সুযোগ না পাওয়া ভারতীয় একাদশ

ভারতের পাইপলাইন কতটা শক্তিশালী সেটা আমরা সবাই জানি। এই স্কোয়াডের বাইরেও ভারতের বেশ দারুন কিছু ক্রিকেটার আছেন। ভারতের পাইপলাইনের সেই ক্রিকেটারদের নিয়ে আমরা তৈরি করেছি আরেকটি একাদশ।

আগামী মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে স্কোয়াড ঘোষণা করেছে দলগুলো। ভারতও গত বুধবার তাঁদের বিশ্বকাপ দল ঘোষণা করেছে। ভারতের এই দলে দেখা গেছে বেশ কিছু চমক। অনেকদিন পর টি-টোয়েন্টি ক্রিকেটে ফিরে এসেছেন রবিচন্দ্রণ অশ্বিন। এছাড়া অক্সর প্যাটেল, ঈষান কিষানরাও জায়গা করে নিয়েছেন বিশ্বকাপ দলে।

ভারতের পাইপলাইন কতটা শক্তিশালী সেটা আমরা সবাই জানি। এই স্কোয়াডের বাইরেও ভারতের বেশ দারুন কিছু ক্রিকেটার আছেন। ভারতের পাইপলাইনের সেই ক্রিকেটারদের নিয়ে আমরা তৈরি করেছি আরেকটি একাদশ।

  • পৃথ্বী শ

ভারতের বিশ্বকাপ দলে জায়গা পাননি সম্ভাবনাময় এই ক্রিকেটার। যদিও সাম্প্রতিক সময়ে ঘরোয়া ক্রিকেটে দারুণ ফর্মে ছিলেন তিনি। তবে আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে সেভাবে প্রমাণ করতে পারেননি এই ক্রিকেটার। ফলে আমাদের এই একাদশের ওপেনিং এর দায়িত্বে থাকবেন পৃথ্বী শ।

  • শিখর ধাওয়ান (অধিনায়ক)

সাদা বলের ক্রিকেটে ভারতের সফল ওপেনারদের একজন শিখর ধাওয়ান। কিছুদিন আগেও শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে ভারতের অধিনায়ক ছিলেন তিনি। ফলে বিশ্বকাপ দলে তাঁর জায়গা না পাওয়াটা বেশ বিষ্ময়কর। তবে তাঁর বদলে স্কোয়াডে জায়গা পেয়েছেন ইষান কিষাণ। আমাদের একাদশে স্বাভাবিক ভাবেই ওপেনার হিসেবে আছেন শিখর ধাওয়ান। এই একাদশের নেতৃত্বেও থাকবেন তিনি।

  • মানিশ পান্ডে

ভারতের বিশ্বকাপ দলে অবশ্য জায়গা পাওয়ার তেমন সুযোগ ছিল না মানিশ পান্ডের। তবে এই ক্রিকেটারের সামর্থ্য নিয়েও প্রশ্ন তোলার সুযোগ নেই। কয়েক মাস আগেও ভারতের হয়ে খেলেছেন তিনি। তাই আমাদের এই একাদশে তিন নম্বরে ব্যাটিং করার জন্য আছেন মানিশ পান্ডে।

  • সাঞ্জু স্যামসন

ভারতের আরেক সম্ভাবনাময় ক্রিকেটারের নাম স্যাঞ্জু স্যামসন। ভারতের হয়েও ইতোমধ্যে অনেকবার সুযোগ পেয়েছেন তিনি। তবে নিজের সেরাটা আন্তর্জাতিক ক্রিকেটে এখনো দিতে পারেননি এই ব্যাটসম্যান। যদিও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দারুণ কিছু ইনিংস আছে তাঁর। সবমিলিয়ে আমাদের একাদশের মিডল অর্ডার সামলাবেন এই ব্যাটসম্যান।

  • দীনেশ কার্তিক (উইকেটরক্ষক)

ভারতের প্রমাণিত ক্রিকেটার দীনেশ কার্তিক। ক্যারিয়ারের লম্বা সময় মহেন্দ্র সিং ধোনির কারণে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি এই কিপার ব্যাটসম্যান। যদিও ব্যাট হাতে আক্রমণাত্মক ইনিংস খেলতে বেশ পারদর্শী তিনি। আমাদের একাদশের উইকেটরক্ষকের দায়িত্বও পালন করবেন তিনি। মিডল অর্ডারে তাঁর আক্রমণাত্মক ও দায়িত্বশীল ব্যাটিং বড় ভূমিকা রাখতে পারে।

  • নিতিশ রানা

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজেও ভারত দলে ছিলেন এই ক্রিকেটার। তবে বিশ্বকাপ দলে জায়গা করে নিতে পারেননি তিনি। যদিও ফিনিশার হিসেবে দারুণ কার্যকর হতে পারেন তিনি। শেষ দিকে দ্রুত কিছু রান করে দেয়ার জন্য আমাদের একাদশে থাকছেন নিতিশ রানা।

  • ক্রুনাল পান্ডিয়া

ভারতের আরেক কার্যকর অলরাউন্ডার ক্রুনাল পান্ডিয়া। ব্যাট বল দুই ডিপার্টমেন্টেই দারুণ কার্যকর তিনি। যদিও এই বিশ্বকাপ দলে সুযোগ হয়নি তাঁর। তবে সাত নম্বরে ব্যাট করার জন্য আমাদের একাদশের সেরা পছন্দ তিনি। এছাড়া বল হাতেও অবদান রাখতে পারেন তিনি।

  • ওয়াশিংটন সুন্দর

ভারতের এই বিশ্বকাপে স্কোয়াডে থাকার কথাই ছিল ওয়াশিংটন সুন্দরের। সম্ভবত ইনজুরির কারণে নিজের জায়গা পাকা করতে পারেননি তিনি। তাঁর বদলে লম্বা সময় পরে দলে এসেছেন অশ্বিন। তবে আমাদের বোলিং আক্রমণ সামলাবেন তিনিই। এছাড়া শেষ দিকে ব্যাট হাতেও কিছু রান করে দিতে পারেন তিনি।

  • থাঙ্গারাসু নটরাজন

টি-টোয়েন্টি ক্রিকেটে পেস বোলিং আক্রমণে দারুণ কার্যকর হতে পারতেন তিনি। জাসপ্রিত বুমরাহরা বোলিং পার্টনার হিসেবেও তিনি ছিলেন সেরা। তবে মাত্রই ইনিজুরি থেকে ফিরেছেন এই পেসার। এই কারণেই হয়তো বিশ্বকাপ দলে জায়গা পাননি তিনি। তবে আমাদের এই স্কোয়াডে ঠিকই আছেন এই পেসার।

  • মোহাম্মদ সিরাজ

টেস্ট ক্রিকেটে ভারতের পেস বোলিং আক্রমণের এক নতুন ভরসার নাম হয়ে উঠছেন মোহাম্মদ সিরাজ। তবে টি-টোয়েন্টি ক্রিকেটে এখনো ততটা প্রমাণিত নন তিনি। যদিও বিশ্বকাপ দলে তাঁকে নিয়ে একটা বৈচিত্র তৈরি করতে পারতো ভারত। তবে আমাদের এই একাদশের বোলিং আক্রমণের মূল দায়িত্বে থাকবেন তিনি।

  • যুজবেন্দ্র চাহাল

টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের অন্যতম সেরা বোলার স্পিনার। এই ফরম্যাটে ভারতের সর্বোচ্চ উইকেটশিকারিও তিনি। ভারতের বিশ্বকাপ দলে না থাকাটা তাই খুবই বিষ্ময়কর। ভারতের অন্যতম সেরা এই স্পিনার তাই আমাদের এই একাদশে থাকাটা খুব স্বভাবিক।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...