রাইট অন দ্য মানি

প্রতিটা বোলারই চান নিজের প্রথম বলটাকে স্বরণীয় করে রাখতে। তবে আন্তর্জাতিক ক্রিকেটের চাপ সামলে সেটা সহজ কাজ নয়। তবে কয়েকজন আছেন যারা আন্তর্জাতিক ক্রিকেটের ওয়ানডে অভিষেকে নিজেদের প্রথম বলেই নিয়েছেন উইকেট। সৌভাগ্যবান সেইসব বোলারদের নিয়েই এই তালিকা। তালিকাটা খুবই বিচিত্র বেশ কয়েকজন তারকা ব্যাটসম্যান এখানে জায়গা করে নিয়েছেন।

ছোটবেলায় ব্যাট-বল হাতে নিয়ে গলিতে ক্রিকেট খেলতে যাওয়া ছেলেটাও স্বপ্ন দেখে একদিন আন্তর্জাতিক ক্রিকেট খেলার। তবে ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়ে খেলার এই স্বপ্ন কজনেরই বা পূরণ হয়। যারা বা পূরণ করতে পারেন তাঁদের অনেকেই হয়তো চাপটা সামলাতে পারেন না।

প্রতিটা বোলারই চান নিজের প্রথম বলটাকে স্বরণীয় করে রাখতে। তবে আন্তর্জাতিক ক্রিকেটের চাপ সামলে সেটা সহজ কাজ নয়। তবে কয়েকজন আছেন যারা আন্তর্জাতিক ক্রিকেটের ওয়ানডে অভিষেকে নিজেদের প্রথম বলেই নিয়েছেন উইকেট। সৌভাগ্যবান সেইসব বোলারদের নিয়েই এই তালিকা। তালিকাটা খুবই বিচিত্র বেশ কয়েকজন তারকা ব্যাটসম্যান এখানে জায়গা করে নিয়েছেন।

  • ক্লাইভ লয়েড (ওয়েস্ট ইন্ডিজ)

শুরুতেই চমক। আমাদের এই তালিকার প্রথম নাম হিসেবে আছেন ক্যারিবিয়ান কিংবদন্তি স্যার ক্লাইভ লয়েড। কিংবদন্তিতুল্য এই অধিনায়কের মূলত একজন ব্যাটসম্যান। টেস্ট ক্রিকেটে তিনি অভিষিক্ত হয়েছিলেন ১৯৬৬ সালে। তবে ওয়ানডে ক্রিকেটে তাঁর অভিষেক হয়েছিল আরো ৭ বছর পরে।

ওয়ানডে ক্যারিয়ারের প্রথম বলেই উইকেট তুলে নিয়েছিলেন তিনি। তাঁর সামনে ব্যাট করছিলেন মাইকেল স্মিথ। তিনি সেদিন ২৫ রান দিয়ে দুই উইকেট নেন। ক্যারিবিয়ান বোলিং তোপে সেদিন ১৮৯ রানেই অল আউট হয়ে গিয়েছিল ইংল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজ আট উইকেটে জিতে। অথচ, মজার ব্যাপার হল আন্তর্জাতিক ক্যারিয়ার মিডিয়াম পেস বোলিং দিয়ে মাত্র ১৮ টা উইকেট পান প্রায় ২০০ টি ম্যাচ খেলা লয়েড।

  • ইনজামাম উল হক (পাকিস্তান)

পাকিস্তানের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যানদের একজন ইনজামাম উল হক। এই তালিকায় তাঁকে দেখে নিশ্চই অবাক হচ্ছেন। আন্তর্জাতিক ক্রিকেটে মোট ৩৭৮ টি ওয়ানডে ম্যাচ খেলেছেন এই কিংবদন্তি ব্যাটসম্যান। তাঁর পুরো ক্যারিয়ারে বোলিং করেছিলেন মাত্র ৯.৪ ওভার।

তিনিও ওয়ানডে ক্রিকেটে নিজের প্রথম বলেই তুলে নিয়েছিলেন উইকেট। তাও সেই উইকেটটা ছিল ব্রায়ান লারার। ইনজামামের প্রথম বলেই মঈন খানের হাতে ক্যাচ তুলে দিয়েছিলেন ব্রায়ান লারা। ব্রায়ান লারা? ভাবা যায়!

  • ফিদেল এডওয়ার্ডস (ওয়েস্ট ইন্ডিজ)

নাহ, তিনি অবশ্য সত্যিই দানবীয় এক বোলার। ক্যারিয়ারের শুরু থেকেও দারুণ সফল ছিলেন ক্যারিবীয় পেসার ফিদেল এডওয়ার্ডস। বিশেষ করে ক্যারিয়ারের প্রথম দিকে তাঁকে খেলতে বেশ বেগ পোহাতে হত ব্যাটসম্যানদের। জিম্বাবুয়ের বিপক্ষে নিজের প্রথম টেস্ট ম্যাচের প্রথম বলেই উইকেট তুলে নিয়েছিলেন তিনি। এছাড়া ওই ম্যাচে মোট ৬ উইকেট তুলে নিয়েছিলেন তিনি।

  • কেভিন ও’ব্রায়েন (আয়ারল্যান্ড)

আয়ারল্যান্ডের সফলতম অলরাউন্ডারদের একজন কেভিন ও’ব্রায়েন। মূলত তাঁর ব্যাটিংয়ের জন্যই বেশি পরিচিত তিনি। তবে বল হাতেও যথেষ্ট কার্যকর এই আইরিশ ক্রিকেটার। দেশটির হয়ে খেলা ১৫৩ ওয়ানডে ম্যাচে তাঁর ঝুলিতে আছে ১১৪ উইকেট। তিনিও নিজের প্রথম বলেই উইকেট তুলে নিয়েছিলেন। ২০০৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে এক ম্যাচে তুলে নিয়েছিলে অ্যান্ড্রু স্ট্রসের উইকেট।

  • ভূবনেশ্বর কুমার (ভারত)

এই মুহূর্তে ভারতের অন্যতম সেরা পেসারদের একজন ভূবনেশ্বর কুমার। সাদা বলের ক্রিকেটে নিজেকে নিয়ে গিয়েছেন এক অনন্য উচ্চতায়। ২০১২ সালে ভারতে দলে প্রথম ডাক পেয়েছিলেন এই পেসার। আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম বলেই তুলে নিয়েছিলেন উইকেট। চেন্নাইয়ে পাকিস্তানের বিপক্ষে নিজের প্রথম ম্যাচেই পেয়েছিলেন মোহাম্মদ হাফিজের উইকেট। যদিও সেই ম্যাচে সহজ জয়ই পেয়েছিল পাকিস্তান।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...