হাকিমি-হিবার বিচ্ছেদ?

মাসখানেক আগে পিএসজি তারকা আশরাফ হাকিমির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন এক নারী। সেই অভিযোগের ভিত্তিতে ফরাসি কর্তৃপক্ষ তদন্ত শুরু করলেও হাকিমি এতদিন খেলা চালিয়ে যেতে পেরেছেন। কিন্তু এবারে খানিকটা দুঃসংবাদ তাঁর জন্য, তাঁর স্ত্রী হিবা আবুক ইতোমধ্যে বিবাহ বিচ্ছেদের আবেদন করেছেন এবং জানিয়েছেন তিনি সবসময় ভুক্তভোগীর পক্ষে থাকবেন। 

মাসখানেক আগে পিএসজি তারকা আশরাফ হাকিমির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন এক নারী। সেই অভিযোগের ভিত্তিতে ফরাসি কর্তৃপক্ষ তদন্ত শুরু করলেও হাকিমি এতদিন খেলা চালিয়ে যেতে পেরেছেন। কিন্তু এবারে খানিকটা দু:সংবাদ তাঁর জন্য, তাঁর স্ত্রী হিবা আবুক ইতোমধ্যে বিবাহ বিচ্ছেদের আবেদন করেছেন এবং জানিয়েছেন তিনি সবসময় ভুক্তভোগীর পক্ষে থাকবেন। 

গত মাসে এক নারী হাকিমির বিপক্ষে নিজের বাড়িতে ধর্ষণের অভিযোগ আনেন। তিনি দাবি করেন অনলাইন থেকে পরিচয়ের পর তিনি দেখা করতে হাকিমির বাড়ি যান।

সেখানেই এই ফুটবল তারকা তাঁর সাথে অনৈতিক আচরণ শুরু করেন। তাঁর অভিযোগের পরই মূলত ঘটনা তদন্তে নামে ফরাসি কর্তৃপক্ষ। সংবাদমাধ্যমে এ নিয়ে খুব বেশিকিছু না জানালেও হাকিমির আইনজীবিরা বরাবরই দাবি করেছেন এই ফুটবল তারকা নির্দোষ। 

সেই ঘটনার প্রায় মাসখানেক বাদে এবারে মুখ খুললেন এই তারকার স্ত্রী হিবা আবুক। ইনস্ট্রাগ্রামে তিনি জানান এই দম্পতি আর একসাথে থাকেন না এবং তাঁদের মাঝে বিবাহ বিচ্ছেদের প্রক্রিয়া চলছে।

তাঁর মতে এই ঘটনা অত্যন্ত নিন্দনীয় এবং এই ঘটনা শুনার পর তাঁর ধাতস্থ হতে সময় লেগেছে। অথচ বিশ্বকাপ চলাকালীন সময়েও এই দম্পতির প্রশংসায় মুখর ছিল গোটা বিশ্ব। বিশ্বকাপের মাস তিনেক কাটতে না কাটতেই মরক্কোর এই তারকার ব্যক্তিজীবনে দুর্যোগের ঘনঘটা। 

তিনি বলেন, ‘কোনো সন্দেহ ছাড়াই বলে দেয়া যায় আমি সবসময়েই ভুক্তভোগীর পাশে ছিলাম। তবে ঘটনার গুরুত্ব বিবেচনায় আমরা কেবল বিচারব্যবস্থার উপর আস্থা রাখতে পারি।’

এদিকে হাকিমির আইনজীবী ফ্যানি কলিন বলেন, ‘অভিযোগটি পুরোপুরি মিথ্যা এবং ভিত্তিহীন। সে শান্ত আছে এবং সবাইকে সাহায্য করতে ইচ্ছুক।’

তবে অভিযোগ উঠার পরও খেলা চালিয়ে যেতে বাঁধা নেই পিএসজি এবং মরক্কোর এই রাইটব্যাকের। পিএসজির হয়ে সময়টা ভালো না কাটলেও জাতীয় দলের হয়ে রীতিমতো উড়ছেন এই তারকা।

বিশ্বকাপে সবাইকে চমকে দিয়ে মরক্কোর চতুর্থ হওয়ার পেছনে এই রাইটব্যাক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। এছাড়া জায়গা পেয়েছিলেন বিশ্বকাপের সেরা দলে। দিনদুয়েক আগে তো ব্রাজিলকেই ২-১ গোলে হারিয়ে দিয়েছে তাঁর দল। সেই ম্যাচেও শুরু থেকে মাঠে ছিলেন হাকিমি। 

তবে ক্লাবের জার্সিতে খানিকটা অনুজ্জ্বল এই তারকা। চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডে বায়ার্ন মিউনিখের কাছে হেরে বিদায় নিয়েছে তাঁর দল পিএসজি। এখন দেখার বিষয় ব্যক্তিজীবনের সমস্যা মিটিয়ে মাঠের পারফরম্যান্সে উন্নতি আনতে পারেন কিনা এই তারকা। তবে অভিযোগ প্রমাণিত হলে সামনে নিশ্চিতভাবেই দু:সময় অপেক্ষা করছে এই তারকার। 

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...