপনাকে আক্রমণাত্মক হয়ে খেলতে হয়। অন্য ফরম্যাটে যেখানে একটা ভাল বলকে ছেড়ে দিতে পারেন, খারাপ বলের জন্য অপেক্ষা করতে পারেন, টি-টোয়েন্টি তে সেই সুযোগ নেই। সুতরাং আপনার আউট হওয়ার সুযোগ ও বেশিই থাকে।’

‘অথচ, ওকে (কোহলি) দেখুন, ৮০-এর ওপরে গড় ( বিশ্বকাপে), ১৩৫ এর ওপর স্ট্রাইক রেট! একটা মানুষ এর দ্বারা কিভাবে সম্ভব! ও নিশ্চয়ই সাধারণ কোনো মানুষ না।’, যোগ করেন ওয়াটসন।

কোহলি এবারের বিশ্বকাপে এখন অবধি ৪ ম্যাচের তিনটিতেই হাফ সেঞ্চুরি করেছেন।বাংলাদেশের বিপক্ষে ম্যাচে মাহেলা জয়াবর্ধনেকে ছাড়িয়ে বিশ্বকাপের ইতিহাস সর্বোচ্চ রান সংগ্রাহক ও বনে গেছেন। যদিও ভারত এখনো সেমিফাইনাল নিশ্চিত করতে পারে নি। সেমিফাইনাল নিশ্চিত করতে গ্রুপপর্বের শেষ ম্যাচে রোববার জিম্বাবুয়ের মুখোমুখি হবে ভারত।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...