লক্ষ্যে ছুটছেন নাসির

নাসিরের প্রত্যাশা অনুযায়ী কথা বলছে তাঁর ব্যাটও। এনসিএলের দ্বিতীয় দিন শেষে তাঁর দল রংপুরের অবস্থা খুব একটা ভালো না হলেও সেঞ্চুরির দ্বারপ্রান্তে দাঁড়িয়ে রয়েছেন আলোচিত সমালোচিত এই ক্রিকেটার। দিন শেষে ১১টি চার ও ২টি ছয়ের সাহায্যে ১৮৫ বলে ৯৩ রান করে অপরাজিত রয়েছেন নাসির হোসেন।

জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) শুরু হওয়ার আগের দিন নাসির হোসেন বলেছিলেন এবার লিগে অনন্ত ৮০০ থেকে ১০০০ রান সংগ্রহ করে সর্বোচ্চ রান সংগ্রহকারী হতে চান তিনি। এনসিএল দিয়ে ক্রিকেটে প্রত্যাবর্তন করা নাসির হোসেনের প্রত্যাশা পূরণ হবে কিনা সেটা সময়ই বলে দেবে। তবে নিজের লক্ষ্যের দিকে ভালো ভাবেই ছুটছেন এই ব্যাটসম্যান।

নাসিরের প্রত্যাশা অনুযায়ী কথা বলছে তাঁর ব্যাটও। এনসিএলের দ্বিতীয় দিন শেষে তাঁর দল রংপুরের অবস্থা খুব একটা ভালো না হলেও সেঞ্চুরির দ্বারপ্রান্তে দাঁড়িয়ে রয়েছেন আলোচিত সমালোচিত এই ক্রিকেটার। দিন শেষে ১১টি চার ও ২টি ছয়ের সাহায্যে ১৮৫ বলে ৯৩ রান করে অপরাজিত রয়েছেন নাসির হোসেন।

বিকেএসপির ১ নাম্বার মাঠে নাসিরের রংপুর বিভাগের মুখোমুখি হয়েছে ঢাকা বিভাগ। প্রথম ইনিংসে সাইফ হাসানের ১২৭ রানে ভর করে ঢাকা বিভাগ ৩৬৫ রানে গুটিয়ে যাওয়ার পর ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে রংপুর বিভাগ। মাত্র ৪১ রানে ৫ উইকেট হারিয়ে ফেলার পরেও নাসিরের ব্যাটিং দৃঢ়তায় দিন শেষে ৭ উইকেটে ১৯৩ রান সংগ্রহ করেছে রংপুর। ৩ উইকেট হাতে নিয়ে এখনো তারা ঢাকার চেয়ে পিছিয়ে রয়েছে ১৭১ রানে।

খুলনায় দিনের আরেক ম্যাচে সিলেট বিভাগের বিপক্ষে মাসুম খানের ঘূর্ণিতে বড় লিড পেতে যাচ্ছে খুলনা বিভাগ। ইমরুল কায়েস ও তুষার ইমরানের ব্যাটে ভর করে প্রথম ইনিংসে ৩৭৫ রান সংগ্রহ করে খুলনা বিভাগ। ৩৭৫ রানের জবাবে ব্যাট করতে নেমে দিন শেষে ৮ উইকেট হারিয়ে ১৩০ রান সংগ্রহ করেছে সিলেট বিভাগ। ২ উইকেট হাতে থাকলেও এখনো সিলেট পিছিয়ে রয়েছে ২৪৫ রানে।

রাজশাহীতে দিনের অপর ম্যাচে রাজশাহী বিভাগের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে পড়লেও দিন শেষে ৫ উইকেট হাতে রেখে ১৭৮ রানের লিড নিয়েছে চট্টগ্রাম বিভাগ। প্রথম ইনিংসে শাহাদত হোসেনের সেঞ্চুরিতে ২৮৭ রান সংগ্রহ করলেও দ্বিতীয় ইনিংসে ফরহাদ রেজার বোলিং তোপে মাত্র ৪৩ রানেই ৫ উইকেট হারিয়েছে চট্টগ্রাম বিভাগ। এর আগে প্রথম ইনিংসে মাত্র ১৫২ রান সংগ্রহ করেছিলো রাজশাহী বিভাগ।

দিনের আরেক ম্যাচে মার্শাল আইয়ুবের সেঞ্চুরি ও শহিদুল ইসলাম এবং আবু হায়দার রনির ব্যাটিং দৃঢ়তায় বরিশাল বিভাগের বিপক্ষে ভালো অবস্থানে রয়েছে ঢাকা মেট্রোও। দিন শেষে ৭ উইকেট হারিয়ে ৩২৪ রান সংগ্রহ করে প্রথম ইনিংসে ইতিমধ্যে ৮৩ রানের লিড নিয়েছে ঢাকা মেট্রো। এর আগে প্রথম ইনিংসে ২৪১ রান সংগ্রহ করেছিলো বরিশাল বিভাগ।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...