শতবলের দুয়ারে আট বাংলাদেশি

আগামী সপ্তাহে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) নতুন সংযোজন ১০০ বলের ক্রিকেট টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড’। ২৫২ জন খেলোয়াড় রয়েছে এই টুর্নামেন্টের ড্রাফট লিস্টে। যার মধ্যে সাকিব-তামিম সহ রয়েছেন ৮ বাংলাদেশি খেলোয়াড়।

আগামী সপ্তাহে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) নতুন সংযোজন ১০০ বলের ক্রিকেট টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড’। ২৫২ জন খেলোয়াড় রয়েছে এই টুর্নামেন্টের ড্রাফট লিস্টে। যার মধ্যে সাকিব-তামিম সহ রয়েছেন ৮ বাংলাদেশি খেলোয়াড়। আগামী জুলাইতে শুরু হবে দ্যা হান্ড্রেডের প্রথম আসর। আই আসরে অংশ নিতে ইতিমধ্যেই নাম দিয়েছেন কাইরন পোলার্ড, নিকোলাস পুরান, কুইন্টন ডি কক, কাগিসো রাবাদা ও ডেভিড ওয়ার্নারের মতো তারকা খেলোয়াড়েরা।

দ্য হান্ড্রেড টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফটে রয়েছেন আট বাংলাদেশি। তারা হলেন, সাকিব আল হাসান, তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, লিটন দাশ, তাসকিন আহমেদ, আবু হায়দার রনি ও সাব্বির রহমান। তবে ভিত্তিমূল্য তালিকায় স্থান পেয়েছেন শুধুমাত্র সাকিব ও তামিম। সাকিব-তামিম দু’জনেই আছে সর্বোচ্চ ভিত্তিমূল্যর তালিকায়।

করোনা পরিস্থিতির কারণে ২০২০ এ এই খেলা অনুষ্ঠিত হবার কথা থাকলেও সেটা সম্ভব হয়নি। তবে পূর্বের ড্রাফটে বিক্রি হওয়া খেলোয়াড়েরা সে দলেই থাকছেন। ইতোমধ্যেই বেশ কিছু দল ড্রাফটের বাইরে থেকেই তাদের দলে ভিড়িয়েছে বেশ কিছু তারকা খেলোয়াড়দের। ট্রেন্ট রকসের হয়ে খেলবেন আদিল রাশিদ, সাউদার্ন ব্রেভের হয়ে খেলবেন ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেল, নর্দান সুপার চার্জারসের হয়ে খেলবেন অ্যারন ফিঞ্চ এবং বার্মিংহাম ফিনিক্সের হয়ে চুক্তি সাক্ষর করেছেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। ড্রাফট থেকে মোট ৩৫ জন খেলোয়াড়কে নেওয়া হবে এরমধ্যে ২৮ জন বিদেশি ও ৭ জন দেশি খেলোয়াড় সুযোগ পাবেন দ্য হান্ড্রেড টুর্নামেন্টে।

করোনা পরিস্থিতির কারণে এই টুর্নামেন্টের ড্রাফট সম্পূর্ণ অনুষ্ঠিত হবে ভার্চুয়ালি। জুলাই-আগস্টে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের উভয় দলের কোনো সফর না থাকায় তাদের খেলোয়াড়েরা দ্যা হান্ড্রেড টুর্নামেন্টে এভেইলএবল থাকছেন। তবে উইন্ডিজের মাটিতে সে সময় অস্ট্রেলিয়া ও পাকিস্তানের সিরিজ থাকার কারণে অনেক খেলোয়াড়ই অংশ নিতে পারবে না পুরো টুর্নামেন্টে।

স্টিভ স্মিথ ও মিশেল স্টার্ক দুজনেই খেলবেন ওয়েলস ফায়ারের হয়ে। প্রথম বার অবিক্রীত থাকার পর পুনরায় নাম দিয়েছেন কিউই পেসার ট্রেন্ট বোল্ট। এছাড়া এবি ভিলিয়ার্স পুনরায় ড্রাফটে না থাকার সিদ্ধান্ত নিয়েছেন।

সর্বোচ্চ এক লাখ পাউন্ড ভিত্তি মূল্যে আছেন ১০ জন ক্রিকেটার।  তাদের মধ্যে রয়েছেন সাকিব, তামিম, বাবর আজম, ডি কক, লকি ফার্গুসন, জেসন হোল্ডার, কায়রন পোলার্ড, নিকোলাস পুরান, রাবাদা ও ওয়ার্নার।

পরের ধাপে ৮০ হাজার পাউন্ড ভিত্তি মূল্যে ড্রাফটে আছেব শহীদ আফ্রিদি, ঝাই রিচার্ডসন, ইমরান তাহিররা। ৬০ হাজার পাউন্ড ভিত্তি মূল্যে রয়েছেন শাদাব খান, ক্রিস মরিস, ড্যান ক্রিস্টিয়ান, ডেল স্টেইনরা। ৪৮ হাজার পাউন্ড ভিত্তিমূল্য তে নাম রয়েছে ডোয়াইন ব্রাভো, ডেভিড মিলার, মিশেল স্যান্টনারদের৷  এছাড়া কলিন ইনগ্রাম, হেনরিক ক্লাসেন, রহমানুল্লাহ গুরবাজদের সাথে ভিত্তিমূল্যর বাইরে ড্রাফটে আছেন তাসকিন, ইমরুল কায়েস, আবু হায়দার রনি, লিটন দাশ, সৌম্য সরকার ও সাব্বির রহমান।

১৩ টি ভিন্ন ভিন্ন দেশের খেলোয়াড়েরা এই টুর্নামেন্টের জন্য নাম নিবন্ধন করেছেন। আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, ওমান এবিং যুক্তরাষ্ট্র থেকেও রয়েছে খেলোয়াড়। ড্রাফটে বিসিসিআইয়ের নিয়মের কারণে স্বাভাবিক ভাবেই নেই কোনো ভারতীয় খেলোয়াড়। ২৫৪ দেশীয় খেলোয়াড় রয়েছে এই ড্রাফট তালিকায়। সাকিব মাহমুদ, টম অ্যাবেল, হ্যারি গার্নি, রবি বোপারা, ড্যানি ব্রিগস, বেন ফোকস, রিচার্ড গ্লিসনরা রয়েছেন শর্টলিস্টে। সামিত প্যাটেল, ওলি স্টোন, অ্যাকারম্যানরা গত ড্রাফটে নাম না দিলেও এই ড্রাফটের তালিকায় রয়েছেন তারাও।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...