‘অধিনায়কত্বের চাপ আপনাদের বানানো’

বরিশালের হয়েই সংবাদ সম্মেলনে এসে বললেন, অধিনায়কত্বকে তিনি চাপ মনে করেন না। এটা সাংবাদিকদের তৈরী করা কথা বলেই তিনি মনে করেন। তার অধিনায়কত্ব মূল্যায়ন করার জন্য বিশ ম্যাচ অন্তত সময় চাইলেন দেশসেরা এই ওপেনার।

বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক এখন তিনি। দায়িত্ব পাওয়ার পর খুব বেশি ম্যাচ অবশ্য পাননি তামিম ইকবাল। তবে একটা সংশয় আছে যে, অধিনায়কত্বের চাপ তিনি নিতে পারবেন কি না। এই আলোচনার মধ্যেই বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে বরিশাল ফরচুনের অধিনায়কত্ব করতে যাচ্ছেন তিনি।

বরিশালের হয়েই সংবাদ সম্মেলনে এসে বললেন, অধিনায়কত্বকে তিনি চাপ মনে করেন না। এটা সাংবাদিকদের তৈরী করা কথা বলেই তিনি মনে করেন। তার অধিনায়কত্ব মূল্যায়ন করার জন্য বিশ ম্যাচ অন্তত সময় চাইলেন দেশসেরা এই ওপেনার।

যা বলেছেন অধিনায়ক তামিম-

অধিনায়কত্বটা কী আপনার জন্য চাপ হতে যাচ্ছে?

এখনো পর্যন্ত ওই রকম কোনো ম্যাচই খেলি নাই। প্রতিদ্বন্ধিতাপূর্ণ ম্যাচ হতে হবে তো।  অধিনায়কত্বের প্রেশার-এটা আসলে আপনাদের বানানো। আমি এখনো কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলি নাই। আমি যেদিন অধিনায়কত্ব পেয়েছি ওই দিন বলেছি যে, ক্যাপ্টেন্সি আপনারা জাজ করবেন ছয় মাস বা এক বছর পর। ওইটা পৃথিবীর যত বড় অথবা ছোট লিডার হোক। দুই ম্যাচ তিন ম্যাচ পর আপনারা শুরু করেন, ক্যাপ্টেন্সি প্রেশার! একটা বাচ্চা হাঁটতেও কিন্তু নয় মাস সময় লাগবে। একদিনে সে না হাটলে তো আপনি বলতে পারেন না। খেলায় আমার অধিনায়কত্ব কতটা প্রভাব ফেলছে সেটা অন্তত বিশ ম্যাচ পর জাজ কইরেন। দুই তিন ম্যাচ পর সেটা করতে পারেন না।

আপনার পারফরম্যান্সে কোনো প্রভাব পড়ে কি?

আমার কোনো সমস্যা হয় না ভাই। আমি ওটা নিয়ে এত চিন্তাও করি না।  এটা আমি ছোটবেলা থেকেই স্বপ্ন দেখি নাই, এই দেশের অধিনায়কত্ব করার। এখন সুযোগ এসেছে আমার কাছে। চেষ্টা করবো পুরোপুরিভাবে করতে। ভালো হবে, খারাপ হবে; সেটা সময় বলবে। আমি হই বা পরে যে হোক বা আগে যে ছিল; ভালো ক্যাপ্টেন হতে হলে অনেক কিছু হতে হবে। এক সিরিজ দুই সিরিজে আপনি যদি মনে করেন যে কাজ হচ্ছে না, এটা আসলে কারো জন্যই ভালো না। আমার জন্য, দলের জন্য, দেশের জন্য। আমার নিজের দেখে বলছি না। আমার পরে যে হবে অথবা অন্য ফরম্যাটে।  আপনাকে অনেক কিছু দিতে হবে আসলে।

অধিনায়ক হিসেবে চ্যালেঞ্জটা আসলে কী থাকে?

আমার কাছে যেটা মনে হয় অধিনায়কের দায়িত্ব অন্যদের চেয়ে বেশি থাকে। সবার দিকে লক্ষ্য রাখতে হবে। আমি চেষ্টা করবো যতটুকু সম্ভব সবকিছু করার। এরপর দেখতে হবে কী হয়। এটা আমি ক্যাপ্টেন না থাকলেও করি। আমার যে ক্যাপ্টেন হইতে হবে এটা করতে হলে আমি এতে বিশ্বাস করতে পারি। লিডার আপনি যেকোনো সময়ই হতে পারেন। ভালো লিডার হওয়ার জন্য অধিনায়কত্বের দরকার নাই। নেতা হিসেবে আপনাকে কথার চেয়ে বেশি কাজ করতে হবে।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...