পন্টিংয়ের ‘চাক দে দিল্লী’

আমরা ততক্ষন নেট ছাড়বো না, আমরা ততক্ষণ ট্রেনিং শেষ করবো না যতক্ষণ পর্যন্ত তোমারা সবাই খুশি না হও। এটা ৩০ মিনিট লাগবে নাকি তিন ঘন্টা সেটা আমি জানি না। তুমি যদি আমার দিকে তাকাও এবং আমাকে বলো যে তুমি তোমার অনুশীলনে খুশি, আমার শুধু এইটুকই দরকার।

রিকি পন্টিং চিরকালই দুর্দান্ত নেতা হিসেবে পরিচিত। বিশ্বের ইতিহাসের সেরা অধিনায়কের তালিকা করলে এই অজি থাকবেন সবার ওপরের দিকেই। এবার দিল্লী ক্যাপিটালসের কোচ হিসেবে নিজের প্রথম সেশনে যে বক্তব্য দিয়েছেন, তা ইতোমধ্যে ভাইরাল হয়েছে। বাংলাদেশের সাবেক ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও শেয়ার দিয়েছেন এই বক্তব্য। সকলের জন্য পন্টিংয়ের সাড়া জাগানো বক্তব্যটা এখানে রইলো।

প্রথমেই সবাইকে স্বাগতম জানাই আমাদের আজকের প্রথম সেশনে। আমি সবাইকে বলতে চাই, এখন পর্যন্ত অনুশীলনে সবাই সবার সেরাটাই দিয়েছে। আমি প্রাভিন এবং মোহাম্মদ কাইফের সাথে গত রাতে এ ব্যাপারে কথা বলেছি। তোমরা সবাই এখন পর্যন্ত যেভাবে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করছো সেটা অসাধারণ।

আমার ব্যাপারে কিছু কথা বলি যা তোমাদের মধ্যে হয়তো অনেকেই জানে না। আমার বয়স ৪৬, বিয়ে করেছি, মেলবোর্নে থাকি এবং তিন সন্তানও আছে। দিল্লীর হয়ে প্রথম বছরে যখন আমি আসি, সেবার দল পয়েন্টস টেবিলের একদম শেষে ছিলো। দুই বছর আগে আমরা তিন নম্বরে থেকে টুর্নামেন্ট শেষ করেছিলাম এবং সবশেষ গত আসরে আমারা দ্বিতীয় ছিলাম।

কয়েক বছর আগের তুলনায় এটা খুব আলাদা দল (দিল্লীর)। তার পেছনের মূল কারণ তোমাদের মতো খেলোয়াড়দের ফ্র‍্যাঞ্চাইজি দলে নিয়েছে। এই দল আমার না, এই দল কোচেরও না এই দল শুধু তোমাদেরই। নতুন অধিনায়ক রিশভ, এটা তোমার দল। আমার কোচিং খুব সাধারণ রকমেরই। তুমি তোমার অ্যাটিটিউড দেখাবে, তোমার চেষ্টা করবে, তোমার কমিটমেন্ট দেখাবে এবং সবশেষে দলের প্রতি তোমার কেয়ার! আগামী দুই মাসের জন্য আমাদের জন্য ‘দল’ সবচেয়ে গুরুত্বপূর্ণ থাকবে।

এটিটিউড? আমি কিন্তু যেকারো মধ্যেই এটা দেখতে পারি ঠিক না? অনুশীলনের সময় আমি পিছনে বসে থাকি এবং পর্যবেক্ষণ করি, আমি দেখি কে সঠিক এটিটিউডে আছে আর কে ভুল। যদি তুমি সঠিক এটিউটিউড না দেখাতে পারো, তুমি খেলতে পারবে না-সাধারণ ব্যাপার। যদি তুমি তোমার ১০০% চেষ্টা না করো, তাহলে তুমি খেলতে পারবে না। দল হিসেবে আমরা যেভাবে খেলার কমিটমেন্ট নিয়েছি তুমি যদি সেভাবে কমিটমেন্ট না রাখতে পারো তাহলে তুমি খেলতে পারবে না।

বিশ্বাস করো আমাকে; আমার শেষ কথা হচ্ছে কেয়ার নিয়ে। ক্যারিয়ারে যত ভালো ভালো দলে আমি ছিলাম, আমি কোচিং করিয়েছি বা খেলেছি একজন আরেকজনের প্রতি সত্যিকার কেয়ার দেখিয়েছি৷ দলের মধ্যে মূল পার্থক্যটা এখানেই। গত বছর কি হয়েছে সেটা নিয়ে ভাবি না, সেটা সেবারই শেষ হয়ে গেছে।

এটাই আমার মূল কথা। আমরা আইপিএলের শিরোপা জিততে আরো একধাপ এগোতে চাই। যার জন্যই আমি এখানে আছি। আমরা খুব নিকটে আছি, হ্যাঁ আমাদের খুব ভালো সময় যাচ্ছে অনুশীলনে। কিন্তু এটা এখনো সেরা সেশন না, কারণ আমরা এখনো ট্রফি জিতিনি। আমরা সর্বপরি জয়ের জন্যই এখানে আছি। আমি যাই বলি, যে মিটিং হোক কিংবা চ্যাট বা রিকোভারি মেসেজ, ফিজিও যাই হোক তোমাকে এই ব্যাপারগুলা আরো বেটার করবে যাতে তুমি জিততে পারো। তোমরা কিভাবে ভালো করবে সেটার রাস্তা বের করাই আমার এবং কোচের কাজ।

যদি আমি এটা করতে পারি আমি ভালোভাবে ঘুমাতে পারবো। যদি আমরা এটা করতে পারি তাহলে আমার হারের চেয়েও অনেক বেশি ম্যাচ জিততে পারবো।এবং এটার জন্য একজন আরেকজনের প্রতি সত্যিকারের কেয়ার থাকা উচিত। আমরা ততক্ষন নেট ছাড়বো না, আমরা ততক্ষণ ট্রেনিং শেষ করবো না যতক্ষণ পর্যন্ত তোমারা সবাই খুশি না হও। এটা ৩০ মিনিট লাগবে নাকি তিন ঘন্টা সেটা আমি জানি না। তুমি যদি আমার দিকে তাকাও এবং আমাকে বলো যে তুমি তোমার অনুশীলনে খুশি, আমার শুধু এইটুকই দরকার।

সব কোচই এটা চায়, আমরা তোমাদের প্রতি বিশ্বাস করি। আমরা তোমাদের উপর বিশ্বাস করি তোমরা প্রত্যেকেই তোমাদের কাজ শেষ করতে পারবে। শেষ কথা হলো আগামী ১০ সপ্তাহের জন্য আমাদেরকে একজন আরেকজনের স্যাক্রিফাইস করতে হবে। হ্যাঁ এটা খুব চ্যালেঞ্জিং একটা আইপিএল হতে চলেছে। আমরা বায়ো বাবলে আছি, আমরা ঘুরছি এটা একটা চ্যালেঞ্জ। আমাদেরকে আমাদের সেরাটা স্যাক্রিফাইস করতে হবে এখানে টিকে থাকতে হলে। এটা খুবই কঠিন একটা চ্যালেঞ্জ হবে সবার জন্যই। এবং দল হিসেবে যদি আমরা এই চ্যালেঞ্জ গ্রহণ করি অন্যান্য দলের বিপক্ষে তাহলে আমরা টুর্নামেন্টে শিরোপা জিততে পারবো। সবাই সবার প্রস্তুতি নিতে থাকে প্রথম খেলার জন্য।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...