মাঠে ফিরছেন আকরাম-নান্নুরা

টুর্নামেন্টের ৬ আইকন ক্রিকেটার হলেন- মিনহাজুল আবেদীন নান্নু, আকরাম খান, খালেদ মাহমুদ সুজন, নাঈমুর রহমান দূর্জয়, খালেদ মাসুদ পাইলট ও হাবিবুল বাশার সুমন।

কেমন হতো যদি আকরাম খান, মিনহাজুল আবেদীন নান্নু, খালেদ মাসুদ পাইলট বা নাঈমুর রহমান দূর্জয় যদি আবার মাঠে ফিরে আসতেন? আবার যদি তাদের খেলা দেখা যেতো?

তা তো আর সত্যি হবে না। তবে লিজেন্ডস চ্যাম্পিয়নস ট্রফি নামে এক টুর্নামেন্ট খেলতে তিন দিনের জন্য মাঠে নামবেন সাবেক এই তারকারা।

করোনার কারণে দীর্ঘ দিন মাঠের বাইরে ছিলো বাংলাদেশের সব পর্যায়ের ক্রিকেটাররা। গত আগস্ট-নভেম্বরে দুটি ঘরোয়া টুর্নামেন্ট দিয়ে ক্রিকেটাররা মাঠে ফেরার পর ওয়েস্ট সিরিজ দিয়ে ফিরেছে আন্তর্জাতিক ক্রিকেটে। এবার মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশের সাবেক তারকা ক্রিকেটাররা।

বাংলাদেশের কিংবদন্তী ক্রিকেটারদের হাত ধরে ফেব্রুয়ারীতে মাঠে গড়াচ্ছে ক্রিকেটের নবীনতম সংস্করন লিজেন্ডস চ্যাম্পিয়ন্স ট্রফি-এলসিটি ২০২১। চলতি মাসের ১৮ তারিখ থেকে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে টুর্নামেন্টটি। দুই দিনের খেলা শেষে ২০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ফাইনাল।

এর আগে আগামীকাল রাজধানীর লেকশোর হোটেলে অনুষ্ঠিত হবে এলসিটি প্লেয়ার্স ড্রাফট। বাংলাদেশ জাতীয় দল কিংবা ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ খেলা শতাধিক লেজেন্ড ক্রিকেটার প্লেয়ার্স ড্রাফটে অংশ নেবে। ড্রাফট থেকে স্ব স্ব দলের পক্ষে নিজেদের পছন্দের ক্রিকেটার বেছে নেবে আইকন ক্রিকেটার, মেন্টর ও ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ।

এ বিষয়ে আয়োজকদের মিডিয়া বিভাগের কর্মকর্তা ইকরাম হোসেন রাফি জানিয়েছেন, তাদের টুর্নামেন্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ড অনুমদিত। এই টুর্নামেন্টে কেবল জাতীয় স্তরে খেলা সাবেকরা অংশ নেবেন। শর্ত হচ্ছে, অবসর নেওয়া খেলোয়াড়ের বয়স ৩৫-এর বেশী হতে হবে

আসরে অংশ নেবে ৬ টি ফ্র্যাঞ্জাইজি। ফ্রাঞ্চাইজিগুলো হলো জেমকন টাইটান্স, একমি স্ট্রাইকার্স, নারায়নগঞ্জ ওয়ারিয়র্স, এক্সপো রেইডার্স, বৈশাখী বেঙ্গল ও জা’দুবে স্টার্স।

টুর্নামেন্টের ৬ আইকন ক্রিকেটার হলেন- মিনহাজুল আবেদীন নান্নু, আকরাম খান, খালেদ মাহমুদ সুজন, নাঈমুর রহমান দূর্জয়, খালেদ মাসুদ পাইলট ও হাবিবুল বাশার সুমন। টুর্নামেন্টের ৬ মেন্টর হলেন- নাজমুল আবেদীন ফাহিম, নুরুল আবেদীন নোবেল, সারোয়ার ইমরান, আথার আলী খান, নাসির আহমেদ নাসু ও আজহার হোসেন শান্টু।

এলিসিটি ২০২১ দল, আইকন ও মেনটর

একমি স্টাইকার্স : খালেদ মাসুদ পাইলট (আইকন) ও নাজমুল আবেদিন ফাহিম (মেনটর)

এক্সপো রেইডার্স: খালেদ মাহমুদ মুজন (আইকন) ও নাসির আহম্মেদ নাসু (মেনটর)

বৈশাখী বেঙ্গলস: মিনহাজুল আবেদিন নান্নু (আইকন) ও আজহার হোসেন শান্টু (মেনটর)

জা’দুবে স্টার্স: আকরাম খান (আইকন) ও নুরুল আবেদিন নোবেল (মেনটর)

জেমকন টাইটান্স: হাবিবুল বাশার সুমন (আইকন) ও সারোয়ার ইমরান (মেনটর)

নারায়নগঞ্জ ওয়ারিয়র্স: নাঈমুর রহমান দূর্জয় (আইকন) ও আতহার আলী খান (মেনটর)

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...