রণকৌশল নিয়ে নিশ্চিত না বাংলাদেশ!

কৌশলগত কারণে হোক আর সিদ্বান্ত এখনো না নেওয়ার জন্যই হোক; অধিনায়ক মমিনুল হক ম্যাচ পূর্ববর্তী ভার্চুয়াল সংবাদ সম্মেলনে কিছুই বলতে চাননি। এমনকি এখনো ঠিক হয়নি ওপেনিংয়ে তামিমের সঙ্গী হবেন কে? মমিনুল হক জানিয়েছেন সব সিদ্বান্ত হবে সকালে উইকেট দেখে।

আগামীকাল শুরু হবে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টেস্ট। অথচ বাংলাদেশ এখনো সিদ্ধান্ত নিতে পারেনি কেমন হবে একাদশ। কারণ এখনো নিশ্চিত নয় কেমন হবে চট্টগ্রামের উইকেট। অধিনায়ক মমিনুল হক জানিয়েছেন সিদ্বান্ত নেওয়া হবে ম্যাচের দিন সকালে উইকেট দেখে।

বাংলাদেশের স্পিনারদের কাছে অসহায় আত্নসমর্পণ করে সহজেই ওয়ানডে সিরিজে হোয়াটওয়াশ হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ২০১৮ সালে বাংলাদেশ সফরে এসেও স্পিনে ধরাশায়ী হয়ে দুই টেস্টেই হেরেছিলো ক্যারিবিয়ানরা। চট্টগ্রামে আগের টেস্ট গুলোতেও স্পিন সহায়ক উইকেটেই খেলেছে বাংলাদেশ।

তাই বাংলাদেশের মাটিতে পা রেখেই স্পিন নিয়ে নিজেদের দূর্বলতা ও প্রস্তুতির কথা অনেক বারই বলেছেন সফরকারীরা। তাঁরা ধরেই নিয়েছে এবারো স্পিন সহায়ক উইকেট বানাবে স্বাগতিকরা। তবে ভিন্ন পরিকল্পনা নিয়ে বাংলাদেশ মাঠে নামলেও অবাক হওয়ার কিছুই থাকবে না।

কারণ আগের টেস্টেই চট্টগ্রামে স্পিন সহায়ক উইকেট বানিয়ে আফগানিস্তানের কাছে ধরাশায়ী হয়েছিলো বাংলাদেশ। এই সিরিজের প্রস্তুতি ম্যাচে উইকেটের সহায়তা ছাড়াই এম এ আজিজ স্টেডিয়ামে ক্যারিবীয় স্পিনার রাহকিম কর্নওয়াল ৫ উইকেট শিকার করেছেন। স্পিন সহায়ক উইকেট পেলে আরো ভয়ংকর হয়ে উঠতে পারেন কর্নওয়াল; এটা নিশ্চয় জানা আছে টিম ম্যানেজমেন্টের।

তাই সব কিছু মিলিয়ে এখন বড় প্রশ্ন কেমন হবে চট্টগ্রামের উইকেট? কেমন হবে বাংলাদেশের একাদশ? বাংলাদেশের স্কোয়াডে চার স্পিনারের সাথে পাঁচ পেসার রেখে ভিন্ন বার্তা আগেই দিয়ে রেখেছে টিম ম্যানেজমেন্ট। তাই নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না কেমন হবে একাদশ ও উইকেট।

কৌশলগত কারণে হোক আর সিদ্বান্ত এখনো না নেওয়ার জন্যই হোক; অধিনায়ক মমিনুল হক ম্যাচ পূর্ববর্তী ভার্চুয়াল সংবাদ সম্মেলনে কিছুই বলতে চাননি। এমনকি এখনো ঠিক হয়নি ওপেনিংয়ে তামিমের সঙ্গী হবেন কে? মমিনুল হক জানিয়েছেন সব সিদ্বান্ত হবে সকালে উইকেট দেখে।

উইকেট নিয়ে মমিনুল বলেন ‘উইকেট নিয়ে আপাতত কিছু বলা খুবই কঠিন। এটা অনেকাংশে নির্ভর করে আমাদের শক্তিমত্তার উপরও। আমরা কেমন শক্তিমত্তা চাচ্ছি, কন্ডিশন কেমন, উইকেট কেমন- সেই অনুযায়ীই দল করা হয়। তামিম ভাইয়ের সঙ্গী কে হবে সেই সিদ্ধান্তও কাল সকালেই আমরা নিব।’

২০১৮ সালে দুই টেস্টে ওয়েস্ট ইন্ডিজের চার ইনিংসের ৪০ উইকেটের প্রতিটাই শিকার করেছিলেন বাংলাদেশের স্পিনাররা। সিরিজে সাকিব আল হাসান ৯ উইকেট, মেহেদী হাসান মিরাজ ১৫ উইকেট, নাইম হাসান ৬ উইকেট ও তাইজুল ইসলাম শিকার করেছিলেন ১০ উইকেট।

এবারও স্কোয়াডে রয়েছেন এই চার স্পিনার। সফরকারীরা স্পিনে দূর্বল হওয়ার পরেও মমিনুল নিশ্চিত করেননি পেস নাকি স্পিনে প্রাধান্য দিয়ে সাজানো হবে একাদশ। বাংলাদেশের টেস্ট অধিনায়ক জানিয়েছেন এই সিদ্বান্তও হবে ম্যাচের দিন সকালেই।

মুমিনুল বলেন, ‘কাল সকালে কন্ডিশন বুঝে আমরা সিদ্ধান্ত নিব। তিন পেস বোলার হবে নাকি দুই পেস বোলার হবে তা সকালেই আপনারা জানতে পারবেন। এখন সিদ্ধান্ত নেওয়া বা বলা কঠিন।’

উল্লেখ্য, আগামীকাল থেকে জহুর আহম্মেদ চৌধুরি স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টেস্ট। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৯.৩০ মিনিটে।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...