আইপিএল তারকাদের পিএসএল বঞ্চনা

পিএসএলে এমন ঘটা করে নিলামের আয়োজন করে খেলোয়াড় ক্রয়ের নজীর নেই। সেখানে বরং প্রাধান্য পায় ড্রাফট পদ্ধতি। যেখানে নির্দিষ্ট মূল্যে নির্দিষ্ট ক্যাটাগরির খেলোয়াড়দের কিনতে হয় ফ্রাঞ্চাইজিদের লটারির মাধ্যমে। দর হাঁকিয়ে খেলোয়াড়দের অধিক পারিশ্রমিক বাড়ানোর সুযোগ খুব একটা না থাকলে বেশ বড় বড় তারকা খেলোয়াড়রা নিয়মিত অংশ নিচ্ছে পিএসএলে। তবে ২০২১ আইপিএল আসরে খেলা বেশকিছু খেলোয়াড় ২০২২ সালের জন্যে হওয়া পিএসএল ড্রাফটে ছিলেন অবিক্রীত।

সব কিছু ঠিকঠাক থাকলে ২০২২ এর শুরুর দিকেই শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। ভারতে অনুষ্ঠিত হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগও (আইপিএল) রয়েছে আলোচনায়। তবে আইপিএল অধিক আলোচনায় থাকার প্রধান কারণ এবারের আসরে আইপিএল দল গঠনের নিলামটি হতে চলেছে মেগা অকশন। যেখানে দশ দলের মোট ২৭ জন খেলোয়াড় বাদে বাকি সব খেলোয়াড়কে যেতে হবে নিলামের হাতুড়ির বাড়ির মধ্য দিয়ে।

কিন্তু পিএসএলে এমন ঘটা করে নিলামের আয়োজন করে খেলোয়াড় ক্রয়ের নজীর নেই। সেখানে বরং প্রাধান্য পায় ড্রাফট পদ্ধতি। যেখানে নির্দিষ্ট মূল্যে নির্দিষ্ট ক্যাটাগরির খেলোয়াড়দের কিনতে হয় ফ্রাঞ্চাইজিদের লটারির মাধ্যমে। দর হাঁকিয়ে খেলোয়াড়দের অধিক পারিশ্রমিক বাড়ানোর সুযোগ খুব একটা না থাকলে বেশ বড় বড় তারকা খেলোয়াড়রা নিয়মিত অংশ নিচ্ছে পিএসএলে। তবে ২০২১ আইপিএল আসরে খেলা বেশকিছু খেলোয়াড় ২০২২ সালের জন্যে হওয়া পিএসএল ড্রাফটে ছিলেন অবিক্রীত। আলোচনার বিষয়বস্তু আজ সে সকল খেলোয়াড়েরা।

  • ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ)

জীবনের পঞ্চম দশকে পা রাখা ক্যারিবিয়ান দানবীয় ব্যাটার ক্রিস গেইলের বর্তমান বয়স ৪২ বছর। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসের অন্যতম সেরা গেমচেঞ্জার বা ম্যাচ উইনার এমনকি তাঁর থেকে ভাল কেউ আছেন কিনা তা নিয়ে রয়েছে সন্দেহ। ২০২১ আইপিএলে তিনি খেলেছিলেন পাঞ্জাব কিংসের হয়ে। কিন্তু ২০২২ পিএসএলকে সামনে রেখে হওয়া ড্রাফটে অবিক্রীতদের তালিকায় রয়েছে তাঁরও নাম।

সম্ভবত বয়স বেড়ে যাওয়ার ফলেই তাঁকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেনি কোন পিএসএল ফ্রাঞ্চাইজি। তাছাড়া ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের অফফর্মও হতে পারে গেইলের ড্রাফট টেবিলেই পড়ে থাকবার কারণ। এর আগে অবশ্য গেইল কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্স, করাচি কিংস ও লাহোর কালান্দার্সের হয়ে খেলেছেন এর আগের বিভিন্ন পিএসএল আসরে।

  • ডেভিড মিলার (দক্ষিণ আফ্রিকা)

দক্ষিণ আফ্রিকান মারকুটে ব্যাটার ডেভিড মিলার ২০২১ আইপিএল আসরে ছিলেন রাজস্থান রয়েলসের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তবে তিনি ২০২২ পিএসএল আসরে পাননি কোন দল। তবে তাঁর মতো একজন ফিনিশার দল না পাওয়াটা একটুখানি বিস্ময়ের সৃষ্টি তো করেই বটে।

তাছাড়া ম্যাচে গতিপথ পরিবর্তনে বেশ কার্যকরী ভূমিকা তিনি বহুবার রেখেছেন ফ্রাঞ্চাইজি ক্রিকেট থেকে শুরু করে আন্তর্জাতিক ক্রিকেটের অধিকাংশ ফরম্যাটে। তাছাড়া পিএসএলে খেলার অভিজ্ঞতা তাঁর রয়েছে। আগের আসরেই তিনি খেলেছিলেন পেশওয়ার জালমির হয়ে।

  • তাবরাইজ শামসি (দক্ষিণ আফ্রিকা)

দক্ষিণ আফ্রিকান দ্বিতীয় খেলোয়াড় তাবরাইজ শামসি পাননি কোন দল আসন্ন পিএসএল ২০২২ এ। অবশ্য এর আগেও তাঁর পিএসএল খেলার অভিজ্ঞতা শূন্য। কেননা আগের কোন আসরেই তিনি খেলেননি পিএসএলে। তবে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুতে খেলা এই বোলার গত আইপিএল মৌসুম খেলেছিলেন রাজস্থান রয়েলসের হয়ে। বর্তমান সময়ে টি-টোয়েন্টি বোলারদের তালিকার শুরুর দিকে থাকা তাবরাইজ শামসি পিএসএল দল না পাওয়াটা বেশ হতাশার। যদিও ড্রাফটে তিনি জায়গা পেয়েছিলেন প্ল্যাটিনাম ক্যাটাগরিতে। যেখানে ছিলেন বিশ্বের অধিকাংশ তারকারা

  • দুশমন্থ চামিরা (শ্রীলঙ্কা)

শ্রীলঙ্কান ক্রিকেটে সাম্প্রতিক সময়ে পারফর্ম করাদের মধ্যে দুশমন্থ চামিরা একজন। তিনি ২০২১ সালে আইপিএলে যোগ দিয়েছিলেন রয়েল চ্যালেঞ্জার্সের ব্যাঙ্গালুরুতে। তবে ২০২২ পিএসএলকে কেন্দ্র করে হওয়া ড্রাফটে তিনিও ছিলেন অবিক্রীত।

যদিও আইপিএলে কোন ম্যাচ খেলার অভিজ্ঞতা নেই দুশমন্থ চামিরার। পিএসএলের ড্রাফটের গোল্ডেন ক্যাটাগরিতে থাকা দুশমন্থ হয়ত প্রত্যাশা করেছিলেন তিনি হয়ত এবার একটি ফ্রাঞ্চাইজির সাথে যুক্ত হতে পারবেন আসন্ন ২০২২ পাকিস্তান সুপার লিগে। তবে তিনিও হয়ে রইলেন আফসোসের কারণ।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...