রবি শাস্ত্রী ও স্টুপিড ক্লজ

আসন্ন আইপিএলে প্রায় দীর্ঘ সময় পর ধারাভাষ্য দিবেন শাস্ত্রী। লম্বা একটা অপেক্ষার অবসান হবে অবশেষে। ভারতের প্রধান কোচের দায়িত্বে প্রায় পাঁচ বছর মাইক্রোফোন হাতে দেখা যায়নি সাবেক এই ক্রিকেটারকে। কারণ, বিসিসিআইয়ের নিয়ম। বোর্ডের স্বার্থ সংঘাত জনিত কিছু নিয়মের কারণেই জাতীয় দলের কোচ থাকাকালীন আইপিএলে ধারাভাষ্য দিতে পারেননি তিনি। আর,  শাস্ত্রীর মতে এই নিয়মটা রীতিমত উদ্ভট। এখন আর বোর্ডের সাথে সম্পর্ক নেই  শাস্ত্রীর। তাই, ধারাভাষ্যে ফিরতেও কোনো সমস্যা নেই।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫ তম আসর যখন দরজায় কড়া নারছে ঠিক তখনই আলোচনায় রবি শাস্ত্রী। সাবেক এই ভারতের হেড কোচ বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) স্বার্থ সংঘাত নিয়মকে ‘স্টুপিড’ হিসেবে আখ্যা দিয়েছেন।

আসন্ন আইপিএলে প্রায় দীর্ঘ সময় পর ধারাভাষ্য দিবেন শাস্ত্রী। লম্বা একটা অপেক্ষার অবসান হবে অবশেষে। ভারতের প্রধান কোচের দায়িত্বে প্রায় পাঁচ বছর মাইক্রোফোন হাতে দেখা যায়নি সাবেক এই ক্রিকেটারকে। কারণ, বিসিসিআইয়ের নিয়ম। বোর্ডের স্বার্থ সংঘাত জনিত কিছু নিয়মের কারণেই জাতীয় দলের কোচ থাকাকালীন আইপিএলে ধারাভাষ্য দিতে পারেননি তিনি। আর,  শাস্ত্রীর মতে এই নিয়মটা রীতিমত উদ্ভট। এখন আর বোর্ডের সাথে সম্পর্ক নেই  শাস্ত্রীর। তাই, ধারাভাষ্যে ফিরতেও কোনো সমস্যা নেই।

ক্রিকেট ক্যারিয়ার শেষে ধারাভাষ্যকার হিসেবেই বেশ সুনাম অর্জন করেছিলেন ভারতের সাবেক এই হেড কোচ। ২০১৭ সালে ভারত জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর থেকে আর ধারাভাষ্যকার হিসেবে মাইক্রোফোন হাতে দেখা যায়নি তাঁকে। এ ব্যাপারে এক সাক্ষাৎকারে শাস্ত্রী ভারতীয় সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) সামনে মুখ খোলেন।

তিনি বলেন, ‘আইপিএলের ১৫তম আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রথম এগারো আসরে ধারাভাষ্য দিয়েছি। বোর্ডের কিছু স্বার্থ সংঘাত নিয়মকে অনেক ধন্যবাদ। যার কারণে কয়েক মৌসুম ধারাভাষ্য দিতে পারিনি। বোর্ডের উদ্ভট ও স্টুপিড নিয়মের জন্যই এমন হয়েছে।’

৫৯ বছর বয়সী শাস্ত্রী লম্বা সময় ধরেই মাইক্রোফোন হাতে ধারাভাষ্য দিয়েছেন। তবে বিসিসিআই’র বেশ কিছু নিয়ম নীতির কারণে জাতীয় দলের কোচ থাকাকালীন ধারাভাষ্যকার হিসেবে আর নিজেকে প্রকাশ করতে পারেননি সাবেক এই ভারতীয় ক্রিকেটার। তবে এবারের আসরের আইপিএলে আবারও কমেন্ট্রি বক্সে দেখা যাবে সাবেক এই অলরাউন্ডারকে। প্রায় দীর্ঘসময় কমেন্ট্রি প্যানেলে না থাকতে পেরেই মূলত ক্ষোভ ঝাড়েন শাস্ত্রী।

বোর্ডের নিয়ম কানুন নিয়ে সমালোচনা করাটা শাস্ত্রীর জন্য এবারই প্ৰথম নয়। এর আগেও একাধিকবার বিসিসিআইয়ের নিয়ম-নীতি নিয়ে সমালোচনা করেছেন সাবেক এই ভারতীয় কোচ। গত ডিসেম্বরে এক সাক্ষাৎকারে শাস্ত্রী বলেন, ‘কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট’ – নিয়ম ডাস্টবিনে ছুঁড়ে ফেলা উচিত।’

শাস্ত্রীর সাথে এবারের আসরের ধারাভাষ্যকার হিসেবে দেখা যাবে মি. আইপিএল খ্যাত সুরেশ রায়নাকে। আইপিএলের ১৫ তম আসরের মেগা নিলামে কোনো দলই কিনতে আগ্রহ দেখায়নি সাবেক এই ভারতীয় তারকাকে। রায়নার ব্যাপারে শাস্ত্রী বলেন, ‘ আপনি তাঁকে মিস্টার আইপিএল ডাকতে পারেন, এতে শুধু আমি কেন আমরা কেউই অসম্মতি দেখাবো না। সে আইপিএলকে তুলে ধরেছে, ধারাবাহিকভাবে একটা দলের জন্য মৌসুমের পর মৌসুম খেলে গেছে। এই টুর্নামেন্টের অন্যতম সেরা স্কোরার এবং খেলোয়াড় সে।’

আসছে ২৬ মার্চ (শনিবার) মুম্বাইর ওয়াঙখেড়েতে আইপিএলের ১৫তম আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্স। এবারের আসরে স্টার স্পোর্টসের হয়ে হিন্দিতে কমেন্ট্রি করবেন রবি শাস্ত্রী।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...