টেইলরের হিট উইকেট রহস্য: কেন ও কিভাবে

সাথে সাথে বাংলাদেশের ফিল্ডাররা দেখা মাত্রই উইকেটের আবেদন জানান। অন ফিল্ডে দায়িত্ব পালন করা আম্পায়ার ম্যারিয়াস ইরাসমাস টিভি আম্পায়ারের প্রতি আবেদনটি যাচাই করতে বলেন। আর সেখানেই জ্বলে ‘লাল বাতি’। মানে আউট হয়ে সাজঘরে ব্রেন্ডন টেলর।

বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের সিরিজের দ্বিতীয় ওয়ানডে, প্রথম ইনিংসের খেলা চলছে তখন।

জিম্বাবুয়ের অধিনায়ক ব্রেন্ডন টেইলর তখন ৪৬ রানে অপরাজিত। ইনিংসে ২৫ তম ওভারে পেসার শরিফুল ইসলামের বলে আপার কাট করার চেষ্টা করেন টেইলর। তবে, সেই চেষ্টায় ব্যর্থ হন তিনি। নিজের পজিশন থেকে সোজা হয়ে দাঁড়াতে গিয়ে দূর্ভাগ্যবশত ব্যাট গিয়ে স্টাম্পে লাগে! আর এতেই স্টাম্প থেকে বেল পড়ে যায়।

সাথে সাথে বাংলাদেশের ফিল্ডাররা দেখা মাত্রই উইকেটের আবেদন জানান। অন ফিল্ডে দায়িত্ব পালন করা আম্পায়ার ম্যারিয়াস ইরাসমাস টিভি আম্পায়ারের প্রতি আবেদনটি যাচাই করতে বলেন। আর সেখানেই জ্বলে ‘লাল বাতি’। মানে আউট হয়ে সাজঘরে ব্রেন্ডন টেলর।

আইসিসির নীতিমালার ৩৫.১.১.১ ধারা অনুযায়ী যদি বোলার তাঁর ডেলিভারি স্ট্রাইডে প্রবেশ করেন এবং বলটি খেলা চলাকালীন অবস্থায় থাকে তখন স্ট্রাইকার ব্যাটসম্যানের ব্যাট বা তাঁর শরীরের স্পর্শে তাঁর উইকেটটি যদি পড়ে যায় তখন তাঁকে ‘হিট উইকেট’ আউট দেওয়া হবে।

এছাড়া আইসিসির ৩৫.২ এর ধারায় বলা আছে যদি উইকেটে কোনো সমস্যার কারণে বেল পড়ে যায় তাহলে ব্যাটসম্যান হিট উইকেট হবেন না।

এছাড়া আইসিসির নিয়ম অনুযায়ী বল করার সময়কালে ব্যাটসম্যান তা খেলার জন্য প্রস্তুতি নেওয়ার সময় বা সেই ডেলিভারিটি খেলার পরে তাঁর প্রথম রানের জন্য যাত্রা শুরু করার সময় এমন ঘটতে পারে। সহজ কথায় স্ট্রাইকিং ব্যাটসম্যান যদি বল মারার সময় বা কোনও রান নেওয়ার চেষ্টা করার সময় তাঁর ঠেলায় স্টাম্পের বেল পড়ে গেলে বা স্টাম্প উপড়ে গেলে তিনি হিট উইকেট আউট হবে।

তৃতীয় আম্পায়ার টেইলরের উইকেটের আবেদনটি বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণ করেন। কারণ বল উইকেট ক্রস করার পর ব্যাটসম্যান যদি স্বভাবসুলভ কারণে ব্যাট অনুশীলন করার জন্য ঘুরিয়ে থাকে এবং এর মাধ্যমে যদি উইকেটে আঘাত হানে তাহলে তিনি আউট হবেন না। তবে বল ব্যাটসম্যানের ব্যাট অতিক্রম করার সময় যদি ব্যাট পুরোপুরি ব্যাটসম্যানের কন্ট্রোলে না এসে উইকেটে আঘাত হানে সেক্ষেত্রে সেটি আউট হিসেবে বিবেচিত হবে।

আইসিসির সেই ৩৫.১.১.১ আইনেই টেইলরকে আউট ঘোষণা করা হয়। অবশ্য জিম্বাবুয়ের ইনিংসের নবম ওভারেই অল্পের জন্য হিট উইকেট থেকে রক্ষা পান টেইলর। তাসকিন আহমেদের বলে ডিফেন্সিভ ভঙ্গিতে খেলতে গিয়ে উইকেটে স্লিপ করেন টেইলর। সেখানে তার জুতো খুলে যায়, তবে অল্পের জন্য উইকেটে আঘাত না হানায় বেঁচে যান টেইলর।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...