ব্যর্থতার কারণ খুঁজে পেয়েছে বাংলাদেশ দল

প্রথম ইনিংসে শ্রীলঙ্কা রানের পাহাড় গড়ার পর বাংলাদেশের শুরুটাও হয়েছিল দুর্দান্ত। কিন্তু ভালো শুরু পেয়েও শেষ ৩৭ রানে ৭ উইকেট হারিয়ে প্রথম ইনিংসে মাত্র ২৫১ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। এমন ব্যাটিং বিপর্যের জন্য বড় জুটি গড়তে না পারাকে দায়ী করেছেন নাজমুল হোসেন শান্ত।

ব্যাটসম্যানদের দাপটে প্রথম টেস্ট ড্র করলেও ব্যাটসম্যানদের ব্যর্থতায় দ্বিতীয় টেস্টে হারের দ্বারপ্রান্তে বাংলাদেশ। পঞ্চম দিনে জয়ের জন্য এখনো প্রয়োজন ২৬০ রান; হাতে রয়েছে পাঁচ উইকেট। বড় কোনো জুটি না গড়লে পরজায় এখন কেবলই সময়ের ব্যাপার। এমন ব্যর্থতার জন্য নাজমুল হোসেন শান্ত মনে করেন প্রথম ইনিংসেই পিছিয়ে পড়েছে দল।

প্রথম ইনিংসে শ্রীলঙ্কা রানের পাহাড় গড়ার পর বাংলাদেশের শুরুটাও হয়েছিল দুর্দান্ত। কিন্তু ভালো শুরু পেয়েও শেষ ৩৭ রানে ৭ উইকেট হারিয়ে প্রথম ইনিংসে মাত্র ২৫১ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। এমন ব্যাটিং বিপর্যের জন্য বড় জুটি গড়তে না পারাকে দায়ী করেছেন নাজমুল হোসেন শান্ত।

তিনি বলেন, ‘প্রথম ইনিংসে আরো ভালো ব্যাটিং করা উচিৎ ছিল। ওখানে আমরা একটু পিছিয়ে পড়ে গেছি। ভালো শুরু করেছিলাম আমরা। ৩ উইকেটে ২০০ রানের মত ছিলাম। ওখান থেকে পরে আর পার্টনারশিপ হয়নি। ঐ জায়গাতে আমরা পিছিয়ে পড়েছি।’

৪৩৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা বাংলাদেশ চতুর্থ দিন শেষে ৫ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ১৭৭ রান। দলের সবাই ভালো শুরু করেও আক্রমণাত্মক ব্যাট করতে গিয়ে ইনিংস বড় করতে পারেননি কেউই। শান্ত জানিয়েছেন নেগেটিভ থাকলে ব্যাট করা কঠিন হবে দেখেই এরকম ব্যাটিং করেছেন।

শান্ত বলেন, ‘উইকেটটা যে রকম ছিল। এই উইকেটে ব্যাটসম্যানরা যত বেশি নেগেটিভ থাকবে ততই কঠিন হবে। পজেটিভ মানে এই না সব বল মারার পরিকল্পনায় ব্যাটসম্যানরা ব্যাটিং করেছে। সবাই ইনটেন্ট নিয়ে ব্যাটিং করার চেষ্টা করেছে।’

লিটন দাস ১৪ রান ও মেহেদি হাসান মিরাজ ৪ রান করে অপরাজিত রয়েছেন। নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন শেষ দিনের প্রথম শেসনে ভালো ব্যাট করতে পারলে পরবর্তী চিন্তা ভাবনা করবেন তারা।

তিনি বলেন, ‘এখনো দুই জন ব্যাটসম্যান ব্যাটিং করছে। এই পরিকল্পনা থাকবে যে দুইজন ব্যাটসম্যান যতক্ষণ ব্যাটিং করতে পারে আমাদের জন্য ভালো। প্রথম দুইটা ঘণ্টা, প্রথম সেশন যদি আমাদের ব্যাটসম্যানরা ভালো ব্যাটিং করতে পারে তাহলে পরবর্তীতে ভালো কিছু চিন্তা করতে পারব।’

সাম্প্রতিক সময়ে টেস্টে বাংলাদেশের পারফরম্যান্স মোটেও আশাব্যঞ্জক নয়। সর্বশেষ দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের সিরিজে দ্বিতীয় সারির দলের বিপক্ষে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ। এবার শ্রীলঙ্কার মাটিতে প্রথম টেস্ট ড্র হলেও দ্বিতীয় টেস্টে হার অপেক্ষা করছে বাংলাদেশের জন্য, যদি না অতিমানবীয় কিছু ঘটে।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...