Social Media

Light
Dark

এমবাপ্পের তোপের মুখে চ্যাম্পিয়ন্স লিগ খেলতেই পারবে না পিএসজি!

হাঁটে হাড়ি ভেঙে দেওয়ার মত খবর হল, ফরাসি লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজির কাছে ৫৫ মিলিয়ন পাওনা দাবি করেছে এমবাপ্পে। তবে জানা গেছে, তাকে ৩৬ মিলিয়ন সাইনিং বোনাস এবং তার শেষ তিন মাসের বেতন এবং এপ্রিল-জুনের সময়ের জন্য একটি ‘এথিক্স বোনাস’ দেওয়া হবে। এখন ফরাসী গণমাধ্যম লা মন্ডে দাবি করেছে এমবাপ্পের আইনজীবীরা বকেয়ার বিষয়টি এলএফপি-এর আইনি কমিটি এবং ফরাসি ফুটবল ফেডারেশনের মধ্যস্থতার মাধ্যমে ইউরোপের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার কাছে উল্লেখ করেছেন। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে এলএফপি’’র আইনি কমিটি পিএসজির উপর ট্রান্সফার নিষেধাজ্ঞা আরোপ করতে পারে।

কিলিয়ান এমবাপ্পে চলে যাওয়ার সাথে সাথেই বিপদ শুরু হল পিএসজির। সেটা এতটাই যে, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলা তাঁদের জন্য এখন অনেকটাই হুমকির মুখে চলে গেছে।

ফরাসি ফুটবলার কিলিয়ান এমবাপ্পে যিনি সম্প্রতি পিএসজি থেকে রিয়াল মাদ্রিদে নিজের ট্রান্সফার নিশ্চিত করেছেন। ইতোমধ্যে মাদ্রিদের হয়ে মাঠেও নেমেছেন তিনি। কিলিয়ান এমবাপ্পে পিএসজির বিরুদ্ধে উয়েফা এবং পেশাদার ফুটবলারদের সংগঠন এলএফপি’র দরবারে অভিযোগও করেছেন।

তাঁর দাবি, ৫৫ মিলিয়ন ইউরো বকেয়া বেতন পরিশোধ করেনি প্যারিস সেইন্ট জার্মেইন। ফরাসী এই গ্রেটের অভিযোগের প্রেক্ষিতে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বহিষ্কারের সম্ভাব্য ঝুঁকিতে রয়েছে পিএসজি।

কি এমন হয়েছিল যে এই বিশ্বকাপ জয়ী তারকা চুক্তিতে শেষ পর্যায়ে গিয়ে পিএসজি ছেড়ে দেন? যদিও এমবাপ্পে যোগ দেওয়ায় লা লিগা জায়ান্ট রিয়াল মাদ্রিদে আরেকটি নক্ষত্রের সংযোজন হয়েছে। পিএসজির সাথে সম্পর্ক ছিন্ন করলেও ২৫ বছর বয়সী এই ফুটবলার তার সাবেক কলিগদের সাথে যোগাযোগ রেখেছেন।

তবে, হাটে হাঁড়ি ভেঙে দেওয়ার মত খবর হল, ফরাসি লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজির কাছে ৫৫ মিলিয়ন পাওনা দাবি করেছে এমবাপ্পে। তবে জানা গেছে, তাকে ৩৬ মিলিয়ন সাইনিং বোনাস এবং তার শেষ তিন মাসের বেতন এবং এপ্রিল-জুনের সময়ের জন্য একটি ‘এথিক্স বোনাস’ দেওয়া হবে।

এখন ফরাসী গণমাধ্যম লা মন্ডে দাবি করেছে, এমবাপ্পের আইনজীবীরা বকেয়ার বিষয়টি এলএফপি-এর আইনি কমিটি এবং ফরাসি ফুটবল ফেডারেশনের মধ্যস্থতার মাধ্যমে ইউরোপের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার কাছে উল্লেখ করেছেন। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে এলএফপি’’র আইনি কমিটি পিএসজির উপর ট্রান্সফার নিষেধাজ্ঞা আরোপ করতে পারে।

আর এমবাপ্পে এই মামলায় উয়েফাকে যুক্ত করার ফলে, তারা মহাদেশীয় প্রতিযোগিতায় উক্ত ক্লাবের লাইসেন্স বাতিল করার অধিকার রাখে। যায় ফলাফল গিয়ে দাঁড়াবে এমবাপ্পের সাথে বিষয়টি মিটমাটে না পৌঁছালে পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ খেলা সম্ভবত হুমকির মুখে পড়বে।

Share via
Copy link