Social Media

Light
Dark

নিউজিল্যান্ডকে বিসিবির ধন্যবাদ

আগামী মাসে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ। গত সেপ্টেম্বরে চূড়ান্ত হয়েছিলো সফরের সূচিও। তবে দুদিন আগে সেই সূচিতে পরিবর্তন এনেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি)। এই পরিবর্তিত সূচিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)

করোনার কারণে নিউজিল্যান্ডে গিয়ে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে বাংলাদেশকে। মূলত সফরকারীদের পর্যাপ্ত অনুশীলনের সুযোগ দিতেই পরিবর্তন আনা হয়েছে সূচিতে। নতুন সূচি অনুযায়ী এক সপ্তাহ পিছিয়ে শুরু হবে সিরিজ।

সূচি পরিবর্তন করার কারণেই কোয়ারেন্টাইন শেষে কুইন্সটাউনে পাঁচ দিনের ট্রেনিং ক্যাম্প করতে পারবে বাংলাদেশ। এনজেডসি ও বিসিবি আলোচনা করেই সূচি পরিবর্তন করেছে। সূচি পরিবর্তন করাতে এনজেডসির প্রশংসা করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরি সুজন।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি বলেন, ‘নিউজিল্যান্ডে গিয়ে বাংলাদেশ দলের অনুশীলনের কীরকম সুযোগ থাকবে তা নিয়ে আমরা এনজেডসির সাথে আলাপ করেছিলাম। করোনার কারণে এটা জরুরী হয়ে পড়েছে। আন্তর্জাতিক এক দলের প্রস্তুতির কথা মাথায় রেখে সূচিতে বদল আনা এনজেডসির তারিফ না করলেই নয়।’

সূচি পরিবর্তন করে এক প্রেস বিজ্ঞপ্তিতে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড জানিয়েছিলো, ‘করোনাভাইরাসের বর্তমান পরিস্থিতি বিবেচনা এবং বিভিন্ন চ্যালেঞ্জের বিষয়টি মাথায় রেখে আসন্ন বাংলাদেশ সফরের সূচি ও অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের সূচিতে পরিবর্তন আনা হয়েছে।’

আগের সূচি অনুযায়ী ওয়ানডে সিরিজ শুরু হওয়ার কথা ছিলো ১৩ মার্চ থেকে ও টি-টোয়েন্টি সিরিজ শুরু হতো ২৩ মার্চ থেকে। নতুন সূচি অনুযায়ী ২০ মার্চ প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে ইউনিভার্সিটি ওভাল, ডুনেডিনে। ২৩ মার্চ সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে হ্যাগলি ওভাল, ক্রাইস্টচার্চে এবং ২৬ মার্চ শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে বেসিন রিজার্ভ,ওয়েলিংটনে।

ওয়ানডে সিরিজ শেষে ২৮ মার্চ সেডন পার্ক, হ্যামিল্টনে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি।  ৩০ মার্চ ম্যাকলিন পার্ক, নেপিয়ারে দ্বিতীয় টি-টোয়েন্টি শেষে ইডেন পার্ক, অকল্যান্ডে ১ এপ্রিল অনুষ্ঠিত হবে শেষ টি-টোয়েন্টি।

ওয়ানডে সিরিজের সূচি:

২০ মার্চ : ১ম ওয়ানডে – ডানেডিন

২৩ মার্চ : ২য় ওয়ানডে – ক্রাইস্টচার্চ

২৬ মার্চ : ৩য় ওয়ানডে – ওয়েলিংটন

 

টি-টোয়েন্টি সিরিজের সূচি:

২৮ মার্চ : ১ম টি-টোয়েন্টি – নেপিয়ার

৩০ মার্চ : ২য় টি-টোয়েন্টি – অকল্যান্ড

০১ এপ্রিল : ৩য় টি-টোয়েন্টি – হ্যামিল্টন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link