Social Media

Light
Dark

পারলেন না নাসুম, শ্রেষ্ঠত্ব লামিছানের

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সেপ্টেম্বর মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন সন্দীপ লামিছানে। গত মাসের পারফরম্যান্স অনুযায়ী বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার প্লেয়ার অব দ্য মান্থের স্বীকৃতি পেয়েছেন নেপালের এই লেগ স্পিনার। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি।

চলতি বছরের জানুয়ারি থেকে আইসিসি চালু করেছে প্লেয়ার অব দ্যা মান্থের স্বীকৃতি। প্রতি মাসের সেরা ক্রিকেটারকে দেওয়া হয় এই স্বীকৃতি। নেপালের প্রথম ক্রিকেটার হিসাবে মাস সেরার স্বীকৃতি পেয়েছেন লামিচানে।

এর আগে ঘোষণা করা হয়েছিল মনোনিত তিন জনের নাম। লামিছানের সাথে সেপ্টেম্বর মাসের প্লেয়ার অব দ্য মান্থের জন্য মনোনিত হয়েছিলেন বাংলাদেশি স্পিনার নাসুম আহমেদ ও যুক্তরাষ্ট্রের জাসকরন মালহোত্রা। দু’জনকে হারিয়ে মাস সেরার স্বীকৃতি পান লামিছানে।

লামিছানেকে মনোনয়ন পেয়েছিলেন আইসিসি ওয়ানডে বিশ্বকাপের সুপার লিগ- ২ এ দারুণ বোলিং করে। গত মাসে বিশ্বকাপের সুপার লিগে ৬ টি ওয়ানডে খেলে ৩.১৭ ইকোনোমিতে লামিছানে শিকার করেছিলেন ১৮ উইকেট। পাপুয়া নিউগিনির বিপক্ষে ৩৫ রানে ৪ উইকেট এবং ১১ রানে ৬ উইকেট নিয়ে হয়েছিলেন ম্যাচ সেরা।

মালহোত্রাও বিশ্বকাপের সুপার লিগেই ব্যাট হাতে দারুণ পারফরম্যান্স করে মনোনয়ন পেয়েছিলেন। ৬ ম্যাচে মালহোত্রার ব্যাট থেকে এসেছিল ২৬১ রান। পাপুয়া নিউগিনির বিপক্ষে এক ওভারে ছয় ছক্কা মেরেছিলেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে এক ওভারে ছয় ছক্কা মারা চতুর্থ ক্রিকেটার মালহোত্রা।

আর নাসুম মনোনয়ন পেয়েছিলেন গত মাসে দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম বারের মত টি-টোয়েন্টি সিরিজ জয়ে দূর্দান্ত পারফরম্যান্স করে। নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচে এই স্পিনার শিকার করেছিলেন ৮ উইকেট।

সিরিজের চতুর্থ ম্যাচে ৪ ওভারে মাত্র ১০ রান দিয়ে ৪ উইকেট শিকার করে হয়েছিলেন ম্যাচ সেরা। ঐ ম্যাচে দুটি মেডেন ওভার করেছিলেন এই স্পিনার। আইসিসির পূর্ণ সদস্য দেশ গুলোর ভিতর টি-টোয়েন্টিতে এক ম্যাচে দুটি মেডের ওভার করা প্রথম বোলার নাসুমই।

তৃতীয় বাংলাদেশি হিসাবে প্লেয়ার অব দ্য মান্থের জন্য মনোনয়ন পেয়েছিলেন নাসুম। এর আগে প্রথম বাংলাদেশি হিসাবে গত মে মাসে আইসিসির প্লেয়ার অব দ্য মান্থের মনোনয়ন পেয়েছিলেন মুশফিকুর রহিম ও জুলাই মাসে দ্বিতীয় বাংলাদেশি হিসাবে প্লেয়ার অব দ্য মান্থের মনোনয়ন পেয়েছিলেন সাকিব আল হাসান। তবে মুশফিক এবং সাকিব দু’জনই বিজয়ী হয়েছিলেন।

এছাড়া নারী ক্রিকেটে সেপ্টেম্বর মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের হিদার নাইট। নাইটের সাথে প্লেয়ার অব দ্য মান্থের মনোনয়ন পেয়েছিলেন ইংল্যান্ডের চার্লি ডিন ও দক্ষিণ আফ্রিকার লিজেলে লি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link