বিশ্বকাপের ড্র: জমকালো এক ভাগ্যপরীক্ষা

ক্ষনগণনা শুরু হয়ে গিয়েছে, পুরো পৃথিবী অধির আগ্রহে অপেক্ষা করছে ফুটবলের ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ এর উদ্দেশ্যে। এশিয়ার দেশ কাতারে আগামী ২১ নভেম্বর শুরু হবে ফুটবলের মহাযজ্ঞ আসর; ফিফা বিশ্বকাপ। ২০২২ সালের এই মহারণে অংশ নেবে ৩২ দেশ। ইতোমধ্যে ২৭টি দেশ চূড়ান্ত পর্বে খেলা নিশ্চিত করেছে এবং কাতারের টিকেট কাটার জন্য লড়ছে বাকি পাঁচ দল। তবে দ্রুতই জানা যাবে কোন দলগুলো হতে যাচ্ছে সৌভাগ্যবান।

ক্ষনগণনা শুরু হয়ে গিয়েছে, পুরো পৃথিবী অধির আগ্রহে অপেক্ষা করছে ফুটবলের ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ এর উদ্দেশ্যে। এশিয়ার দেশ কাতারে আগামী ২১ নভেম্বর শুরু হবে ফুটবলের মহাযজ্ঞ আসর; ফিফা বিশ্বকাপ। ২০২২ সালের এই মহারণে অংশ নেবে ৩২ দেশ। ইতোমধ্যে ২৭টি দেশ চূড়ান্ত পর্বে খেলা নিশ্চিত করেছে এবং কাতারের টিকেট কাটার জন্য লড়ছে বাকি পাঁচ দল। তবে দ্রুতই জানা যাবে কোন দলগুলো হতে যাচ্ছে সৌভাগ্যবান।

বিশ্বকাপ দুয়ারে কড়া নাড়লেও এখনো দলগুলোর ভবিষ্যৎ অজানা; কোন দল কোন গ্রুপে কিংবা কে মাঠে নামবে কোনদিন কত কত প্রশ্নই উঁকি দিচ্ছে ভক্ত-সমর্থকদের মনে। সব প্রশ্নের উত্তর দেয়ার মঞ্চ এখন প্রস্তুত করে নিয়েছে ফিফা। বিশ্বকাপের ড্র-পর্বের দিনক্ষণ চূড়ান্ত হয়েছে, শীঘ্রই জানা যাবে কার ভাগ্যে কি ঘটতে যাচ্ছেে।

  • বিশ্বকাপ ড্রয়ের সময়

বিশ্বকাপে সবসময়ই উত্তেজনা ছড়ায় মাঠের খেলা, তবে মাঠের বাইরেও ড্র-পর্ব দর্শকদের জন্য আগ্রহের অন্যতম কেন্দ্র। ড্র-য়ের ফলাফল জানতে দল-মত নির্বিশেষে সবাই অধিরভাবেই অপেক্ষা করে। অপেক্ষার প্রহর এবার শেষ হবে ১লা এপ্রিল। শুক্রবার বাংলাদেশ সময় রাত দশটায় কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত হবে বিশ্বফুটবলের জমকালো এই ড্র অনুষ্ঠান। এখানেই নির্ধারণ হবে কোন দল কোন গ্রুপে কিংবা কে কাকে প্রতিপক্ষ পাচ্ছে।

  • ড্র-পর্ব সম্প্রচার

গ্রুপ পর্বের ড্র সরাসরি সম্প্রচার করবে স্বয়ং ফিফা। বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থাটির নিজস্ব অফিসিয়াল ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের একাউন্টে সরাসরি ড্র-অনুষ্ঠান দেখতে পারবে যে কেউ। এছাড়াও ড্র অনুষ্ঠান সম্প্রচারের দায়িত্বে আছে আমেরিকান-স্প্যানিশ টিভি চ্যানেল টেলিমুন্ডো।

  • কাদের নিয়ে হচ্ছে ড্র

দোহায় চারটি পটে ড্রতে উঠবে ২৯টি দেশের নাম। এখনো নির্ধারণ না হওয়া তিনটি দলও থাকবে ড্রয়ে।

ইউরোপ অঞ্চল থেকে ড্রতে উঠবে ১২টি দল। এদের পাশাপাশি এই অঞ্চল থেকে আরও একটি দল বিশ্বকাপে যাবে। ইউক্রেনে তাদের প্রতিবেশী রাষ্ট্র রাশিয়ার সামরিক অভিযানের কারণে ইউক্রেন-স্কটল্যান্ড প্লে-অফের সেমিফাইনাল স্থগিত রয়েছে। সেই ম্যাচের বিজয়ী দল প্লে-অফের ফাইনালে গ্যারেথ বেলের ওয়েলসের বিপক্ষে খেলবে। ফাইনালের জয়ী দলটি বিশ্বকাপে যাবে।

লাতিন অঞ্চল থেকে সবার আগে বিশ্বকাপে জায়গা করে নিয়েছিলো ব্রাজিল। এছাড়াও তাদের সঙ্গী হয়েছে লিওনেল মেসি’র আর্জেন্টিনা, উরুগুয়ে ও ইকুয়েডর। বাছাইপর্বে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে থাকায় প্লে-অফে খেলে বিশ্বকাপে খেলার সম্ভাবনা রয়েছে পেরুর।

আফ্রিকা মহাদেশ থেকে সরাসরি কাতারে যাচ্ছে ঘানা, সেনেগাল, মরক্কো, তিউনিসিয়া ও ক্যামেরুন। কনক্যাকাফ থেকে সবার আগে বিশ্বকাপ নিশ্চিত করেছে কানাডা। কাতারের টিকেট হাতে পাওয়া যুক্তরাষ্ট্রেরও অনেকটা নিশ্চিতই। এই অঞ্চল থেকে মেক্সিকোর বিশ্বকাপে যাওয়ার রাস্তা সহজ হলেও কাগজে-কলমের হিসাবে তাদেরকে নিশ্চিত বলা যাচ্ছে না। এছাড়াও টেবিলের চতুর্থ দল ওশেনিয়া মহাদেশীয় বাছাইপর্বের চ্যাম্পিয়ন দলের সঙ্গে বিশ্বকাপ প্লে-অফ খেলবে

এশিয়া অঞ্চল থেকে বিশ্বকাপ নিশ্চিত করেছে সাউথ কোরিয়া, ইরান, জাপান ও সৌদি আরব। দুই গ্রুপের তৃতীয় স্থানে থাকায় সংযুক্ত আরব আমিরাত ও অস্ট্রেলিয়া প্লে-অফে মুখোমুখি হবে। এই প্লে-অফের বিজয়ী দল লাতিন অঞ্চলের পঞ্চম স্থান অর্জন করা পেরুর বিপক্ষে খেলবে। সেই ম্যাচের বিজয়ী দল পাবে বিশ্বকাপে খেলার টিকেট।

  • চার পটের কোনটিতে কারা?

বিশ্বকাপের ড্র পর্ব চালানোর জন্য চারটি পটে আটটি করে দল অন্তর্ভুক্ত করেছে ফিফা। পট-১, পট-২ এভাবে চারটি ভাগে সাজানো হয়েছে দলগুলো’কে। তবে আয়োজক দেশ কাতার ড্র পটের প্রথমটির প্রথম স্লটে থাকবে।

পট-১: কাতার, বেলজিয়াম, ব্রাজিল, ফ্রান্স, আর্জেন্টিনা, ইংল্যান্ড, স্পেন ও পর্তুগাল।

পট-২: ডেনমার্ক, নেদারল্যান্ডস, জার্মানি, মেক্সিকো*, সুইজারল্যান্ড, যুক্তরাষ্ট্র*, ক্রোয়েশিয়া, উরুগুয়ে। (*দলগুলো যদি কোয়ালিফাই করতে পারে)

পট-৩: সেনেগাল, ইরান, জাপান, মরক্কো, সার্বিয়া, সাউথ কোরিয়া, পোল্যান্ড, তিউনেশিয়া/কানাডা।

পট-৪: এশিয়ার ও কনমেবল প্লে-অফ জয়ী দল, ওশেনিয়া-কনক্যাকাফ প্লে-অফ, ইউরোপে স্থগিত হওয়া ম্যাচ থেকে একটি দল, সৌদি আরব, ইকুয়েডর, ঘানা, ক্যামেরুন, তিউনেশিয়া/কানাডা।

(*যেহেতু র‍্যাংকিং বিবেচনায় পটগুলো সাজানো হয়েছে তাই ৩১ মার্চ পর্যন্ত র‍্যাংকিংয়ে পরিবর্তন ঘটলে পটের ঠিকানাও বদলে যেতে পারে।)

  • ড্রয়ের নিয়মকানুন

ইউরোপ বাদে বাকি মহাদেশগুলোর একাধিক দল থাকতে পারবে না একই গ্রুপে। তবে প্রত্যেক গ্রুপে ইউরোপের অন্তত একটি অথবা সর্বোচ্চ দুটি দলকে রাখতে হবে। ৩২ দলে আটটি গ্রুপ এ, বি, সি, ডি, ই, এফ, জি এবং এইচ নামে নির্ধারণ করা হবে। প্রত্যেক পট থেকে একটি করে দল একটি গ্রুপে যাবে; অর্থাৎ পট-১ এর একটি, পট-২ এর একটি এভাবে চারটি পট থেকে চারটি দল মিলে একটি গ্রুপ তৈরি হবে।

  • বিশ্বকাপ সূচি

এ, বি, ই এবং এফ গ্রুপের শুরুর পর্বের ম্যাচগুলো হবে আল বায়েত স্টেডিয়াম, খালিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, আল থুমামা স্টেডিয়াম এবং আহমেদ বিন আলী স্টেডিয়ামে। সি, ডি, জি এবং এইচ গ্রুপের ম্যাচগুলো গড়াবে লুসাইল আইকনিক স্টেডিয়াম, স্টেডিয়াম ৯৪৭, এডুকেশন সিটি স্টেডিয়াম এবং আল হানুব স্টেডিয়ামে।

কাতার বিশ্বকাপের গ্রুপপর্বের খেলা ২১ নভেম্বর শুরু হয়ে চলবে ডিসেম্বরের ২ তারিখ পর্যন্ত। শেষ ষোলোর খেলা গড়াবে ৩ থেকে ৬ ডিসেম্বর। কোয়ার্টার ফাইনালের চারটি খেলা হবে ৯ ও ১০ ডিসেম্বর। এরপর সেমিফাইনাল হবে ১৩ ও ১৪ ডিসেম্বর। সেমিফাইনালে বাদ পড়া দল তৃতীয় স্থান নির্ধারণীতে লড়বে ১৭ ডিসেম্বর। একদিন পর ১৮ ডিসেম্বর নির্ধারণ হবে আসর সেরার মুকুট।

বিশ্বকাপ স্বপ্নযাত্রার এই পথে বহুদিন পর কেউ পা রেখেছে, কেউবা অপ্রত্যাশিতভাবেই ফিরেছে ঘরে। ফেভারিট অথবা আন্ডারডগ তকমা-ধারী বত্রিশটি দল এবার প্রস্তুত হয়ে যাচ্ছে সোনালী ট্রফিতে একটিবার চুম্বন এঁকে দেয়ার জন্য। তবে লড়াই শেষে একজন ক্যাপ্টেন আর একটি দলই শিরোপা মঞ্চে দাঁড়িয়ে বিজয়ের মালা গলায় নিবে। কে হবে সে দল, কি গল্প লিখে রেখেছে বিধাতা? তুমুল উত্তেজনা নিয়ে উন্মত্ত আগ্রহ নিয়ে অপেক্ষায় আছে কয়েকশ কোটি চোখ।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...