More

Social Media

Light
Dark

জিম্বাবুয়েতে বিজয়ের স্ট্রাইক রেট বিপ্লব!

বাদ পড়া তাঁর জন্য নিয়মিত দৃশ্য। এখন তাঁকে হঠাৎ হঠাৎ ডাকা হয়, এক দুই ম্যাচ খেলে আবার বাদ পড়েন। ঘরোয়া ক্রিকেটের অন্যতম সেরা এই পারফরমার আন্তর্জাতিক ক্রিকেটে বড্ড বেমানান।

টপ অর্ডারে স্ট্রাইক রেটের সমস্যা তাঁর চিরকালীন ইস্যু। এবার সেই এনামুল হক বিজয় জিম্বাবুয়ের ময়দানে স্ট্রাইক রেটের নতুন বিস্ময় রচনা করলেন।

জিম আফ্রো টি-টেন লিগে হারারে বোল্টসের বিপক্ষে তিন ছক্কা এবং একটি চারে ৬ বলে ২২ রান করেছেন এনামুল হক বিজয়। মানে স্ট্রাইক রেট প্রায় সাড়ে তিনশ’র ওপরে।

তারপরও শেষ রক্ষা হয়নি বুলাওয়ে ব্রেভস দলের। হেরেছে তিন উইকেটের ব্যবধানে। ম্যাচ সেরা হয়েছেন শ্রীলঙ্কার শিহান জয়াসুরিয়া। হারারে বোল্টস ১৪ বল বাকি থাকতেই পৌঁছে যায় জয়ের বন্দরে।

ফলে, বিজয় আক্ষেপ করতেই পারেন। যদিও, বিজয় এর আগের তিনটি ইনিংসেই ছিলেন ব্যর্থ। তিন ইনিংসের কোনোটাতেই দুই অংকের ঘরে পৌঁছাতে পারেননি।

বিজয় লম্বা সময় ধরে আছেন জাতীয় দলের বাইরে। চলতি বছরের মার্চে শ্রীলঙ্কার মাটিতে সর্বশেষ খেলেন ওয়ানডে ম্যাচ, এরপর বাদ পড়েন।

বিজয় দল থেকে এরও আগে বাদ পড়েছেন। বাদ পড়া তাঁর জন্য নিয়মিত দৃশ্য। এখন তাঁকে হঠাৎ হঠাৎ ডাকা হয়, এক দুই ম্যাচ খেলে আবার বাদ পড়েন। ঘরোয়া ক্রিকেটের অন্যতম সেরা এই পারফরমার আন্তর্জাতিক ক্রিকেটে বড্ড বেমানান।

Share via
Copy link