সারিম আখতার, দ্য গ্রেট মিম গাই

২০১৯ বিশ্বকাপে মনে রাখার মত কোনো পারফর্মেন্স করতে পারেনি পাকিস্তান দল। যদিও ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জয় করা দলটিকে নিয়ে আশায় বুক বেঁধেছিল অনেকেই। পাকিস্তান মানুষের মনে জায়গা করতে না পারলেও সেই বিশ্বকাপে পাকিস্তানের এক ভক্ত ঠিকই জায়গা করেছিলেন কোটি ক্রিকেট ভক্তের মনে। তাঁর একটি অভিব্যক্তি মুহূর্তেই ভাইরাল হয়ে গিয়েছিল নেট দুনিয়ায়। তাঁর ছবি দিয়ে বানানো হয় অগণিত হাস্যরসাত্মক সব মিম। কিভাবে?

২০১৯ বিশ্বকাপে মনে রাখার মত কোনো পারফর্মেন্স করতে পারেনি পাকিস্তান দল। যদিও ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জয় করা দলটিকে নিয়ে আশায় বুক বেঁধেছিল অনেকেই। পাকিস্তান মানুষের মনে জায়গা করতে না পারলেও সেই বিশ্বকাপে পাকিস্তানের এক ভক্ত ঠিকই জায়গা করেছিলেন কোটি ক্রিকেট ভক্তের মনে।

তাঁর একটি অভিব্যক্তি মুহূর্তেই ভাইরাল হয়ে গিয়েছিল নেট দুনিয়ায়। তাঁর ছবি দিয়ে বানানো হয় অগণিত হাস্যরসাত্মক সব মিম। কিভাবে? সেটা জানতে একটু পেছনে ফিরে যেতে হবে। দিনটা ছিল ২০১৯ সালের ১২ জুন।

বিশ্বকাপের রবিন লিগের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামে পাকিস্তান। সেই ম্যাচে পাকিস্তান ভালো খেললেও স্কোরকার্ড দেখে তা বোঝার উপায় নেই। বাজে ফিল্ডিং এর কারণেই ম্যাচ হেরেছিল পাকিস্তান। তবে সেই ম্যাচই জন্ম দিয়েছিল অসংখ্য মিমের। বিশ্বকাপের সময় নেট দুনিয়ায় সবচেয়ে জনপ্রিয় হয়ে উঠে সেটি। এমনকি আজ বছর দুই পরে এসেও প্রায়ই সেই ছবি দিয়ে নানাম মিম বানাতে দেখা যায়।

ডেভিড ওয়ার্নার ডিপ থার্ডম্যানে একটা ক্যাচ দিলেও সেই সহজ ক্যাচ ফেলে দেন পাকিস্তানের ফিল্ডার আসিফ আলি। ঠিক তাঁর পিছনেই গ্যালারিতে তখন ক্যামরায় দেখা যায় সারিম আখতার নামের এক পাকিস্তানি  ভক্তকে। সেই ক্যাচ মিসে যে দারুণ বিরক্ত তিনি সেটা তাঁর মুখভঙ্গি থেকেই বোঝা যাচ্ছিল।

তবে কোমরে হাত দিয়ে বিরক্ত সারিম আখতারের সেই প্রতিক্রিয়া এক হাস্যকর মহূর্তই তৈরি করেছিল ক্রিকেট ভক্তদের জন্য। ফলে মিনিটের মধ্যেই নিজের অজান্তেই এই ভক্ত ছড়িয়ে যান পুরো ক্রিকেট দুনিয়ায়।

মোহম্মদ সারিম আখতার সম্প্রতি ভাইস ইন্ডিয়াকে বলেন, ‘আমার নাম মানুষ জানার পর আমি ফেসবুকে হাজারো ফ্রেন্ড রিকুয়েস্ট পেতে শুরু করলাম। সারারাত আমার ফোন বাজছিল। যেই দেশগুলো সেভাবে ক্রিকেটও খেলে না, সেসব দেশেও আমার ছবি, ভিডিও ছড়িয়ে গিয়েছিল। আসলে যেকোনো বিরক্তিকর পরিস্থিতে সবাই ওরকম প্রতিক্রিয়া দেয়, সেজন্যই এত দ্রুত ছবিটা ছড়িয়ে পড়েছিল।’

এরপর থেকে নানারকম মজার অভিজ্ঞতাও হয়েছে এই ভদ্রলোকের। একবার ইউরোপে নাকি এক লোক তাঁর ক্রেডিট কার্ডে আখতারের ছবি লাগাতে চেয়েছিলেন। আখতার বলেন, ‘ওই লোক বলছিল সে তাঁর ক্রেডিট কার্ডে আমার ছবি বসাতে চায়। এতে নাকি সে ক্রেডিট কার্ড কম ইউজ করবে।’

আরো নানারকম ঘটনাই হয়তো এরপর ঘটেছেন মোহম্মদ সারিম আখতারের জীবনে। এমনকি কোকাকোলার বিজ্ঞাপনের জন্যই তাঁর সাথে যোগাযোগ করা হয়েছিল। সে বিজ্ঞাপনে তাঁর সাথে ছিলেন সারিম আখতারের ক্রিকেট আইডল ওয়াসিম আকরাম।

এছাড়া সারিম আখতার এখন নিজেই একটি টুইটার ও ইনস্টাগ্রাম একাউন্ট খুলেছেন। যেখানে তিনি নিজের মিম নিজেই শেয়ার করেন। বোঝাই যাচ্ছে, মিম জীবনের সাথে বেশ ভাল ভাবেই নিজেকে মানিয়ে নিয়েছেন সারিম!

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...