জর্জটাউনে সাকিবময় একটি দিন। ব্যাটিংয়ে ঝড় তুললেন, বল হাতেও নিলেন উইকেট। মিয়ামি ব্লেজ তুলে নিল নিজেদের প্রথম জয়। যার পেছনে বড় অবদান সাকিব আল হাসানেরই।
টসে হেরে ফ্যালকনসের বিপক্ষে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় মিয়ামি। ইনিংসের গোড়াপত্তন করতে হাজির সাকিব নিজেই। শুরু থেকেই ঝড় তোলেন বাইশ গজে। চার ছক্কার ফুলঝুরিতে ১১ বলে ২৯ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেন, যার স্ট্রাইক রেট ছিল প্রায় ২৬৪।
সাকিব যখন ফিরে যাচ্ছিলেন, দলের রান তখন দুই উইকেট হারিয়ে ৫৮। এরপর তাঁর দেখানো পথেই হাঁটেন এঞ্জেলো পেরেরা, খেলেন ২২ বলে ৪৫ রানের ইনিংস। মিয়ামির সংগ্রহ দাঁড়ায় ১১০ রান।
জবাবে শুরুতেই উইকেট হারিয়ে চাপে পড়ে ফ্যালকন। মাঝের সময়টাতে চেষ্টা করলেও খুব বেশি সুবিধা করে উঠতে পারেনি তারা।
সাকিব আল হাসান বল হাতে এলেন সপ্তম ওভারের মাথায়। নিজের প্রথম ওভারে দিলেন দশ রান। ক্যাচ মিস না হলে প্রথম ওভারেই উইকেটের দেখা পেয়ে যেতেন।
তবে নিজের দ্বিতীয় ওভারে ঠিকই উইকেট বাগিয়ে নিলেন সাকিব। আলিমোহাম্মদকে ফিরিয়ে টুর্নামেন্টে প্রথম উইকেট শিকার করেছেন। শেষ পর্যন্ত এই ওভারে দিয়েছেন নয় রান।
সাকিব আল হাসান যে মানের খেলোয়াড়, তাঁর জন্য এই ধরনের টুর্নামেন্ট নিতান্তই সাদামাটা। তারকাবিহীন এই টুর্নামেন্টে তিনিই যে রাজার আসন ধরে আছেন, সেটা যেমন মাঠের খেলায়, তেমনই মাঠের বাইরেও। সাকিব যেদিন পারফর্ম করেন, দলের জয় অনিবার্য হয়ে দাঁড়ায়। তাই তো তাঁর অলরাউন্ড পারফরম্যান্সে ভর করে মিয়ামি পেল ১৩ রানের জয়। তিন ম্যাচ পর প্রথম জয় আসলো তাদের ডেরায়।