কোচের অভাব বোধ করছেন না জাহানারারা

গত মার্চে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন জাহানারা-সালমারা। করোনা প্রকোপের কারণে এরপর আর মাঠে নামা হয়নি নারী ক্রিকেটারদের। এমন কি এই সময় অনুশীলনেরও সুযোগ হয়নি তাঁদের। যার কারণে শারীরিক ও মানসিক ভাবে পিছিয়ে পড়েছেন নারী ক্রিকেটাররা।

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ব্যর্থতার পর প্রধান কোচ আঞ্জু জেইনের সাথে আর চুক্তি নবায়ন করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত মার্চে ভারতীয় কোচ আঞ্জু জেইন চলে যাওয়ার পর থেকেই শূন্য ছিলো বাংলাদেশ নারী ক্রিকেট দলের প্রধান কোচের আসন। অবশেষে গত বছরের ডিসেম্বরে ইংল্যান্ডের সাবেক কোচ মার্ক রবিনসনকে নারী ক্রিকেট দলের প্রধান কোচ হিসাবে নিয়োগ দেয়া প্রায় চূড়ান্ত করে ফেলে বিসিবি। তবে, ব্যক্তিগত কারণ দেখিয়ে রবিনসন আসেননি বাংলদেশে।

গত মার্চে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন জাহানারা-সালমারা। করোনা প্রকোপের কারণে এরপর আর মাঠে নামা হয়নি নারী ক্রিকেটারদের। এমন কি এই সময় অনুশীলনেরও সুযোগ হয়নি তাঁদের। যার কারণে শারীরিক ও মানসিক ভাবে পিছিয়ে পড়েছেন নারী ক্রিকেটাররা।

আগামী ৪ এপ্রিল থেকে দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দলের বিপক্ষে শুরু হবে বাংলাদেশ নারী দলের ওয়ানডে সিরিজ। ক্রিকেটারদের শারীরিক ও মানষিক ভাবে চাঙ্গা করতে তাই কোচ নিয়োগ দেওয়ার পরই ৩ জানুয়ারি থেকে সিলেটে প্রস্তুতি ক্যাম্প শুরু করে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে প্রায় দুই মাস আগে প্রস্তুতি ক্যাম্প শুরু হলেও এখনো দলের সাথে যোগ দেননি কোচ মার্ক রবিনসন।

প্রধান কোচ প্রস্তুতি ক্যাম্পে যোগ না দিলেও ব্যাটিং কোচ, বোলিং কোচ ও ফিল্ডিং কোচ যোগ দিয়েছেন দলের সাথে। আর সবার সমন্বয়ে করে কাজ করার কারণেই প্রধান কোচের অভাব বোধ করছেন না নারী দলের অলরাউন্ডার জাহানারা আলম। গনমাধ্যমের সাথে আলাপকালে তিনি জানিয়েছেন তাঁরা স্কিল অনুযায়ী কোচ পেয়েছেন এবং দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রস্তুতি নিচ্ছেন পরিকল্পনা অনুযায়ীই।

জাহানারা বলেন, ‘এটা আসলে সঠিক পরিকল্পনার ওপর নির্ভর করে, যে আমরা কি পরিকল্পনা পাচ্ছি এবং কি ধরণের অনুশীলন করছি। আমার মনে হয় না যে এখানে প্রধান কোচের কোন অভাব আমরা দেখতে পাচ্ছি। এটা আসলেই পুরোটা বোর্ডের ব্যাপার। আমাদের সহকারী কোচ আছেন, আমাদের স্কিল অনুযায়ী কোচও দেয়া হয়েছে।’

এই অলরাউন্ডার আরো বলেন, ‘যেমন সিলেটে আমাদের সঙ্গে নির্বাচক এবং ম্যানেজার মঞ্জু ভাই ছিলেন। উনি যেহেতু একজন পেস বোলার ছিলেন। তিনি কাজ করেছেন বিশেষ করে পেস বোলারদের নিয়ে। এখানে আসার পরে দেখা যাচ্ছে ব্যাটিং কোচ আছেন শানু স্যার, স্পিন বোলিং কোচ ওয়াহেদ গণি স্যার। তাই সবকিছু মিলিয়ে বলতে পারেন যে আমরা মোটামুটি ভালোই পরিকল্পনা অনুযায়ী চলছি।’

প্রস্তুতি ক্যাম্পে রবিনসনের অবর্তমানে প্রধান কোচ হিসাবে দায়িত্ব পালন করছেন নারী দলের সহকারী কোচ ফয়সাল হোসেন ডিকেন্স। নারী দলের নির্বাচক ও ম্যানেজার মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম কাজ করছেন পেসারদের নিয়ে এবং স্পিনারদের দায়িত্বে রয়েছেন ওয়াহিদুল গণি। এছাড়া ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধায়নে রয়েছেন বিসিবির গেম ডেভলপমেন্ট বিভাগ।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...