টি-টোয়েন্টিতেও ভারতের প্রতাপ

দলীয় ১০৬ রানে ব্যক্তিগত ৪১ বলে ১ ছক্কা ও ৭ চারে বিরাট ফিরলে চতুর্থ উইকেট হারায় ভার‍ত। ইনিংসের তখনো ৬ ওভার বাকি! এরপর ব্যাট হাতে তাণ্ডব চালান ঋষাভ পান্ত ও ভেঙ্কটেশ আইয়ার। পঞ্চম উইকেটে দু'জনে মিলে যোগ করেন ৩৫ বলে ৭৬ রানের বিধ্বংসী জুটি!

নিকোলাস পুরান, রভম্যান পাওয়েলের ব্যাটিং তাণ্ডবের পরেও ডেথ ওভারে ভুবনেশ্বর কুমার, হার্শাল প্যাটেলদের অসাধারণ বোলিং নৈপুণ্যে ওয়েস্ট ইন্ডিজকে ৮ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই ২-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতে নিলো ভার‍ত।

টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারিয়ে বিপাকে পড়ে ভার‍ত। ঈশান কিষাণ ফিরেন ২ রানে। এরপর রোহিত শর্মা ও বিরাট কোহলির ব্যাটে দ্বিতীয় উইকেটে ৪৯ রানে ভীত গড়ে ভারত। রোহিত ১৯ রানে ফিরলে দ্রুতই আউট হন সুরিয়াকুমার যাদবও। ৭২ রানেই ৩ উইকেট হারায় স্বাগতিক রা। তবে একপ্রান্ত আগলে রেখে ফিফটি তুলে নেন বিরাট কোহলি। দলীয় ১০৬ রানে ব্যক্তিগত ৪১ বলে ১ ছক্কা ও ৭ চারে বিরাট ফিরলে চতুর্থ উইকেট হারায় ভার‍ত। ইনিংসের তখনো ৬ ওভার বাকি! এরপর ব্যাট হাতে তাণ্ডব চালান ঋষাভ পান্ত ও ভেঙ্কটেশ আইয়ার। পঞ্চম উইকেটে দু’জনে মিলে যোগ করেন ৩৫ বলে ৭৬ রানের বিধ্বংসী জুটি!

ইনিংসের শেষ ওভারে ১৮ বলে ৩৩ রানের ক্যামিও শেষে আইয়ার ফিরলেও পান্তের অপরাজিত ২৮ বলে ৫২ রানে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৮৬ রান সংগ্রহ করে ভারত। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে রস্টন চেজ ২৫ রানে একাই নেন ৩ উইকেট।

জবাবে বিশাল লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ওপেনিং জুটিতে বলের সাথে পাল্লা দিয়ে ৩৪ রান তুলতে সক্ষম হয় ক্যারিবিয়ানরা। কাইল মায়ার্স ৯ রানে ফিরলে দ্বিতীয় উইকেট জুটিতে ব্রেন্ডন কিংয়ের সাথে ২৫ রানের জুটি গড়েন নিকোলাস পুরান। এরপর কিং ব্যক্তিগত ২২ রানে ফিরলে ৫৯ রানে ২ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ৯ ওভার শেষে দলের রান ২ উইকেটে মাত্র ৬০! এরপর ব্যাট হাতে ঝড় তুলেন পুরান ও রভম্যান পাওয়েল। ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে মাত্র ২৮ বলে ফিফটি তুলে নেন পাওয়েল! আরেকপ্রান্তে ৩৪ বলে ফিফটির দেখা পান পুরান। দু’জনের ব্যাটে জয়ের স্বপ্ন দেখছিলো ওয়েস্ট ইন্ডিজ।

শেষ ৩ ওভারে দরকার ছিলো ৩৭ রানের। ১৮তম হার্শাল প্যাটেল দেন মাত্র ৮ রান। সেখান থেকে শেষ ২ ওভারে দরকার ২৯ রানের। ১৯ তম ওভারে ভুবনেশ্বর মাত্র ৪ রান দিয়ে পুরানের উইকেট নিলে ম্যাচ থেকে অনেকটাই ছিটকে যায় ওয়েস্ট ইন্ডিজ। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিলো ২৫ রানের। রভম্যান পাওয়েলের দুই ছক্কার পরেও ৮ রানের হারে ২-০ তে সিরিজ হার নিয়ে মাঠ ছাড়ে ক্যারিবীয়রা।

সংক্ষিপ্ত স্কোরঃ

ভারত – ১৮৬/৫ (২০ ওভার); পান্ত ৫২(২৮)*, বিরাট ৫২(৪১), আইয়ার ৩৩(১৮); চেজ ৪-০-২৫-৩, কটরেল ৩-১-২০-১।

ওয়েস্ট ইন্ডিজ – ১৭৮/৩ (২০ ওভার); পুরান ৬২(৪১), পাওয়েল ৬৮(৩৬)*, কিং ২২(৩০); ভুবনেশ্বর ৪-০-২৯-১, বিষ্ণয় ৪-০-৩০-১, চাহাল ৪-০-৩১-১।

ফলাফলঃ ভারত ৮ রানে জয়ী।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...