তামিমের সঙ্গী নিয়ে দ্বিধা

এই টেস্টে বাংলাদেশের হয়ে ইনিংস শুরু কে কে করবেন, সে নিয়ে এখনও দ্বিধা আছে। এক প্রান্তে তামিম ইকবাল থাকবেন, এটা নিশ্চিত। কিন্তু তার সঙ্গে সাইফ হাসান, নাকি সাদমান ইসলাম, এটা নিশ্চিত নয়। গতকাল ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বাংলাদেশের কোচ রাসেল ডমিঙ্গো বলেছেন, এটা নিয়ে নির্বাচকদের সাথে আলাপ করে সিদ্ধান্ত নেবেন তারা।

ওয়ানডে সিরিজ শেষে এবার অপেক্ষা টেস্ট সিরিজের জন্য। এই সিরিজ দিয়ে এক বছর পর টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। বাংলাদেশ সর্বশেষ টেস্ট খেলেছিলো গত বছর ফেব্রুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে।

এই টেস্টে বাংলাদেশের হয়ে ইনিংস শুরু কে কে করবেন, সে নিয়ে এখনও দ্বিধা আছে। এক প্রান্তে তামিম ইকবাল থাকবেন, এটা নিশ্চিত। কিন্তু তার সঙ্গে সাইফ হাসান, নাকি সাদমান ইসলাম, এটা নিশ্চিত নয়। গতকাল ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বাংলাদেশের কোচ রাসেল ডমিঙ্গো বলেছেন, এটা নিয়ে নির্বাচকদের সাথে আলাপ করে সিদ্ধান্ত নেবেন তারা।

পরিস্থিতি ব্যাখ্যা করে কোচ বলছিলেন, ‘আমরা এটা (ওপেনার) নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি। ৩,৪,৫ ও ৬ নম্বরে কারা যাবে, এটা আমি পরিষ্কার। একদিকে তো তামিম থাকবে। আরেক প্রান্তে সাইফ সর্বশেষ টেস্ট খেলেছে। আবার তার আগে ইনজুরিতে পড়ার আগ পর্যন্ত ওখানে সাদমান ছিলো। তাই সিদ্ধান্তটা নিতে হবে। এ ব্যাপারে আমরা নির্বাচকদেরও মত নেবো।’

করোনার কারণে বাংলাদেশ দীর্ঘ দিন পর টেস্ট খেলতে নামলেও ওয়েস্ট ইন্ডিজ দুটি টেস্ট সিরিজ খেলে বাংলাদেশ সফরে এসেছে। যদিও সেই দলের অনেকেই আসেনি বাংলাদেশ সফরে। তবুও বাংলাদেশের কোচ রাসেল ডমিঙ্গো জানিয়েছেন তাদের হালকা ভাবে নিলে বিপদে পড়তে হবে।

তিনি বলেছেন, ‘ওয়েস্ট ইন্ডিজ একটি গর্বিত ক্রিকেট রাষ্ট্র। তারা ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডে টেস্ট খেলে এসেছে সুতরাং তাদের তারা গত এক বছরে কিছু টেস্ট ম্যাচ খেলেছে যা আমরা খেলিনি। তাদের হালকাভাবে নিলে সেটা আমাদের নিজেদের বিপদে নিতে হবে।’

করোনা ইস্যুতে ওয়েস্ট ইন্ডিজের প্রথম সারির ক্রিকেটাররা না এলেও টেস্ট স্কোয়াডে বাংলাদেশকে চ্যালেঞ্জ জানানোর মতো বেশ কয়েকজন ক্রিকেটার রয়েছে। বাংলাদেশের কোচ রাসেল ডমিঙ্গো জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজকে হারাতে হলে নিজেদের সেরা খেলাটাই খেলতে হবে।

তিনি বলেন, ‘তাদের দলে বেশ কিছু দারুণ ক্রিকেটার আছেন। ব্র্যাথওয়েট তাদের একজন ধারাবাহিক খেলোয়াড়। শ্যানন গ্যাব্রিয়েল, কেমার রোচ বিশ্বমানের বোলার। আমরা কোনোভাবেই এই টেস্টকে হালকাভাবে নিচ্ছি না। আমর জানি যে কোনো কন্ডিশনে তারা একটি শক্তিশালী দল এবং আমাদেরকে নিজেদের সেরাটাই দিতে হবে ফল নিজেদের পক্ষে আনার জন্য।’

অনভিজ্ঞ দল নিয়ে ওয়ানডেতে বাংলাদেশের সাথে হোয়াটওয়াশ হয়েছে ক্যারিবিয়ানরা। তিন ম্যাচেই বাংলাদেশি স্পিনারদের কাছে অসহায় আত্নসমর্পণ করেছে ক্যারিবিয়ান ব্যাটসম্যানরা। ওয়ানডেতে ব্যাটে বলে দারুণ পারফর্ম করে সিরিজ সেরা হয়েছিলেন সাকিব আল হাসান। টেস্টেও দুই দলের ভিতর পার্থক্য গড়ে দিতে পারেন এই অলরাউন্ডার।

সাকিবকে নিয়ে ডমিঙ্গো বলেন ‘সাকিব অবশ্যই আমাদের জন্য গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। সে আমাদের বোলিং ও ব্যাটিং ইউনিটকে শক্তিশালী করে। সে বিশ্বমানের একজন অলরাউন্ডার। যেকোনো ফরম্যাটই হোক, তার বিকল্প কাউকে বের করা খুব কঠিন।’

তবে শেষ টেস্টের জন্য এখনো শতভাগ ফিট নন সাকিব আল হাসান। শেষ ওয়ানডেতে বল করতে গিয়ে চোট পেয়েছিলেন তিনি। দুই দিন বিশ্রামে থাকার পর গতকাল হালকা অনুশীলন করেছেন এই অলরাউন্ডার। ডমিঙ্গো জানিয়েছেন পুনর্বাসনের ভিতর দিয়ে যাচ্ছেন সাকিব। প্রথম টেস্টেই তাকে পেতে আশাবাদী তাঁরা।

ডমিঙ্গো বলেন, ‘শেষ ওয়ানডেতে চোট পাওয়ার পর টেস্টের জন্য প্রস্তুতি তার জন্য সহজ বিষয় নয়। সে পুনর্বাসনের মধ্য দিয়ে যাচ্ছে। এখনো শতভাগ ফিট নয়। হাতে আরও একটি দিন আছে। আমরা আশাবাদী, বুধবার থেকে শুরু হতে যাওয়া প্রথম টেস্টে তাকে পাওয়া যাবে। পুনর্বাসনে সে চোট সারানোর আপ্রাণ চেষ্টা করছে। নেটে কিছু বলও করেছে। ব্যাট হাতে কিছু শটও খেলেছে। খুব একটা অসুবিধা হচ্ছে না।’

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...