বিশ্বকাপের নতুন রাজা!

বিরাট কোহলি এখন টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্ব কালের সর্বোচ্চ রান সংগ্রাহক। সুপার টুয়েলভের ম্যাচে অ্যাডিলেড ওভালে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে চলাকালে খেলা ইনিংসে তিনি শ্রীলঙ্কান গ্রেট মাহেলা জয়াবর্ধনে (১০১৬ রান) অতিক্রম করে সর্বোচ্চ রান সংগ্রাহক এর তালিকায় চূড়ায় ওঠেন।

বিরাট কোহলি এখন টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রাহক। সুপার টুয়েলভের ম্যাচে অ্যাডিলেড ওভালে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে চলাকালে খেলা ইনিংসে তিনি শ্রীলঙ্কান গ্রেট মাহেলা জয়াবর্ধনে (১০১৬ রান) অতিক্রম করে সর্বোচ্চ রান সংগ্রাহক এর তালিকায় চূড়ায় ওঠেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন অবধি কোহলি ২৩ ইনিংসে এই রেকর্ড এর মালিক হন। কোহলির রান এখন ১০৬৫ রান। যেখানে মাহেলা জয়াবর্ধানে ১০১৬ করতে খেলেন ৩১ ইনিংস।

আজ অ্যাডিলেডে, কোহলি নিজের ইনিংসের ১৩ তম বলে বাংলাদেশি পেসার বোলার তাসকিন আহমেদ কে ডিপ মিড উইকেটে ফ্লিক করে এক রান নেয়ার পথে এই রেকর্ড এর মালিক হন। এই রেকর্ড গড়তে কোহলি ১৩ টি হাফ সেঞ্চুরি করেন।

কোহলির এটা পঞ্চম টি- টোয়েন্টি বিশ্বকাপ। যেমনটা বলা হল, যেখানে ২৩ ইনিংসের ১৩ টি ইনিংসই রয়েছে পঞ্চাশোর্ধ। অবশ্য বলের হিসেবে  কোহলি  দ্বিতীয় দ্রুততম। এখানে তার প্রতিদ্বন্দ্বী হিসেবে মাহেলা জয়াবর্ধানে এগিয়ে রয়েছেন (৭৫৪ বল)। যেখানে কোহলি খেলেছেন ৭৭৩ বল।

কোহলি তার প্রথম বিশ্বকাপ খেলে ২০১২ সালে। যেখানে সে ১৮৫ রান করে। ওপরদিকে ২০১৪  এবং ২০১৬ সালে কোহলি দুই টুর্নামেন্টই ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হোন। ২০১৪ সালে কোহলি টুর্নামেন্ট এর সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন এবং ২০১৬ সালে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন।

কোহলি এবার ৮৪৫ রান নিয়ে অস্ট্রেলিয়া বিশ্বকাপ  এ যাত্রা শুরু করেন। পাকিস্থান এবং নেদারল্যান্ডসের বিপক্ষে টানা দুটো হাফ সেঞ্চুরি এবং বাংলাদেশের বিপক্ষে চলমান ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সে একে একে তার প্রতিদ্বন্দ্বী দের কে পেছনে ফেলে সর্বোচ্চ রান সংগ্রাহক এর তালিকার চূড়ায় উঠে বসেন।

তালিকার দ্বিতীয় স্থানে আছেন মাহেলা জয়াবর্ধানে (১০১৬ রান)। তৃতীয় স্থানে ক্রিস গেইল ৩১ ইনিংসে (৯৬৫ রান)। চতুর্থ স্থানে রোহিত শর্মা ৩৪ ইনিংসে (৯২১ রান)। এবং পঞ্চম স্থানে রয়েছেন তিলকারত্নে দিলশান ৩৪ ইনিংসে ( ৮৯৭ রান)।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...