অদ্ভুত হ্যাটট্রিক ত্রয়ী

ক্রিকেট মাঠের সবচেয়ে সম্মানের লড়াইটা টেস্ট ক্রিকেট। পাঁচ দিনের এক লড়াই, রেকর্ডের ছড়াছড়ি! এখন অবধি টেস্টে হ্যাট্রিকের সংখ্যা ৪৫টি। অর্থাৎ এই অনন্য কীর্তিতে নাম লিখিয়েছেন অনেক ক্রিকেটারই। তবে এদের মধ্যে কয়েকটি হ্যাটট্রিক এসেছে দুই ইনিংস মিলিয়ে!

ক্রিকেট মাঠের সবচেয়ে সম্মানের লড়াইটা টেস্ট ক্রিকেট। পাঁচ দিনের এক লড়াই, রেকর্ডের ছড়াছড়ি! এখন অবধি টেস্টে হ্যাট্রিকের সংখ্যা ৪৫টি। অর্থাৎ এই অনন্য কীর্তিতে নাম লিখিয়েছেন অনেক ক্রিকেটারই। তবে এদের মধ্যে কয়েকটি হ্যাটট্রিক এসেছে দুই ইনিংস মিলিয়ে!

দুই ইনিংস মিলিয়ে সর্ব প্রথম হ্যাটট্রিক শিকারী ছিলেন ক্যারিবিয়ান পেসার কোর্টনি ওয়ালশ। অবশ্য ১৯৯২ সালের ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার মধ্যকার প্রথম দুই টেস্টেই এমন অদ্ভুত দুইটি হ্যাটট্রিকের সাক্ষী হয় ক্রিকেট বিশ্ব।

  • কোর্টনি ওয়ালশ – ব্রিসবেন, ১৯৮৮

১৯৮৮ সালে ব্রিসবেন টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার শেষ উইকেট টনি ডডমাইডেকে শিকার করেন ওয়ালশ। এরপর দ্বিতীয় ইনিংসে বল করতে নেমে নিজের প্রথম দুই বলেই মাইক ভ্যালেটা ও গ্রায়েম উডকে ফিরিয়ে হ্যাট্রিক পূর্ণ করেন এই ক্যারিবিয়ান পেসার।

টানা তিন বলে তিন উইকেট না নিয়ে টেস্ট ইতিহাসে এটিই ছিল প্রথম হ্যাট্রিক! এর আগে টেস্টে ১৭ বার হ্যাট্রিক হলেও সবগুলোই ছিল সোজাসাপটা টানা তিন বলে তিন উইকেট। ওই টেস্টে নয় উইকেটের বড় জয় পায় ক্যারিবীয়রা।

  • মার্ভ হিউজ – পার্থ, ১৯৯২

১৯৮৮ সালের ওই সিরিজে ব্রিসবেন টেস্টে ওয়ালশের অদ্ভুত হ্যাটট্রিকের পর দ্বিতীয় টেস্টে পার্থে এর চেয়েও অদ্ভুত হ্যাট্রিক শিকার করেন অস্ট্রেলিয়ান পেসার মার্ভ হিউজ। এক ওভারের শেষ বলে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার কার্টলি অ্যামব্রোসকে ফেরান তিনি।

এরপর নিজের পরের ওভারের প্রথম বলে প্যাট্রিক প্যাটারসনকে আউট করে শিকার করেন নিজের টানা দ্বিতীয় উইকেট! প্রথম ইনিংসে ক্যারিবীয়রাও অল আউট। পরের ইনিংসে প্রথম ওভার করতে এসেই প্রথম বলে ক্যারিবীয় ওপেনার গর্ডন গ্রিনিজকে ফিরিয়ে অদ্ভুত হ্যাটট্রিক পূরণ করেন মার্ভ হিউজ! যদিও ওই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ জয় পায় ১৬৯ রানের বিশাল ব্যবধানে। যদিও, হ্যাটট্রিক নয়, মার্ভ হিউজ বিখ্যাত ছিলেন তাঁর বিচিত্র গোঁফ ও আরো বিচিত্র সব স্লেজিংয়ের কারণে।

  • জার্মেইন লওসন – ব্রিজটাউন, ২০০২

২০০২ সালে ব্রিজ টাউনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের হয়ে হ্যাট্রিক করেন জার্মেইন লসন। আরও একবার ক্রিকেট বিশ্ব সাক্ষী হয় অদ্ভুত এক হ্যাটট্রিকের। সিরিজের তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে ব্রেট লি ও স্টুয়ার্ট ম্যাকগিলকে ফিরিয়ে পর পর দুই বলে দুই উইকেট শিকার করেন ক্যারিবিয়ান পেসার জার্মেইন লওসন।

এরপরই হ্যাটট্রিক পূর্ণ হবার আগেই অজিরা প্রথম ইনিংস ঘোষণা করে ৯ উইকেটে ৬০৫ রানে। দ্বিতীয় ইনিংসে প্রথম ওভার করতে এসে প্রথম বলেই অজি ওপেনার জাস্টিন ল্যাঙ্গারকে ফিরিয়ে নিজের হ্যাট্রিক পূর্ণ করে লওসন! যদিও ওই ম্যাচে অজিরা জয় পায় নয় উইকেটের বড় ব্যবধানে।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...