Social Media

Light
Dark

চূড়ান্ত বিসিসিআইয়ের নতুন সচিব

ক্রিকেট প্রশাসক হিসেবে প্রয়াত বিজেপি নেতা অরুন জেটলির ছেলে রোহান জেটলি নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন। দিল্লীর ক্রিকেটে তিনি সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। তারা সম্প্রতি দিল্লী প্রিমিয়ার লিগও শুরু করেছে। 

আইসিসির নতুন চেয়ারম্যান হিসেবে ভারতের জয় শাহর নাম ঘোরাফেরা করছে। একই সাথে এটাও প্রশ্ন উঠছে, আইসিসির মসনদে জয় শাহ বসলে ভারত সামলাবেন কে?

বর্তমান চেয়ারম্যান গ্রেগ বার্কলে তাঁর মেয়াদের শেষের দিকে রয়েছেন। এবার তাঁর মেয়াদ শেষের পর তাঁর আসনে কে বসবেন, সেটা নিয়ে মোটামুটি সিদ্ধান্ত হয়ে গিয়েছে। দায়িত্ব নিতে চলেছেন ভারতের জয় শাহ।

ফলে বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) জন্য নতুন সচিব খুঁজতে হবে ভারতের। এই জল্পনার মধ্যে উঠে এল রোহান জেটলির নাম। বর্তমানে দিল্লী জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি রোহান জেটলি। তিনি জয় শাহর জায়গায় বসতে পারেন বলে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে।

ক্রিকেট প্রশাসক হিসেবে প্রয়াত বিজেপি নেতা অরুন জেটলির ছেলে রোহান জেটলি নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন। দিল্লীর ক্রিকেটে তিনি সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। তারা সম্প্রতি দিল্লী প্রিমিয়ার লিগও শুরু করেছে।

চেয়ারম্যান হওয়ার জন্য জয় শাহ আইসিসির বোর্ড থেকে সমর্থন পাচ্ছেন। ১৬ টি দেশের মধ্যে ১৫-টি সমর্থন পেয়েছেন তিনি। এই সংখ্যাটা দেখার পর তাঁকে ‘অটোমেটিক চয়েজ’ বলাই যায়। পরের চেয়ারম্যান হওয়ার জন্য তালিকায় অন্য কোনো নাম নেই। তবে, চূড়ান্ত সিদ্ধান্ত হবে ভোটাভুটির মধ্য দিয়ে।

২৭ তারিখের মধ্যে চেয়ারম্যান হতে নিজেদের আবেদনপত্র জমা দিতে হবে। জয় শাহ এই যাত্রায় টিকে গেলে তিনি মাত্র ৩৬ বছর বয়সে আইসিসির সর্বোচ্চ চেয়ারে বসবেন। এটাও একটা রেকর্ড!

Share via
Copy link