Social Media

Light
Dark

বিজয় হাজারের সবেধন নীলমণিরা!

বিজয় হাজারে ট্রফি – ওয়ানডে ফরম্যাটে ভারতের ঘরোয়া ক্রিকেটের সবচাইতে প্রতিদ্বন্দিতামূলক টুর্নামেন্ট। জাতীয় দলে যেতে বড় ভূমিকা রাখে এই আসরের পারফরম্যান্স।

২০০২ সালে যখন প্রথমবারের মত এই টুর্নামেন্ট শুরু হল, তখন এতে দলগুলিকে পাঁচটা জোনে ভাগ করা হয়েছিল – সেন্ট্রাল জোন, ইস্ট জোন, নর্থ জোন, সাউথ জোন আর ওয়েস্ট জোন। ২০২০-২১ মৌসুমে এসে অবশ্য টুর্নামেন্টটাকে ঢেলে সাজানো হয়েছে, ৩৮ দলকে ছয় গ্রুপে ভাগ করা হয়েছে।

তা যাই হোক না কেন, ভারতের ওয়ানডে দল নির্বাচনে এই ট্রফির পারফরম্যান্স বেশ বড় একটা ভূমিকা রাখে। এই টুর্নামেন্টে রান করাও চাট্টিখানি কথা নয়। তবে, কঠিন এই টুর্নামেন্টের ইতিহাসে মাত্র চারজন খেলোয়াড়ই আছেন যারা কিনা ডাবল সেঞ্চুরি করতে পেরেছেন। তা এই সবেধন নীলমণি কারা?

  • কর্ণ বীর কৌশল: ২০২

কর্ণ বীর কৌশল ছিলেন বিজয় হাজারে ট্রফির ইতিহাসে প্রথম কোন খেলোয়াড় যে কিনা এক ইনিংসেই ২০০ করেছিল। বিজয় হাজারে ট্রফির ২০১৮-১৯ মৌসুমের কথা সেটা। কর্ণ খেলছিলেন উত্তরখন্ডের হয়ে, প্রতিপক্ষ ছিল সিকিম। ম্যাচে কর্ণ একাই হাঁকান ৯ ছয় আর ১৮ রান, আর শেষ অবধি?

মাঠ ছাড়ার সময় কর্ণ কৌশলের নামের পাশে জ্বলজ্বল করছে- ১৩৫ বলে ২০২ রান! তবে ১৩৫ বলে ২০২ করলেও ডাবল সেঞ্চুরি করতে কর্ণের লেগেছিল ১৩২ বল।  মহাকাব্যিক এই ইনিংসের পথে কর্ণ রেকর্ড ভেঙেছেন আজিঙ্কা রাহানের। ভারতের টেস্ট দলের এই নিয়মিত সদস্য ২০০৭-০৮ মৌসুমে এক ইনিংসেই করেছিলেন ১৮৭ রান, কর্ণের ২০০ এর আগে সেটাই ছিল বিজয় হাজারে ট্রফির সর্বোচ্চ ইনিংস।

উত্তরখন্ড সে ম্যাচে স্কোরকার্ডে তুলেছিল ৩৬৬ রান, আর সিক্কিম ৫০ ওভার শেষে ১৬৭-৬ হওয়ায় সে ম্যাচ হেসেখেলেই জিতে যায় উত্তরখন্ড!

  • যশস্বী জ্যাসওয়াল: ২০৩

জ্যাসওয়ালের নাম অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কল্যাণে এখন সবারই জানা। তবে ঐটুকু ছাড়া, রেকর্ডবুকে আরেক জায়গায়ও আছে জ্যাসওয়ালের নাম। লিস্ট ‘এ’ ক্রিকেটে সর্বকনিষ্ঠ ডাবল সেঞ্চুরিয়ানের নাম খুঁজতে গেলে আপনি যশস্বী জ্যাসওয়ালের নামই পাবেন।

অনন্য এই রেকর্ড তিনি করেছিলেন বিজয় হাজারে ট্রফির ২০১৯-২০ মৌসুমে। মুম্বাইয়ের হয়ে খেলার সময় তিনি ঝাড়খন্ডের বিপক্ষে সে ম্যাচে করেন ১৫৪ বলে ২০৩ রান! বিবেকানন্দ তিওয়ারির বলে আউট হয়ে ফিরে যাবার সময় যশস্বীর নামের পাশে ১৭ চার আর ১২ ছয়, আর তাতে ভর করেই মুম্বাই ৫০ ওভারে স্কোরকার্ডে তোলে ৩৫৮ রান!

শেষ অব্দি অবশ্য ঝাড়খন্ড ৩১৯ এর বেশি করতে পারেনি, আর এতেই মুম্বাই জিতে যায় ৩৯ রানে!

  • সাঞ্জু স্যামসন: ২১২*

কেরালা বনাম গোয়া!

২০১৯-২০২০ মৌসুমের এই ম্যাচও সাক্ষী হয়েছিল  নানা রেকর্ডের। ডানহাতি উইকেটকিপার ব্যাটসম্যান সাঞ্জু স্যামসন কেরালার বোলিং লাইনআপকে সেদিন রীতিমত পাড়া বোলিং লাইনআপ বানিয়ে ছেড়েছিলেন। ২১ চার আর ১০ ছয় মেরে ফিরে যাওয়ার সময় ততক্ষণে ভেঙে গেছে কর্ণ বীর কৌশালের রেকর্ড। ১২৯ বলে ২১২ রান করা সাঞ্জুই তখন এই টুর্নামেন্টের ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ রান স্কোরার।

যা হোক, সঞ্জুর ইনিংসে কেরালাও পায় বড় সংগ্রহ। স্কোরবোর্ডে তোলে ৩৭৭ রান। জবাব দিতে নেমে গোয়ার ইনিংস থেমে যায় মাত্র ২৭৩ রানে। ম্যাচটা আরামেই জিতে যায় কেরালা, তাও ১০৪ রানের বিশাল ব্যাবধানে।

  • পৃথ্বী শ: ২২৭*

এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে’ – এই লেখাটার মূল কারণটা এতক্ষণে বের হয়ে এল ( অবশ্যই বিষাদে নয়)। বিজয় হাজারে ট্রফির সবেধন নীলমণির দলের নতুন সংযোজন পৃথ্বী শ। এই কয়েকদিন আগেই, বিজয় হাজারে ট্রফির ২০২১-২১ মৌসুমে ডানহাতি এই ব্যাটসম্যান নিজের নাম রেকর্ড বুকে তুলে ফেলেছেন। পুদুচেরির বিপক্ষে মুম্বাইয়ের হয়ে করেছেন ১৫২ বলে ২২৭ রান। সাঞ্জু রেকর্ড ভেঙেছিলেন কর্ণের, পৃথ্বী রেকর্ড ভেঙেছেন সাঞ্জুর – হয়েছেন বিজয় হাজারে ট্রফিতে এক ইনিংসে সর্বোচ্চ রান করা ক্রিকেটার।

যাই হোক, পৃথ্বী শ’র ৩১ চার আর ৫ ছয়ের কল্যাণে মুম্বাই স্কোরকার্ডে তোলে ৪৫৭ রানের বিশাল সংগ্রহ। রানতাড়াতে পুদুচেরির ইনিংস থেমে যায় মাত্র ৩৮.১ ওভারে, ২২৪ বলে। মুম্বাই সে ম্যাচ জিতে যায় হেসে খেলেই!

লেখক পরিচিতি

আদ্যোপান্ত স্টোরিটেলার!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link