প্রতারণায় শচীনের ছবি ব্যবহার, জরুরী মামলা

আর সেই বিশ্বাসের জায়গাটার অপব্যবহার করেছে কোন এক দুষ্টচক্র। তারা শচীন টেন্ডুলকারের নাম, ছবি এমনকি কণ্ঠ নকল করে চালাচ্ছে প্রচারণা।

ক্রিকেট বিশ্বের মহাতারকা কে? এমন প্রশ্নের পরই চোখের সামনে ভেসে ওঠার কথা শচীন টেন্ডুলকারের ছবি। বিশেষ করে শতক হাঁকানোর পর আকাশ পানে দু’হাত তুলে দেওয়া দৃশ্যটাই সবচেয়ে বেশি মনে পরার কথা। তেমনটাই হবার কথা।

ভারত ক্রিকেট তো বটেই বিশ্ব ক্রিকেটের এক উজ্জ্বলতম নক্ষত্র তিনি। ভারতের কোটি ক্রিকেট ভক্তের ভরসার জায়গা আস্থার জায়গা। বহুকাল ধরে ক্রিকেটের ময়দানে নিজের সক্ষমতার আর একাগ্রতা দিয়ে তিনি ভারত ক্রিকেটকে আগলে রেখেছেন। তাইতো তার প্রতি অগাধ ভরসা ভারতীয় সাধারণ মানুষের।

আর সেই বিশ্বাসের জায়গাটার অপব্যবহার করেছে কোন এক দুষ্টচক্র। তারা শচীন টেন্ডুলকারের নাম, ছবি এমনকি কণ্ঠ নকল করে চালাচ্ছে প্রচারণা। সবচেয়ে ভয়ানক বিষয় হচ্ছে, সেটি কোন এক বেনামী ঔষধ কোম্পানির প্রচারণা।

ঔষধ বেশ ভয়ানক। কখনো এটা করে তুলতে পারে নেশাগ্রস্ত কখনো আবার কেড়ে নিতে পারে প্রাণ। এমন এক স্পর্শকাতর প্রতিষ্ঠানের প্রচারণায় ব্যবহার করা হচ্ছে শচীনকে। তবে চিন্তার বিষয় হচ্ছে, শচীন এই বিষয়ে অবগত নন। তার সাথে কোন ধরণের চুক্তি করা হয়নি। এমনকি তাকে এই বিষয়ে অবহিত করা হয়নি।

এমনকি শচীনের নামে খোলা হয়েছে ওয়েবসাইট। বাহ্যিক আবরণে দেখে মনে হয়ে এটা শচীনেরই কোন অনলাইন প্রতিষ্ঠান। তবে এমন কোন কিছুই শচীন করেননি বলে জানিয়েছে শচীনের সহকারীরা। শচীনের ব্যক্তিগত সহকারী থানায় মামলা করেছেন এই বিষয়ে।

অজ্ঞাত ব্যক্তিদের নামে ভারতীয় আইনের ৪২০ (প্রতারণা), ৪৬৫ (জালিয়াতি), ৫০০ (মানহানি) ও তথ্য প্রযুক্তি ধারায় মামলা দায়ের করা হয়েছে। দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জনপ্রিয় ব্যক্তিদের সাথে বিভিন্ন প্রতিষ্ঠানের সম্পৃক্ততা সাধারণ মানুষদের উৎসাহিত করে সেই প্রতিষ্ঠানের সেবা গ্রহণ করতে। এমন কিছু অসাধু চক্র, মানুষের সেই বিশ্বাসকে কাজে লাগিয়ে অসৎ উপায়ে অর্থ উপার্জনের পন্থা খুঁজে নেয়। যা পরবর্তীতে ভয়ংকর সব পরিস্থিতির দিকে ঠেলে দেয়। তাতে আখেরে সম্মানহানী হয় শচীন টেন্ডুলকারদের মত বিখ্যাত ব্যক্তিদের।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...