রঙ্গনার সাথে আরো দুজন

ইতোমধ্যে তিন জনের চূড়ান্ত তালিকাও প্রস্তুত করেছে বোর্ড। তবে সেই তিন জনের নাম এখনো প্রকাশ করেনি বোর্ড। তবে, জানা গেছে এদের একজন হলেন শ্রীলঙ্কান কিংবদন্তি বাঁ-হাতি স্পিনার রঙ্গনা হেরাথ। তিনিই এগিয়ে আছেন। তাঁর সাথে আছেন এক পাকিস্তানি ও একজন ভারতীয়।

বাংলাদেশের স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টোরির সাথে যে আর চুক্তি নবায়ন করবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এটা অনেক আগে থেকেই নিশ্চিত ছিল। তাই তার পরিবর্তে গত দুই সিরিজে সোহেল ইসলামকে দায়িত্ব দিয়ে স্পিন বোলিং কোচ খুঁজছিল দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।

ইতোমধ্যে তিন জনের চূড়ান্ত তালিকাও প্রস্তুত করেছে বোর্ড। তবে সেই তিন জনের নাম এখনো প্রকাশ করেনি বোর্ড। তবে, জানা গেছে এদের একজন হলেন শ্রীলঙ্কান কিংবদন্তি বাঁ-হাতি স্পিনার রঙ্গনা হেরাথ। তিনিই এগিয়ে আছেন। তাঁর সাথে আছেন এক পাকিস্তানি ও একজন ভারতীয়।

বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান আজ (৩১ মে) গণমাধ্যমকে জানিয়েছেন উপমহাদেশের এই তিনজন খুব দ্রুতই ঢাকায় আসবেন। এরপর দলের সিনিয়র ক্রিকেটার ও কোচিং স্টাফের সাথে পরামর্শ করে চূড়ান্ত করা হবে এক জনকে।

তিনি বলেন, ‘স্পিন কোচ এশিয়া থেকে আসবে তিন জন। তার মধ্যে শ্রীলঙ্কান একজন আরেক জন ভারতের। অন্য একজন পাকিস্তানের। আমরা চেষ্টা করছি কথা বলতে এবং হয়তো কয়েক দিনের মধ্যে তারা এসে পৌঁছাবে। সেক্ষেত্রে আমরা দুই তিন দিনের মধ্যে সিনিয়র ক্রিকেটারদের পরামর্শটা নেই। ওদের কথা বার্তা আমরা নেই, কোচিং স্টাফ আছে, হেড কোচ আছে তাদের সঙ্গে আলোচনা করি আমরাও চিন্তা ভাবনা করি।’

এর আগে মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম জানিয়েছিলেন সোহেল ইসলামের সাথে আগের থেকেই জানা শোনা থাকার কারণে কাজ করতে সুবিধা হয় তাদের। তাই এই তিন জনের সাথে প্রতিযোগিতায় রয়েছেন দেশি কোচ সোহেল ইসলামও। সোহেলকে কোচ হিসাবে চাচ্ছেন দলের অনেকেই।

এ প্রসঙ্গে আকরাম খান বলেন, ‘এটা কোনো কিছু এখনো নিশ্চিত হয়নি। পছন্দ অপছন্দের বিয়যটা প্লেয়ারদের মধ্যে রয়ে গেছে এখনো আমাদের কোনো কিছু নিশ্চিত হয় নি। সত্যি কথা বলতে কি স্পিন কোচের ব্যাপারে আমাদের সোহেলকেও অনেক প্লেয়ার চাচ্ছে। তাই আমরা সবকিছু বিবেচনা করে এই সিদ্ধান্ত নেবো।’

ভেট্টোরির সাথে ১০০ দিনের চুক্তি করেছিলো বিসিবি। চুক্তির শর্ত ছিলো বিভিন্ন সময়ে বাংলাদেশের স্পিনারদের ১০০ দিন কোচিং করাবেন তিনি। শর্ত অনুযায়ী ২০১৯ সালের ২৬ সেপ্টেম্বর বাংলাদেশ দলের দায়িত্ব নিয়েছিলেন ভেট্টোরি। কিন্তু করোনা ও পারিবারিক কারণে বাংলাদেশ দলের সাথে বেশি কাজ করা হয়নি ভেট্টোরির।

ভেট্টোরি বাংলাদেশ দলের সাথে সর্বশেষ কাজ করেছেন নিউজিল্যান্ড সফরে। কোয়ারেন্টাইন জটিলতায় আগের সিরিজেও দলের সাথে ছিলেন না তিনি। তাকে পাওয়া কঠিন দেখেই আর তার প্রতি আগ্রহ দেখাচ্ছেনা বিসিবি। আকরাম খান জানিয়েছেন ভেট্টোরির পরিবর্তে যাকেই নিয়োগ দেওয়া হবে তাকে আগে দুই তিন সিরিজ দেখবেন তারা। ভালো করলে দীর্ঘমেয়াদে চুক্তি করা হবে।

আকরাম খান বলেন, ‘যে পরিস্থিতি তাতে তাকে এখন পাওয়া কঠিন। আর এ কারণেই তার ব্যাপারে আমরা আগ্রহ দেখাচ্ছিনা। আমরা বেশির ভাগ লং টার্ম চিন্তা করবো। তার মধ্যে কিছু ব্যাপার আছে। তালিকায় কিছু কোচ আছে যাদের আমরা ২-৩ টা সিরিজের জন্য নিয়ে দেখবো। যদি ভালো করে তবে আমরা কন্টিনিউ করবো।’

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...