আইপিএলের ভিনদেশি অধিনায়ক একাদশ

আইপিএলে ভিনদেশি অধিনায়কের চল খুব বেশি নেই। তবে, এর নজীর আছে বেশ কিছু। এই সব অধিনায়কদের নিয়ে চাইলে আলাদা একটা একাদশও বানিয়ে ফেলা যায়। সেখানে অস্ট্রেলিয়ানদেরই জয়জয়কার। পাঁচজন অস্ট্রেলিয়ান জায়গা পেয়েছেন। এছাড়া দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ থেকে আছেন দু’জন করে।

ফ্র‍্যাঞ্চাইজি লিগের সবচেয়ে জমজমাট আর ব্যয়বহুল আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। বর্তমান ক্রিকেট বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই টুর্নামেন্টে দেশি-বিদেশি তারকা ক্রিকেটারদের মিলনমেলা দেখা যায়। আইপিএলের মঞ্চে অধিনায়কত্ব করেছেন অনেক বিদেশি ক্রিকেটার। এদের মধ্যে অনেকেই লম্বা সময় অধিনায়কত্ব করেছেন। দেখা পেয়েছেন সফলতার। আইপিএলের সবচেয়ে সফল অধিনায়ক হিসেবেও আছেন গুটিকয়েক।

আইপিএলে ভিনদেশি অধিনায়কের চল খুব বেশি নেই। তবে, এর নজীর আছে বেশ কিছু। এই সব অধিনায়কদের নিয়ে চাইলে আলাদা একটা একাদশও বানিয়ে ফেলা যায়। সেখানে অস্ট্রেলিয়ানদেরই জয়জয়কার। পাঁচজন অস্ট্রেলিয়ান জায়গা পেয়েছেন। এছাড়া দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ থেকে আছেন দু’জন করে।

  • ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)

সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে প্রায় কয়েক মৌসুম অধিনায়কত্ব করেন ওয়ার্নার। ২০১৬ সালে তাঁর অধীনেই প্রথমবার আইপিএল শিরোপা জয় করে হায়দ্রাবাদ। আইপিএলের ইতিহাসে বিদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রাহক এই অস্ট্রেলিয়ান তারকা।

  • অ্যাডাম গিলক্রিস্ট (অস্ট্রেলিয়া): উইকেটরক্ষক

দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ২০০৯ আইপিএলে ডেকান চার্জার্সের নেতৃত্ব দেন অস্ট্রেলিয়ান তারকা অ্যাডাম গিলক্রিস্ট। তাঁর নেতৃত্বেই সেবার শিরোপা জয় করে ডেকান চার্জারস। ব্যাট হাতেও ছিলেন দুর্দান্ত ফর্মে। গিলক্রিস্ট থাকায় এই দলে উইকেটরক্ষকের গ্লাভসটা তাঁর হাতেই উঠবে।

  • ফাফ ডু প্লেসিস (দক্ষিণ আফ্রিকা)

আইপিএলের পঞ্চদশ আসরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে প্রথমবার অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন ফাফ ডু প্লেসিস। লম্বা সময় অধিনায়কত্ব না করলেও এই টুর্নামেন্টে তিনি প্রায় ৩ হাজারের বেশি রানের মালিক।

  • কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড)

সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে অধিনায়কত্ব করছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। ২০১৮ সালে উইলিয়ামসনের নেতৃত্বে ফাইনাল খেলে হায়দ্রাবাদ। অধিনায়ক হিসেবে হায়দ্রাবাদের হয়ে উইলিয়ামসের রেকর্ডটাও বেশ ভাল। সেই সাথে ব্যাট হাতেও গুরুত্বপূর্ণ অবদান রাখছেন তিনি।

  • গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া)

আইপিএলে নিজের ক্যারিয়ারের সেরা সময়ে পাঞ্জাব কিংসের হয়ে অধিনায়কত্ব করেছিলেন অস্ট্রেলিয়ান তারকা গ্লেন ম্যাক্সওয়েল। ১৪ ম্যাচে তাঁর অধীনে পাঞ্জাব জয় পেয়েছিল সাত ম্যাচে। এরপর আর আইপিএলে অধিনায়ক হিসেবে দেখা যায়নি তাঁকে। যদিও ব্যাট হাতে প্রায়ই তিনি ঝড় তুলছেন, পারফর্ম করছেন।

  • শেন ওয়াটসন (অস্ট্রেলিয়া)

অলরাউন্ডার হিসেবে এই একাদশে থাকছেন অজি অলরাউন্ডার শেন ওয়াটসন। আইপিএলে অধিনায়ক হিসেবে খুব বেশি ম্যাচ খেলেননি তিনি। রাজস্থান রয়্যালস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও চেন্নাই সুপার কিংসের হয়ে লম্বা সময় মাঠ মাতিয়েছেন তিনি। আইপিএলের অন্যতম সেরাদের একজন এই অজি তারকা।

  • কাইরেন পোলার্ড (ওয়েস্ট ইন্ডিজ)

আইপিএল ইতিহাসে অন্যতম সেরা ফিনিশারের একজন ক্যারিবীয় তারকা কাইরেন পোলার্ড। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে অধিনায়ক হিসেবে খেলেছেন ৬ ম্যাচ। মুম্বাইয়ের জার্সি গায়ে একাই বহু ম্যাচ জিতিয়েছেন। বল হাতে শিকার করেছেন বেশ কিছু উইকেট।

  • ডোয়াইন ব্রাভো (ওয়েস্ট ইন্ডিজ)

বোলিং অলরাউন্ডার হিসেবে আট নম্বরে থাকছেন আরেক ক্যারিবিয়ান তারকা ডোয়াইন ব্রাভো। টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে বড় তারকা ও সবচেয়ে অভিজ্ঞদের একজন ব্রাভো। মুম্বাইয়ের হয়ে খেলার সময় এক ম্যাচে অধিনায়কত্ব করেছিলেন ব্রাভো।

  • ড্যানিয়েল ভেট্টোরি (নিউজিল্যান্ড)

আইপিএলের ২০১১ আসরে ড্যানিয়েল ভেট্টোরির অধীনেই প্রথমবার ফাইনাল খেলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। পাঁচ আসর খেলা এই নিউজিল্যান্ডের অলরাউন্ডার ব্যাটে বলে বেশ ভাল পারফরম্যান্সই দেখিয়েছেন আইপিএলের মঞ্চে।

  • শন পোলক (দক্ষিণ আফ্রিকা)

আইপিএলের উদ্বোধনী আসরে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেন দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার শন পোলক। সেবার চার ম্যাচে অধিনায়ক হিসেবে দায়িত্বে ছিলেন এই প্রোটিয়া তারকা। এরপর অবশ্য ক্রিকেট ক্যারিয়ারকে বিদায় জানান তিনি।

  • শেন ওয়ার্ন (অস্ট্রেলিয়া): অধিনায়ক

এই একাদশে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন কিংবদন্তি অজি তারকা শেন ওয়ার্ন। আইপিএলের উদ্বোধনী আসরেই ওয়ার্নের নেতৃত্বে শিরোপা জেতে রাজস্থান রয়্যালস। আন্ডারডগ হিসেবে টুর্নামেন্ট শুরু করলেও ওয়ার্নের দুর্দান্ত পারফরম্যান্সে সেবার শিরোপা জিতে নেয় রাজস্থান রয়্যালস।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...