হীরকের রাজা আইপিএল!

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শুরু থেকেই বিশ্বের নামি-দামি ক্রিকেটাররা অংশ নিচ্ছেন এই ফ্র‍্যাঞ্চাইজি লিগে। এখন পর্যন্ত ১৪ আসর অনুষ্ঠিত হওয়া আইপিএলের জন্য অনেক ক্রিকেটারই জাতীয় দলের ম্যাচ থেকেও বিরতি নেন। এমনকি আইপিএলের খেলার সূচির সময় আন্তর্জাতিক ক্রিকেটে অনেক দলই খেলতে চায় না। টি-টোয়েন্টির যুগে বেশিরভাগ ক্রিকেটারেরই পছন্দের শীর্ষে এখন আইপিএল! আসন্ন ২০২২ আইপিএলেও বিশ্বের সেরা সেরা তারকাদের খেলতে দেখা যাবে একসাথে।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শুরু থেকেই বিশ্বের নামি-দামি ক্রিকেটাররা অংশ নিচ্ছেন এই ফ্র‍্যাঞ্চাইজি লিগে। এখন পর্যন্ত ১৪ আসর অনুষ্ঠিত হওয়া আইপিএলের জন্য অনেক ক্রিকেটারই জাতীয় দলের ম্যাচ থেকেও বিরতি নেন। এমনকি আইপিএলের খেলার সূচির সময় আন্তর্জাতিক ক্রিকেটে অনেক দলই খেলতে চায় না।

টি-টোয়েন্টির যুগে বেশিরভাগ ক্রিকেটারেরই পছন্দের শীর্ষে এখন আইপিএল! আসন্ন ২০২২ আইপিএলেও বিশ্বের সেরা সেরা তারকাদের খেলতে দেখা যাবে একসাথে।

  • ইংল্যান্ড

দিমিত্রি মাসকারেনহাস একমাত্র ইংলিশ ক্রিকেটার হিসেবে ২০০৮ আইপিএলের উদ্ভোধনী আসরে খেলেন। সেসময় অবশ্য ইংল্যান্ড অ্যান্ড ওয়ালশ ক্রিকেট বোর্ড অবশ্য তখন আইপিএলে ক্রিকেটারদের পাঠাতে রাজী ছিলো না। মাসকারেনহাস কেন্দ্রীয় চুক্তিতে না থাকায় সেবার খেলার সুযোগ পায়।

আইপিএলের ১৫ তম আসরে এবার মোট ১১জন ইংলিশ ক্রিকেটার দল পেয়েছে। দু’জনকে তাঁদের ফ্র‍্যাঞ্চাইজি রিটেইন করে। তবে অ্যাশেজকে প্রাধান্য দিয়ে অনেকেই আইপিএলকে না বলে লাল বলের ক্রিকেটে বেশি প্রাধান্য দিচ্ছেন। আসন্ন আইপিএলে দেখা যাবে না ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকসকে। কারণ লাল বলের ক্রিকেটে সেরাটা দিতে আপাতত আইপিএলে খেলবেন না তিনি।

অপরদিকে, সাদা বলের ক্রিকেটে ইংলিশ অধিনায়ক ইয়ন মরগ্যান গেলো আসরের আইপিএলে খেলতে বলেন, ‘আমরা আইপিএলকে ব্যবহার করছি ক্রিকেটারদের উন্নয়নে।’ এমনকি এবারের আসরের আইপিএলের সময় কোনো আন্তর্জাতিক ম্যাচের সূচি নেই ইংল্যান্ডের!

২০২২ আইপিএলে ইংল্যান্ডের ক্রিকেটার

জনি বেয়ারস্টো (পাঞ্জাব কিংস), বেনি হাওয়েল (পাঞ্জাব কিংস), ডেভিড উইলি (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু), লিয়াম লিভিংস্টোন (পাঞ্জাব কিংস), ক্রিস জর্ডান (চেন্নাই সুপার কিংস), স্যাম বিলিংস (কলকাতা নাইট রাইডার্স), তাইমাল মিলস (মুম্বাই ইন্ডিয়ান্স), জশ বাটলার (রাজস্থান রয়্যালস, রিটেইনড), মঈন আলী (চেন্নাই সুপার কিংস, রিটেইনড)। এছাড়া ২০২৩ আইপিএলে দেখা যাবে অ্যালেক্স হেলস (কলকাতা নাইট রাইডার্স), জেসন রয় (গুজরাট লায়ন্স) ও মার্ক উডকে (লখনৌ সুপার জায়েন্ট)।

  • অস্ট্রেলিয়া

সম্প্রতি অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেন, ‘আইপিএল অবশ্যই গুরুত্বপূর্ণ একটি টুর্নামেন্ট। প্লেয়ারদের স্কিলের ঘাটতি পূরণ এবং সবদিক উন্নয়নে টি-টোয়েন্টির যুগে এটা অসাধারণ একটি প্ল্যাটফর্ম।’

যদিও আইপিএল ২০২২ এ প্রথম লেগে দেখা যাবে না অনেক অজি ক্রিকেটারকেই। পাকিস্তান সফরে থাকায় প্রত্যেককেই পুরো সিরিজে অংশ নিতে হবে।

সিরিজ শেষ হবার আগে চুক্তিবদ্ধ কোনো ক্রিকেটারই আইপিএলে যোগ দিতে পারবে না বলে জানানো হয় ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) থেকে। যদিও পাকিস্তান সফর শেষে বাকি সময়টা আইপিএলে কাটাবেন দল পাওয়া ক্রিকেটাররা। কারণ আইপিএল শেষ হবার আগ অবধি আর কোনো আন্তর্জাতিক সিরিজ নেই অজিদের!

২০২২ আইপিএলে অস্ট্রেলিয়ার ক্রিকেটার

প্যাট কামিন্স (কলকাতা), জশ হ্যাজেলউড (আরসিবি), ডেভিড ওয়ার্নার (দিল্লি ক্যাপিটালস), নাথান এলিস (পাঞ্জাব), শন অ্যাবোট (হায়দ্রাবাদ), জ্যাসন বেহেনড্রফ (আরসিবি), মিশেল মার্শ (দিল্লি), ম্যাথু ওয়েড (গুজরাত), নাথান কুলটার-নাইল (রাজস্থান), রিলি মেরিডিথ (মুম্বাই), ড্যানিয়েল স্যামস (মুম্বাই), অ্যারন ফিঞ্চ (কলকাতা), গ্লেন ম্যাক্সওয়েল (আইসিবি, রিটেইনড) ও মার্কাস স্টোয়েনিস (লখনৌ)।

  • দক্ষিণ আফ্রিকা

ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) থেকে আইপিএলের এবারের আসরের জন্য প্লেয়ারদেরকে পূর্ণ স্বাধীনতাই দেওয়া হয়েছে। আইপিএলে দল পাওয়া ক্রিকেটাররা চাইলে সেসময় বাংলাদেশের বিপক্ষে অনুষ্ঠিতব্য টেস্ট সিরিজ থেকে ছুটি নিয়ে আইপিএলে যোগ দিতে পারবেন।

যদিও দক্ষিণ আফ্রিকার টেস্ট অধিনায়ক ডিন এলগার বলেছেন, ‘জাতীয় দলকে প্রাধান্য দেওয়া উচিত। কারণ জাতীয় দলের জন্যই তারা আইপিএলে দল পেয়েছে।’ তবে এলগারের মতামত ছাপিয়ে প্রোটিয়া ক্রিকেটারদের বড় অংশই আইপিএলকে বেছে নিয়েছে। দল পাওয়া প্রায় সব ক্রিকেটারই বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজকে বাদ দিয়ে খেলবেন আইপিএলে!

২০২২ আইপিএলে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার

মারকো জানসেন (হায়দ্রাবাদ), এইডেন মার্করাম (হায়দ্রাবাদ), লুঙি এনগিডি (দিল্লি), কাগিসো রাবাদা (পাঞ্জাব), রসি ভ্যান ডার ডাসেন (রাজস্থান), ডোয়াইন প্রিটোরিয়াস (চেন্নাই), ডেভিড মিলার (গুজরাত), দেওয়াল্ড ব্রেভিস (মুম্বাই), কুইন্টন ডি কক (লখনৌ), ফাফ ডু প্লেসিস (আরসিবি), আনরিচ নর্কে (দিল্লি, রিটেইনড)

  • ওয়েস্ট ইন্ডিজ

বেশিরভাগ সময়ই দেখা যায় জাতীয় দল থেকে ফ্র‍্যাঞ্চাইজি লিগকে বেশি প্রাধান্য দিয়ে থাকে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা। ২০২২ আইপিএলের আগে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শেষ হবে ২৮ মার্চ।

জাতীয় দলের সার্ভিসে থাকায় শুরুর ২-১ ম্যাচ মিস করবেন জেসন হোল্ডার, কাইল মেয়ার্স ও আলজারি জোসেফ। তবে কায়রন পোলার্ড, নিকোলাস পুরান সহ দল পাওয়া বাকি ক্যারিবীয় ক্রিকেটাররা শুরু থেকেই থাকবেন এবারের আসরে।

২০২২ আইপিএলে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার

শারফেন রাদারফোর্ড (আরসিবি), ফেবিয়ান অ্যালেন (মুম্বাই), এভিন লুইস (লখনৌ), ওডিন স্মিথ (পাঞ্জাব), ওবেড ম্যাকয় (রাজস্থান), রোমারিও শেফার্ড (হায়দ্রাবাদ), রভম্যান পাওয়েল (দিল্লি), ডমিনিক ড্র‍্যাকস (গুজরাত), নিকোলাস পুরান (হায়দ্রাবাদ), ডোয়াইন ব্রাভো (চেন্নাই), শিমরন হেটমায়ার (রাজস্থান), কাইল মায়ার্স (লখনৌ), জেসন হোল্ডার (লখনৌ), আলজারি জোসেফ (গুজরাট), সুনিল নারাইন (কলকাতা, রিটেইনড), আন্দ্রে রাসেল (কলকাতা, রিটেইনড), কায়রন পোলার্ড (মুম্বাই, রিটেইনড)।

  • নিউজিল্যান্ড

২০১০ সাল থেকেই আইপিএল সহ ফ্র‍্যাঞ্চাইজি লিগ গুলোতে খেলতে ক্রিকেটারদের অনুমতি দেয় নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। আসন্ন ২০২২ আইপিএলের আগে নেদারল্যান্ডসের বিপক্ষে সাদা বলের সিরিজ থাকলেও আইপিএলে দল পাওয়া ক্রিকেটাররা খেলবেন না ওই সিরিজে! অবশ্য ক্রিকেটারদের এমন সিদ্ধান্তে মত দিয়েছেন কোচ গ্যারি স্টিডও।

২০২২ আইপিএলে নিউজিল্যান্ডের ক্রিকেটার

কেন উইলিয়ামসন (হায়দ্রাবাদ, রিটেইনড), ড্যারেল মিশেল (রাজস্থান), জেমস নিশাম (রাজস্থান), ট্রেন্ট বোল্ট (রাজস্থান), টিম সাউদি (কলকাতা), টিম সেইফার্ট (দিল্লি), ফ্লেন ফিলিপস (হায়দ্রাবাদ), ফিন অ্যালেন (আরসিবি), অ্যাডাম মিলনে (চেন্নাই), মিশেল স্যান্টনার (চেন্নাই), ডেভন কনওয়ে (চেন্নাই) ও লকি ফার্গুসন (গুজরাট)।

  • আফগানিস্তান

খুব বেশি দ্বিপাক্ষিক সিরিজ না থাকায় আইপিএলে সহজেই খেলার অনুমতি পায় আফগান ক্রিকেটাররা। জুলাইয়ের আগে কোনো সিরিজ না থাকায় আইপিএলে দল পাওয়া সব ক্রিকেটাররা শুরু থেকেই খেলবেন এবারের আসরে। এবারে দল পেয়েছেন মোট পাঁচ আফগান ক্রিকেটার।

২০২২ আইপিএলে দল পাওয়া আফগান ক্রিকেটার

রশিদ খান (গুজরাট), নুর আহমেদ (গুজরাত), রহমানুল্লাহ গুরবাজ (গুজরাট), মোহাম্মদ নবী (কলকাতা) ও ফজলহক ফারুকী (হায়দ্রাবাদ)।

  • শ্রীলঙ্কা

ভার‍তের বিপক্ষে সিরিজের পর আগামী জুনে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের আগ মূহুর্তে বাকি সময়টা খালি থাকায় লঙ্কান ক্রিকেটাররাও এবারের আসরের শুরু থেকেই খেলবেন। এবারের আসরে দল পেয়েছে ছয় লঙ্কান ক্রিকেটার।

২০২২ আইপিএলে দল পাওয়া শ্রীলঙ্কা ক্রিকেটার

চামিকা করুনারত্নে (কলকাতা), ভানুকা রাজাপাকশে (পাঞ্জাব), মাহিশ থিকশানা (চেন্নাই), দুশমন্ত চামিরা (লখনৌ) ও ওয়ানিন্দু হাসারাঙ্গা (আরসিবি)।

  • বাংলাদেশ

এবারের আসরের আইপিএলে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে দল পেয়েছেন তারকা পেসার মুস্তাফিজুর রহমান। সাদা পোশাকে না খেলায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষেই নতুন ঠিকানা দিল্লি ক্যাপিটালসে যোগ দিবেন মুস্তাফিজ।

লখনৌ সুপার জায়ান্ট থেকে ডাক পেয়েছিলেন তাসকিন আহমেদ। কিন্তু, তাঁর জন্য দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট খেলা বাঁধাগ্রস্ত হত। তাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাঁকে আইপিএলের জন্য ছাড়েনি।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...