প্রবাসীদের কি দোষ!

এলিটাকে নেওয়া গেলে প্রবাসীতে কেন আপত্তি? তাঁদের দোষটা কি? নিশ্চয়ই কিছু আছে। নিশ্চয়ই বিরাট কোনো দোষ আছে, না হলে তাঁদের দলে নেওয়ার জন্য একজন কোচ কেন চাকরি হারাবেন।

সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের জন্য দল ঘোষনাতেই জেমি ডে’র সাথে নিজের পার্থক্যটা বুঝিয়ে দিলেন অস্কার ব্রুজোন। সব জায়গাতে মিল থাকলেও একটা জায়গায় দুজন দুই পথের পথিক। কিরগিজস্তানে সর্বশেষ ত্রিদেশীয় সিরিজের দলে যেখানে দুজন প্রবাসী ফুটবলার ছিলেন সেখানে সাফের দলে নেই একজনও! কানাডার রাহবার ওয়াহেদ খান ও ফ্রান্সের নায়েব তাহমিদ ইসলামকে নিয়ে সর্বশেষ জাতীয় দল সাজানো হলেও তাদের কাউকেই বিচেনায় আনেননি অস্কার।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিন যে প্রবাসী ফুটবলারদের দলে নেওয়াতে যে নাখোশ ছিলেন সেটি এবার দল ঘোষনাতে অনেকটাই পরিস্কার হয়ে গেছে। মালদ্বীপ সাফের দলে চমক বলতে ’বাংলাদেশি’ এলিটা কিংসেলের সুযোগ পাওয়া।

তবে ফিফা ও এএফসি থেকে এখনো লাল সবুজ জার্সি গায়ে খেলার অনুমতি পাননি নাইজেরিয়ায় জন্ম নেওয়া এই ষ্ট্রাইকার। যেমন করে সর্বশেষ এএফসি কাপে তাকে হতাশ হতে হয়েছে। দলের সঙ্গে মালদ্বীপের মালেতে গেলেও অনুমতি নামক জটিলতায় বসুন্ধরা কিংসের হয়ে তার মাঠে নামা হয়নি।

এলিটাকে নেওয়া গেলে প্রবাসীতে কেন আপত্তি? তাঁদের দোষটা কি? নিশ্চয়ই কিছু আছে। নিশ্চয়ই বিরাট কোনো দোষ আছে, না হলে তাঁদের দলে নেওয়ার জন্য একজন কোচ কেন চাকরি হারাবেন।

অস্কার ব্রুজোনকে কোচ হিসেবে নিয়োগ দেওয়ার পর থেকেই নানা নাটক আর জটিলতা চলছিল। ঘোষিত সময়ের একদিন পর দল ঘোষনা তাই প্রমাণ করে। এর আগে কয়দিনের জন্য জাতীয় দলের দায়িত্ব নেবেন ব্রুজোন সেটি ঠিক করতে বাফুফে সভাপতির সঙ্গে দুই দফা সভাও করতে হয়েছে! সবশেষ শুধুমাত্র সাফের জন্য জাতীয় দলের দায়িথ্ব নিতে রাজি হয়েছ এই স্প্যানিয়ার্ড।

২৬ সদস্যের দল ঘোষণার পর পরই বিকাল থেকে অনুশীলনও শুরু করে দিয়েছেন তিনি। যদিও এর আগে দলের একাধিক খেলোয়াড় সোনারগাঁও হোটেলে রিপোর্ট করেছেন। চমকহীন দলে অব্যহত রয়েছে বসুন্ধরা কিংসের দাপট। বাংলাদেশ চ্যাম্পিয়ন ক্লাবটিকে ১০ জন খেলোয়াড় রয়েছে তাদের। এরপর ৫ জন ঢাকা আবাহনী লিমিটেডের আর ৪ জন রয়েছেন সাইফ স্পোর্টিং ক্লাবের।

আশরাফুল ইসলাম রানা ও জুয়েল রানা দলে ফিরেছেন। সাফে ৪-৩-৩ ফরমেশনে আক্রমনাত্বক ফুটবলই খেলবে বাংলাদেশ, এমনটাই জানিয়েছেন কোচ ব্রুজোন। গত শুক্রবার ইংল্যান্ডের জেমি ডে’কে দুই মাসের জন্য অব্যহতি দিয়ে নতুন কোচ হিসেবে স্পেনের অস্কার ব্রুজোনের নাম ঘোষণা করেছিল বাফুফের জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি।
তবে সে সময় বসুন্ধরা কিংসের বিপিএল ফুটবলে দুটি ম্যাচ বাকি থাকায় অস্কার আনুষ্ঠানিকভাবে জাতীয় দলের দায়িত্ব নেননি, এবার সেটি নিয়েছেন তারও পাঁচদিন পর।

আজ বাফুফে ভবনে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব¡ নেয়ার পাশাপাশি তিনি ঘোষণা করেছেন সাফ চ্যাম্পিয়নশিপের জন্য ২৬ জনের প্রাথমিক দল। জেমির তালিকায় থাকা নতুন প্রবাসী ফুটবলারদের কাউকেই শুধু রাখেননি ব্রæজোন। তবে নতুন বাংলাদেশি এলিটা কিংসলেকে রেখে কিছুটা হলেও চমক দেখিয়েছেন। কারণ তার এখনো জাতীয় দলের হয়ে খেলার নিশ্চয়তা মেলেনি।

বাফুফে শেষ মুহূর্ত পর্যন্ত ফিফা থেকে এলিটার খেলার ছাড়পত্র আনার চেষ্টা চালিয়ে যাবে বলে জানিয়েছেন জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ও বাফুফে সহ সভাপতি কাজী নাবিল আহমেদ। যে ২৩ ফুটবলার নিয়ে কিরগিজস্তান গিয়েছিলেন জেমি ডে, আর সেই দলের ৩ জন নেই অস্কার ব্রুজোনের প্রাথমিক তালিকায়। দুই প্রবাসী ফুটবলার রাহবার ওয়াহেদ খান ও নায়েব তাহমিদ ইসলাম এবং তরুণ গোলরক্ষক মিতুল মার্মাকে বিবেচনায় আনেননি এই স্প্যানিশ কোচ।

এমন কি সাম্প্রতিক সময়ে আলোচনায় থাকা ইল্যান্ড প্রবাসী ইউসুফ জুলকারনাইনকেও প্রাথমিক তালিকায় বিবেচনা করেননি নতুন কোচ। সর্বশেষ দলে না থেকেও যে ৬ জন যোগ হয়েছেন তারা হলেন গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা, ডিফেন্ডার টুটুল হোসেন বাদশা, মিডফিল্ডার আতিকুর রহমান ফাহাদ, মানিক হোসেন মোল্লা, ফরোয়ার্ড জুয়েল রানা ও এলিটা কিংসলে। এদিকে নাইজেরিয়ার নাগরিকত্ব ত্যাগ করে বাংলাদেশের নাগরিক হওয়া এলিটা কিংসেলের খেলার বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

আরো কিছুদিন আগেই বাংলাদেশের পাসপোর্ট পেলেও আন্তর্জাতিক ম্যাচ খেলার জন্য ফিফা ও এএফসি থেকে ছাড়পত্র পাননি কিংসেলে। সে কারণেই বসুন্ধরা কিংসের হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচে খেলতে পারলেও এএফসি কাপে না খেলতে পারায় হতাশ হতে হয়েছে। সে কারণেই কিংসেলের সাফে খেলা নিয়েও রয়েছে অনিশ্চয়তা। কেননা এখনো ফিফা থেকে এখনো ছাড়পত্র পায়নি বাফুফে।

এ বিষয়ে বাফুফে সহ-সভাপতি ও জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ বলেন, ‘এলিটা কিংসেলের এখনো বাংলাদেশ দলে খেলার জন্য অনুমতিপত্র মেলেনি। আমরা এজন্য চেষ্টা করার পাশাপাশি অপেক্ষায় রয়েছি। এই মুহূর্ত পর্যন্ত সে খেলার জন্য তাই যোগ্য না।’ ফিফা-এএফসির থেকে অনুমতিপত্র না পেলে বিকল্পও ভেবে রেখেছেন কোচ ব্রুজোন। আগামী ১-১৬ অক্টোবর মালদ্বীপের রাজধানী মালেতে অনুষ্ঠিত হবে এবারের সাফ চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্টের প্রথম দিনেই শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে জামাল ভুইয়ার বাংলাদেশ দল।

প্রাথমিক দলে যারা আছেন

  • গোলরক্ষক : আনিসুর রহমান জিকো, শহিদুল আলম সোহেল ও আশরাফুল ইসলাম রানা।
  • ডিফেন্ডার : তপু বর্মন, টুটুল হোসেন বাদশা, রিয়াদুল হাসান রাফি, ইয়াসিন আরাফাত, রেজাউল করিম, তারিক কাজী, রহমত মিয়া, বিশ্বনাথ ঘোষ, মোঃ আতিকুজ্জামান ও মেহেদী হাসান।
  • মিডফিল্ডার : জামাল ভূঁইয়া, সোহেল রানা, মাসুক মিয়া জনি, মোঃ সাদ উদ্দিন, আতিকুর রহমান ফাহাদ, জুয়েল রানা, রাকিব হোসেন ও মানিক মোল্লা।
  • ফরোয়ার্ড : মোহাম্মদ ইব্রাহিম, মাহবুবুর রহমান সুফিল, এলিটা কিংসলে, মতিন মিয়া, বিপলু আহমেদ ও সুমন রেজা।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...