পানির দামে বিক্রি, এই ছিল নিয়তি!

আইপিএল ২০২৫ মেগা নিলামে খরচ হয়েছে ৬৩৯ কোটি ১৫ লাখ রুপি। অর্থের যেন বন্যা হল মরুর দেশ সৌদি আরবে। ভেঙে গেছে পুরাতন সব দরদামের রেকর্ড।

ঢাক-ঢোল পিটিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম মহাযজ্ঞ শেষ। আইপিএল ২০২৫ মেগা নিলামে খরচ হয়েছে ৬৩৯ কোটি ১৫ লাখ রুপি। অর্থের যেন বন্যা হল মরুর দেশ সৌদি আরবে। ভেঙে গেছে পুরাতন সব দরদামের রেকর্ড।

তবে বেশ কিছু বিখ্যাত বিদেশী খেলোয়াড়কে নামমাত্র দামেই ডেরায় ভিড়িয়েছে দলগুলো। তেমন পাঁচজনকে নিয়েই আমাদের এবারের আয়োজন।

  • ফাফ ডু প্লেসিস (দক্ষিণ আফ্রিকা)

আইপিএলের অন্যতম পরীক্ষিত সেনানী ফাফ ডু প্লেসিস। ১৪৫ ম্যাচে প্রায় ৩৬ গড় আর ১৩৬.৩৭ স্ট্রাইকরেটে ৪৫৭১ রান। ৩৭ টা আইপিএল হাফ সেঞ্চুরি সাথে চেন্নাইয়ের হয়ে কাপ জেতার অভিজ্ঞতা, সবই আছে তার অর্জনের ঝুলিতে। সম্প্রতিই সেন্ট লুসিয়া কিংসকে এনে দিয়েছেন তাদের প্রথম ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ শিরোপা, ঝড় তুলেছেন চলমান আবুধাবি টি-টেন লিগেও।

তার জন্য নিলামে কাড়াকাড়িই হবার কথা ছিল। কিন্তু ভিত্তিমূল্য দুই কোটি রুপিতেই তাকে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস। অনেকে অবাক হলেও, মূলত দলগুলো হয়ত তার বয়স বিবেচনায় নিয়ে তরুনদের উপর বিনিয়োগে গুরুত্ব দিয়েছে।

  • স্যাম কারেন (ইংল্যান্ড)

২০২৩ আইপিএলের সবচেয়ে দামি খেলোয়াড় ছিল স্যাম কারেন। তবে এবার মাত্র দুই কোটি ৪০ লাখ রুপিতে তাকে দলে ভিড়িয়েছে চেন্নাই সুপার কিংস। ২৬ বছর বয়সী ইংলিশ অলরাউন্ডারকে এত কম দামে বিক্রি হতে দেখে হতবাক অনেক ক্রিকেট প্রেমী। তবে, সাম্প্রতিক অধারাবাহিক পারফরম্যান্স আর বাজেটের টানাপোড়েনে এবার অল্পতেই তুষ্ট থাকতে হচ্ছে তাঁকে।

  • লকি ফার্গুসন (নিউজিল্যান্ড)

কিউই গতিদানব লকি ফার্গুসন বিক্রি হয়েছেন মাত্র দুই কোটি রুপিতে। গতি, বাউন্স, ইর্য়কার সবকিছুতেই পটু তিনি। পাঞ্জাব কিংস খুব সস্তাতেই  তাকে পেয়ে গেছেন বলেই ভাবছেন অনেকে। তবে তার কন্ডিশন আর ফিটনেস দূর্বলতার দিকে নজর দিয়েই হয়ত তার প্রতি তেমন আগ্রহী হয়নি দলগুলো।

  • এইডেন মার্করাম (দক্ষিণ আফ্রিকা)

নিলামে কমদামে বিক্রি হওয়া আরো এক বড় নাম এইডেন মার্করাম। মাত্র দুই কোটি রুপিতে এই সাউথ আফ্রিকান অলরাউন্ডারকে দলে ভিড়িয়েছে লখনৌ সুপার জায়ান্টস। মিডল অর্ডারে দায়িত্বশীল ব্যাটিং বা দক্ষ নেতৃত্ব দুই গুণই আছে তার মধ্যে। তবে ধারাবাহিকতার অভাব আর ভারতের মাটিতে নড়বড়ে ব্যাটিংই তার চাহিদা কমিয়েছে ফ্রাঞ্চাইজি গুলোর কাছে।

  • রভম্যান পাওয়েল (ওয়েস্ট ইন্ডিজ)

বিধ্বংসী ব্যাটিংয়ের জন্য বিখ্যাত রভম্যান পাওয়েল ও পাননি প্রত্যাশা অনুযায়ী রুপি। মাত্র দেড় কোটি রুপিতেই তাকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। পাওয়ার হিটিংয়ের জন্য বেশ সুনাম থাকলেও, ধারাবাহিকতার অভাব তাকে আর্কষিত করতে পারেনি দলগুলোর কাছে।

Share via
Copy link