পেলের পর গাভি

কিংবদন্তির পেলের নামের পরেই নিজের নাম লেখানো তো আর চাট্টিখানি কথা নয়। এবার ফুটবল বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বকনিষ্ঠ গোলদাতা হিসেবে রেকর্ড করলেন স্প্যানিশ তরকা গাভি।

কিংবদন্তি পেলে বিশ্বকাপের ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলদাতার রেকর্ডের অধিকারী। ১৯৫৮ সালে তিনি এই রেকর্ড করেছেন মাত্র ১৭ বছর বয়সে। আর কিংবদন্তির পেলের নামের পরেই নিজের নাম লেখানো তো আর চাট্টিখানি কথা নয়।

এবার ফুটবল বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বকনিষ্ঠ গোলদাতা হিসেবে রেকর্ড করলেন স্প্যানিশ তরকা গাভি। রেকর্ডকালে তাঁর বয়স হয়েছিল ১৮ বছর ১১০ দিন। পাশাপাশি স্পেনের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে বিশ্বমঞ্চে গোলের রেকর্ডটি নিজের দখলে নিলেন গাভি।

তরুণ এই তারকা ক্লাব ফুটবলে খেলেন বার্সেলোনার হয়ে। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে কোস্টারিকার বিপক্ষে ৭০ গোলের জয় পায় স্পেন। ম্যাচটিতে স্পেনের হয়ে পঞ্চম গোলটি করেছেন গাভি। ম্যাচের ৭৪ মিনিটে ফরোয়ার্ড এনরিকের পাস থেকে গোল করেন তরুণ তারকা গাভি।

এ গোলের সুবাদে ইতিহাসে জায়গা করে নিলেন গাভি। ম্যাচপরবর্তী সংবাদ সম্মেলনে রেকর্ডবুকে জায়গা করা প্রসঙ্গে গাভি বলেন, ‘অবশ্যই, এই তালিকায় (পেলের পরে) দ্বিতীয় হওয়াটা বেশ সম্মানের এবং আমি সত্যিই খুশি।’

তিনি আরও বলেন, ‘আমার কৃতিত্বের জন্য আমি খুশি। কিন্তু আমি যা নিয়ে সত্যিই সন্তুষ্ঠ তা হলো আমরা জিতেছি এবং একটি দুর্দান্ত খেলেছি। এভাবেই আমরা যেন এগিয়ে যাই।’

মজার ব্যাপার হলো গাভির জন্য এই ম্যাচটি বিশ্বকাপের অভিষেক ম্যাচ ছিল। ২০০৬ বিশ্বকাপে নিজ দেশের সেস্ক ফ্যাব্রিগাসের ইউক্রেনের বিপক্ষে সর্বকনিষ্ঠ গোলদাতার রেকর্ডটি ভাঙ্গেন গাভি। সেসময় সেস্ক ফ্যাব্রিগাসের বয়স ছিল ১৯ বছর। সেই রেকর্ডটি ভেঙ্গে নিজ দেশের ফুটবল ইতিহাসে নতুন মাইলফলক ছুঁলেন এই তরুণ ফুটবলার।

পথচলা তো সবে শুরু। যে ফুটবলার বিশ্বকাপ মঞ্চে অভিষেক করলেনই রেকর্ড ভেঙে, সেই ফুটবলার নি:সন্দেহে ফুটবলবিশ্বের উজ্জ্বল নক্ষত্র হিসবে নিজেকে প্রতিষ্ঠিত করবেন।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...