স্বার্থকতাহীন বিচিত্র নামকরণ

বাঘ থেকে সিংহ, জেব্রা থেকে কোবরা - কী একটা ভয়াল জগত নিয়ে লেখাটা শুরু করলাম। অবশ্য আতঙ্কিত হওয়ার কিছু নেই। শিশু থেকে বৃদ্ধ সবাইই তো চিড়িয়াখানার খাঁচায় বন্দী বাঘ সিংহ দেখে পুলকিত হন। শিশুরা আবার নির্জলা কণ্ঠে বলে ফেলে, ওমা! এতো ইয়া বড় প্রাণী। তাই বনের বাঘ সিংহ ফাঁকা মাঠে এসে গরু ছাগলের মতো বিচরণ করছে, হিংস্র ভাবে ছুটে আসছে আমাদের দিকে- এমন ভাবনা না হয় কল্পনার ফ্রেমেই থাকুক।

বাঘ থেকে সিংহ, জেব্রা থেকে কোবরা – কী একটা ভয়াল জগত নিয়ে লেখাটা শুরু করলাম। অবশ্য আতঙ্কিত হওয়ার কিছু নেই। শিশু থেকে বৃদ্ধ সবাইই তো চিড়িয়াখানার খাঁচায় বন্দী বাঘ সিংহ দেখে পুলকিত হন। শিশুরা আবার নির্জলা কণ্ঠে বলে ফেলে, ওমা! এতো ইয়া বড় প্রাণী। তাই বনের বাঘ সিংহ ফাঁকা মাঠে এসে গরু ছাগলের মতো বিচরণ করছে, হিংস্র ভাবে ছুটে আসছে আমাদের দিকে- এমন ভাবনা নাহয় কল্পনার ফ্রেমেই থাকুক।

তবে, এ সব প্রাণীর নাম আবার বিভিন্ন ক্ষেত্রে আমাদের মুখ্য ভাষায় বিশেষণ হিসেবে ব্যবহার হয়। নাল্টুর বন্ধু বল্টু স্কুলের এক ক্রিকেট ম্যাচে শেষ বলে ছক্কা মেরে জিতিয়ে দিল। বন্ধু বল্টুর কাছে গিয়ে নাল্টু বলল, বাঘের মতো খেলেছিস ভাই! যে বাঘ নিয়ে ভয়, সেই আমরাই মানুষের অতি অসাধ্য কিছু সাধনে সাধুবাদ জানানোর জন্য ‘বাঘ’ শব্দটা ব্যবহার করি।

যা হোক, পশুদের নামের ব্যবহার যে ওখানেই আটকে নেই। মিশে গেছে আন্তর্জাতিক ক্রিকেটেও। বাংলাদেশকে বলা হয় টাইগার্স, শ্রীলঙ্কাকে বলা হয় লায়ন্স। আবার ওদিকে অস্ট্রেলিয়াকে বলা হয় ক্যাঙ্গারু, নিউজিল্যান্ডকে বলা হয় কিউই। কিন্তু এগুলো তো আর দলের অফিশিয়াল নাম না। তবে ফ্রাঞ্চাইজি ক্রিকেটে লিগ গুলোর প্রসারে ক্রিকেটে এখন ক্লাবগুলোর সংখ্যাও বাড়ছে। দলের নাম নির্বাচনে আবার আরেক কাঠি সরেস। দেখা মিলছে বিভিন্ন পশুর নাম। দলের ব্যাকগ্রাউন্ডের সাথে সম্পৃক্ততা নেই এমন প্রাণীর নামে রয়েছে বেশ কয়েকটি দল। তো এমন কিছু ক্লাবের নাম নিয়েই আজকের এই আয়োজন।

  • করাচি জেব্রাস

করাচিতে জেব্রার দেখাও মেলে না। করাচি আর জেব্রা- দুই নামেই বৈপরীত্য । তারপরও পাকিস্তানের ন্যাশনাল টি-টোয়েন্টি লিগে এই নামে দেখা গিয়েছিল একটা ক্লাবকে।

  • আমো শার্কস

আমো আফগানিস্তানে অবস্থিত একটা নদীর নাম। নদীর সাথে হাঙ্গরের মিশেলে নাম রেখে আফগানিস্তান টি-টোয়েন্টি লিগে খেলেছিল আমো শার্কস।

  • বরিশাল বুলস

বরিশাল নদীর অঞ্চল। বরিশালের সাথে ষাঁড়ের সম্পর্ক কোনকালেই ছিল না। তবুও বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল বরিশাল এই নামে খেলেছে বেশ কয়েকটা আসর।

  • কেপ কোবরাস

ভারতেই বেশি কোবরার দেখা মেলে। এ ছাড়া মিশরীয়, চীনা প্রজাতির কোবরার কথা শোনা যায়। কিন্তু আফ্রিকার এই শহরটার সাথে কোবরা নামটা কিভাবে মিশে গেল? পরে জানা গেল, কেপ টাউনে ৪০ প্রজাতির সাপের মধ্যে একটা প্রজাতির নামই, কেপ কোবরা!

  • হাবলি টাইগার্স

ভারতের কর্ণাটক প্রিমিয়ার লিগের দল হাবলি টাইগার্স। কিন্তু বাঘ নামটি যুক্ত হলো কেন? এর কারণটা অবশ্য অজানা নয়। এই দলের মালিক সুশী জিন্ডাল হলেন খুবই বন্যপ্রাণী প্রিয় লোক। আর তার প্রিয় প্রাণী বাঘ হওয়ার কারণেই দলের নাম রাখা হয় হাবলি টাইগার্স।

  • পাকিস্তান ঈগলেটস

পাকিস্তানের তরুণ ক্রিকেটারদের নিয়ে ১৯৫২ সালে এই নামে একটি দল তৈরি করেছিলেন আলভিন রবার্ট কর্ণেলিয়াস। ১৯৫৯ পর্যন্ত এ দলটি ক্রিকেট খেলার জন্য প্রতিবছর ইংল্যান্ডে সফর করত। তবে নামের সাথে ঈগলের নাম যুক্ত হওয়ার কারণ এখনো অজানা।

  • ফাতা চিতাস

ফাতা পাকিস্তানের একটি উপজাতীয় অঞ্চল। এর সাথে চিতার কোনো সম্পর্ক আদৌতেও নেই। ফাতা অঞ্চলে চিতার অস্তিত্বও নেই। ২০১৩ সালে পাকিস্তানের ঘরোয়া টূর্ণামেন্ট টি টুয়েন্টি কাপে অংশ নিয়েছিল ফাতা চিতাস নামের এই দলটি। যদিও ২০১৬ সালে এ দলটি ভেঙে যায়।

  • রাওয়ালপিন্ডি রামস

লস এঞ্জেল রামস নামে আমেরিকান একটা ফুটবল দল রয়েছে। ধারণা করা হয়, এই দলের সাথে মিল রেখে রাওয়ালপিণ্ডি রামস নামটি রাখা হয়। কারণ ঐতিহ্যগত দিক দিয়ে রামস পশুর সাথে পাকিস্তানের কোনো সম্পর্ক নেই।

  • কোয়েটা বিয়ারস

বণ্য বিড়াল, শিয়াল, হায়েনা, মার্খর কোয়েটা অঞ্চলের প্রধান প্রাণী। তাছাড়া আপেল, তরমুজ, অ্যান্ড, চেরিফলের শহরের একটা ক্রিকেট দলের নামের পাশে কিভাবে ভালুক যুক্ত হলো তা বেশ বিস্ময় জাগায়। যাহোক, কোয়েটা বিয়ারস নামের এ দলটি প্রতিষ্ঠিত হয়েছিল ২০০৪ সালে।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...