আইপিএলের দ্রুততম হাজারী ক্লাবে স্বাগতম

আইপিএলের প্রত্যেক ম্যাচে প্রচুর রান হয়, পিচের সুবিধার কারণে আইপিএলে ব্যাটসম্যানদের রান করা ব্যাটসম্যানদের জন্য বেশ সহজ হয়ে উঠে। আইপিএল ক্যারিয়ারে অনেক ব্যাটসম্যান এক হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন। সবচেয়ে দ্রুততম সময়ে এক হাজার পূর্ণ করেছেন এমন ক্রিকেটারদেরকে আজকের এই আয়োজন।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) বিশ্বের অন্যতম সেরা ফ্রাঞ্চাইজি লিগ, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। সারা বিশ্বের সব দেশের ক্রিকেটাররা চান আইপিএলে ভালো খেলতে। কোনো কোনো ক্রিকেটার আইপিএলে এক বা দুই মৌসুম ভালো খেলেই বিদায় নেন আবার অনেক নিজের ধারাবাহিকতা বজায় রাখেন।

আইপিএলের প্রত্যেক ম্যাচে প্রচুর রান হয়, পিচের সুবিধার কারণে আইপিএলে ব্যাটসম্যানদের রান করা ব্যাটসম্যানদের জন্য বেশ সহজ হয়ে উঠে। আইপিএল ক্যারিয়ারে অনেক ব্যাটসম্যান এক হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন। সবচেয়ে দ্রুততম সময়ে এক হাজার পূর্ণ করেছেন এমন ক্রিকেটারদেরকে আজকের এই আয়োজন।

  • শন মার্শ (২১ ইনিংস): অস্ট্রেলিয়া

মার্শ ভাই ভাই জুটির বড় হলে শন মার্শ। শন মার্শ মাত্র ২১ ইনিংসে ব্যাটিং করে আইপিএলে ইতিহাসে দ্রুততম এক হাজার রানের মাইলফলক স্পর্শ করেন।

শন মার্শ আইপিএলে ক্যারিয়ারে ৭১ ম্যাচ খেলে ২৪৭৭ রান করেছেন। আইপিএলে তাঁর ব্যাটিং গড় ৩৯.৯৫। দলের যেকোনো অবস্থায় ব্যাটিং করতে পারেন তিনি। দলের প্রয়োজনে যেকোনো ভাবে ব্যাট করে দলের রানের চাকা সচল রাখতে পারেন তিনি।

  • লেন্ডল সিমন্স (২৩ ইনিংস): ওয়েস্ট ইন্ডিজ

লেন্ডল সিমন্স ক্যারিবিয়ান বিধ্বংসী ব্যাটসম্যান। তিনি আইপিএলে খেলেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে এবং প্রায় প্রতি ম্যাচেই মুম্বাইকে উড়ন্ত সূচনা এনে দিতেন তিনি। সিমন্স এবং ডোয়াইন স্মিথ দুই জন মিলে মুম্বাইকে ভালো সূচনা এনে দিতেন।

আইপিএলে ২৩ ইনিংসে ব্যাট করে এক হাজার রানের মাইলফলক স্পর্শ করেন। আইপিএল ইতিহাসে দ্বিতীয় দ্রুততম ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়েন তিনি। আইপিএল ক্যারিয়ারের ২৯ ম্যাচে ৩৯.৯৬ গড়ে ১০৭৯ রান করেন তিনি।

  • ম্যাথু হেইডেন (২৫ ইনিংস): অস্ট্রেলিয়া

ম্যাথু হেইডেন ভারতের ইতিহাসের অন্যতম সেরা ওপেনার ছিলেন। ক্যারিয়ার জুড়ে তাঁর পরিচিতি ছিলো বিধ্বংসী ব্যাটিংয়ের জন্য। আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি ফ্রাঞ্চাইজি ক্রিকেটেও নিজের এই রুপ ধরে রেখেছিলেন তিনি।

আইপিএলে ২৫ ম্যাচ খেলে এক হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি। আইপিএলের ইতিহাসে তৃতীয় দ্রুততম ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়েন হেইডেন। আইপিএলে তিনি বিখ্যাত হয়ে আছেন মঙ্গুজ ব্যাট ব্যবহার করার জন্য।

  • ক্রিস গেইল (২৭ ইনিংস): ওয়েস্ট ইন্ডিজ

সারা বিশ্বের সব ফ্রাঞ্চাইজি লিগে ক্রিস গেইল তাঁর বিধ্বংসী রুপ দেখা যায়। টি-টোয়েন্টি ক্রিকেটে প্রায় সব রেকর্ড নিজের দখলে নিয়ে নিয়েছেন তিনি। এই জন্যই টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম সেরা ক্রিকেটার বিবেচন করা হয়।

ক্রিস গেইল আইপিএলে ২৭ ইনিংসে এক হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি। আইপিএলের ইতিহাসে চতুর্থ দ্রুততম ক্রিকেটার হিসেবে এই রেকর্ড স্পর্শ করেন তিনি।

এখন পর্যন্ত আইপিএল ইতিহাসে ৪১.১৩ গড়ে ৪৮১২ রান করেছেন তিনি।

  • কেন উইলিয়ামসন (২৮ ইনিংস): নিউজিল্যান্ড

বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান হলেন কেন উইলিয়ামসন। দূর্দান্ত পারফর্ম করেও সবচেয়ে কম ফোকাসে থাকেন তিনি। আইপিএলেও নিজের নামের প্রতি সুবিচার করে যাচ্ছেন এই কিউই ব্যাটসম্যান।

তিনি এখন পর্যন্ত আইপিএলে প্রায় ৪০ গড়ে ১৬১৯ রান করেছেন তিনি। আইপিএল ক্যারিয়ারে ২৮ ম্যাচ খেলে এক হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি। আইপিএল ইতিহাসের পঞ্চম দ্রুততম ক্রিকেটার হিসেবে রেকর্ড গড়েন তিনি। আইপিএলে নিজেকে সানরাইজার্স হায়দ্রাবাদ দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার হিসেবে পরিণত করেছেন উইলিয়ামসন।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...