আবারো আলোচনায় বোল্ট-লুইস দ্বন্দ্ব

উসাইন বোল্ট আর কার্ল লুইস ঠিক ‘কাছের বন্ধু’ নন। বরং বিভিন্ন সময়ে দুজনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময়ও হয়েছে বেশ ক’বার। অতিসম্প্রতি লুইসের একটি বক্তব্যের প্রেক্ষিতে আবারও মার্কিন সাবেক এই অ্যাথলেটকে আবারও তীর্যক মন্তব্য করেছেন বোল্ট।

বেইজিং অলিম্পিকে বোল্টের নজরকাড়া সব পারফরম্যান্সকে লুইস প্রশ্নবিদ্ধ করেছিলেন, তার ১২ বছর পেরিয়ে গেছে। লুইসকে উদ্দেশ্য করে বোল্টের করা ‘তাঁকে আসলেই কেউ চেনে?’ মন্তব্যটারও আট বছর পেরিয়ে গেছে প্রায়। এমনকি লুইসের ‘সম্ভবত আমাকে তার একটু বেশিই শ্রদ্ধা করা উচিত’ টিপ্পনীটারও বয়সও ছয় বছর হয়ে গেছে।

তবে দুজনের তিক্ত সম্পর্কটাকে সম্প্রতি আবারও আলোচনায় এনেছে লুইসের একটা টুইট। গত ৪ মে তিনি টুইটারে অ্যাথলেটিক্সে করোনার প্রভাব নিয়ে ফিন্যান্সিয়াল টাইমসের একটি প্রতিবেদন শেয়ার করেন। তার সঙ্গে তিনি লেখেন, ‘খেলাটার ভবিষ্যৎ নিয়ে একটা সৎ আলোচনার এখনই মোক্ষম সময়। বৈশ্বিক মহামারি খেলাটাকে পুরোপুরি বদলে দিয়েছে। ফেডারেশন আর খেলোয়াড়দের ব্যাপারে আলোচনা করা উচিত।’

লুইস অ্যাথলেটিক্সের বিভিন্ন দিককে আরও বহুবার প্রশ্নবিদ্ধ করেছেন। সেটা মনে করিয়ে দিয়েই তার ব্যাপারে গ্যাজেত্তা দেল্লো স্পোর্তের এক সাক্ষাতকারে বোল্টের মতামত জানতে চাওয়া হয়। জবাবে বোল্ট জানান, অবসর নেয়ার পর তিনি কখনোই সবকিছু নিয়ে প্রশ্ন তুলবেন না, এমনকি অতীতের সঙ্গে তুলনাতেও যাবেন না তিনি! তার অভিমত, সব খেলাকেই সময়ের দাবী মেনে পরিবর্তনকে মেনে নিতে হয়।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...