বর্ণবাদ ও বাউচারের বিদায় ঘণ্টা

ভারতের বিপক্ষে টেস্টের পর ওয়ানডেতেও ২-০ তে সিরিজ জিতে বেশ ফুরফুরে মেজাজেই আছে দক্ষিণ আফ্রিকা দল। ঠিক সেই সময় হঠাৎ দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ মার্ক বাউচারের বিরুদ্ধে উঠলো বর্ণবাদের অভিযোগ। খেলোয়াড়ী জীবনে বেশ কিছু সতীর্থ খেলোয়াড়ের সাথে বর্ণবাদী আচরণের জন্য এখন চাকরি হারানোর শঙ্কায় দক্ষিণ আফ্রিকার এই প্রধান কোচ। দ্বিতীয় ওয়ানডের আগেই বাউচারের বিরুদ্ধে এমন অভিযোগ উঠলে তাঁকে শুনানির জন্য ডাকা হয়। অভিযোগ প্রমাণিত হলে হারাতে পারেন চাকরিও!

ভারতের বিপক্ষে টেস্টের পর ওয়ানডেতেও ২-০ তে সিরিজ জিতে বেশ ফুরফুরে মেজাজেই আছে দক্ষিণ আফ্রিকা দল। ঠিক সেই সময় হঠাৎ দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ মার্ক বাউচারের বিরুদ্ধে উঠলো বর্ণবাদের অভিযোগ। খেলোয়াড়ী জীবনে বেশ কিছু সতীর্থ খেলোয়াড়ের সাথে বর্ণবাদী আচরণের জন্য এখন চাকরি হারানোর শঙ্কায় দক্ষিণ আফ্রিকার এই প্রধান কোচ। দ্বিতীয় ওয়ানডের আগেই বাউচারের বিরুদ্ধে এমন অভিযোগ উঠলে তাঁকে শুনানির জন্য ডাকা হয়। অভিযোগ প্রমাণিত হলে হারাতে পারেন চাকরিও!

গেলো মাসেই সোশ্যাল জাস্টিস অ্যান্ড নেশন বিল্ডিং (এসজেএন) কমিশনের প্রতিবেদন অনুযায়ী এই অভিযোগ গুরুত্বের সাথেই দেখছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট (সিএ)। ওই প্রতিবেদনে বাউচার সহ বেশ কয়েকজনকে বর্ণবাদী আচরণের জন্য অভিযুক্ত হিসেবে দেখানো হয়। যার কারণে কিছুদিনের মধ্যে ডিসিপ্লিনারি কমিটির শুনানির মুখোমুখি হতে হবে সাবেক এই প্রোটিয়া তারকাকে।

প্রসঙ্গত, গেলো আগস্ট-অক্টোবরের মাঝে একাধিক শুনানিতে বেশ কয়েকজন কৃষ্ণাঙ্গ ক্রিকেটার সাক্ষ্য দেন যে ক্রিকেট খেলাকালীন সময়ে দলের কৃষ্ণাঙ্গ ক্রিকেটারদের উদ্দেশ্যে করে বিভিন্ন ডাকনাম দেওয়া সহ তাঁদের নিয়ে গানও গাইতেন বাউচার। এই অভিযোগ সবার আগে তুলেন সাবেক প্রোটিয়া স্পিনার পল অ্যাডামস।

বিচিত্র বোলিং অ্যাকশনের জন্য খেলোয়াড়ি জীবনে খ্যাতি পাওয়া অ্যাডামস বাউচারের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, খেলোয়াড়ী জীবনে বাউচার তাঁকে ‘ব্রাউন শিট’ বলে খারাপ মন্তব্য করেছেন। অবশ্য এসব অভিযোগের পরই ১৪ পৃষ্ঠার এক হলফনামায় তিনি নিজের দোষ স্বীকার করে ক্ষমা চান। এবং তিনি জানান গান গাইলেও এই গান তিনি লিখেননি কিংবা তিনি নিজ থেকে কাউকেই ডাকনাম দেননি।

আগামি কয়েকমাসের মধ্যেই অভিযোগের শুনানি হবে বলে জানা যায়। তবে এর আগে চলতি সপ্তাহে ডিসিপ্লিনারি কমিটির মুখোমুখি হবেন বাউচার। বাউচারকে ইতিমধ্যেই আট পৃষ্ঠার একটি অভিযোগপত্র পাঠানো হয়েছে।

তবে এ ব্যাপারে দক্ষিণ আফ্রিকার বর্তমান এই কোচ বলেন, ‘আমি অপেক্ষায় আছি আমার বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে সেগুলোর জবাব দেওয়ার। শুনানির অপেক্ষায় আছি, সেখানেই সব বলবো। দক্ষিণ আফ্রিকার কোচ হিসেবে আমি আমার দায়িত্বে সম্পূর্ণ মনোযোগী।’

এর আগে সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথ, এবি ডি ভিলিয়ার্সদের উপরও বর্ণবাদী আচরণের অভিযোগ উঠে। সবশেষ বর্ণবাদী আচরণের জন্য ইংলিশ পেসার ওলি রবিনসনকেও বেশ কিছু সময়ের জন্য নিষেধাজ্ঞা দেয় ইংলিশ ক্রিকেট। একই অবস্থার মুখোমুখি এখন বাউচারও! অভিযোগ প্রমাণ হলেই হারাতে হবে চাকরি। অতীতের দোষের মাশুল গুনতে যাচ্ছেন সাবেক এই উইকেটকিপার ব্যাটার।

দক্ষিণ আফ্রিকার হয়ে ৪৬৭ ম্যাচে ১০ হাজারেরও বেশি রানের মালিক বাউচার। সেই সাথে কিপিংয়ে ৯৯৯ টি ডিসমিসালের মালিক তিনি। দক্ষিণ আফ্রিকা ক্রিকেটে দু:সময়ে কোচ হিসেবে দায়িত্ব নিয়ে দলকে পথ দেখাচ্ছিলেন নতুনভাবে। ভারতের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজে জয় পেলেও স্বস্তির মাঝেই অস্বস্তিতে মার্ক বাউচার। কতদিন তিনি দক্ষিণ আফ্রিকার কোচের পদে আসীন থাকতে পারেন – এখন সেটাই দেখার বিষয়!

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...