রেকর্ডের হাতছানি, কোহলি ভার্সন

সহস্রদিন পার করেছেন সেঞ্চুরিহীন থেকে। তবে সে সব এখন অতীত। বহুদিন বাদে ওয়ানডেতে তিন অঙ্কের ম্যাজিকাল ফিগার স্পর্শ করার পরের ম্যাচেই পেলেন সেঞ্চুরি। ব্যাক টু ব্যাক ওয়ানডে সেঞ্চুরির মধ্য দিয়ে পৌঁছে গেলেন ৪৫ তম ওয়ানডে সেঞ্চুরিতে। বিশ্বরেকর্ড গড়তে আর ৫ টি সেঞ্চুরির অপেক্ষা। এ ছাড়া এ বছরেই আরো বেশ কিছু রেকর্ড স্পর্শ করার সামনে রয়েছেন কোহলি। চলুন দেখে নেওয়া যাওয়া সেই সব ভবিতব্য রেকর্ডগুলো। 

প্রায় এক দশকেরও বেশি সময় ধরে ব্যাট হাতে আলো ছড়াচ্ছিলেন। সেঞ্চুরির পর সেঞ্চুরি করে দুরন্ত গতিতে রেকর্ডবুকে এগিয়ে যাচ্ছিলেন। কিন্তু মাঝে সেই গতিটা থেমে গেল। করোনায় পৃথিবী আঁটকে গেল। একই সাথে আঁটকে গেল তাঁর রানবন্যাও। তবে আস্তে আস্তে আবারো ফিরতে শুরু করেছেন তিনি। ফিকে হয়ে আসা ক্যারিয়ার আবার আলোকিত হতে শুরু করেছে। বলছি বিরাট কোহলির কথা।

সহস্রদিন পার করেছেন সেঞ্চুরিহীন থেকে। তবে সে সব এখন অতীত। বহুদিন বাদে ওয়ানডেতে তিন অঙ্কের ম্যাজিকাল ফিগার স্পর্শ করার পরের ম্যাচেই পেলেন সেঞ্চুরি। ব্যাক টু ব্যাক ওয়ানডে সেঞ্চুরির মধ্য দিয়ে পৌঁছে গেলেন ৪৫ তম ওয়ানডে সেঞ্চুরিতে। বিশ্বরেকর্ড গড়তে আর ৫ টি সেঞ্চুরির অপেক্ষা। এ ছাড়া এ বছরেই আরো বেশ কিছু রেকর্ড স্পর্শ করার সামনে রয়েছেন কোহলি। চলুন দেখে নেওয়া যাওয়া সেই সব ভবিতব্য রেকর্ডগুলো।

  • ওয়ানডেতে সর্বোচ্চ সেঞ্চুরির মাইলফলক

ওয়ানডে ক্রিকেটে কেউই এখন পর্যন্ত সেঞ্চুরির হাফসেঞ্চুরি করতে পারেননি। শচীন টেন্ডুলকার এখন পর্যন্ত ৪৯ টি শতক নিয়ে এই তালিকায় শীর্ষে আছেন। কোহলির সামনে সুযোগ থাকছে শচীনকে টপকে যাওয়ার।

এই মুহূর্তে বিরাটের ওয়ানডে সেঞ্চুরি ৪৫ টি। আর ৫ টি সেঞ্চুরি করলেই ওয়ানডে সেঞ্চুরিসংখ্যায় শচীন টেন্ডুলকারকে টপকে যাবেন তিনি। একই সাথে ক্রিকেট ইতিহাসের প্রথম ব্যাটার হিসেবে ওয়ানডেতে সেঞ্চুরির হাফসেঞ্চুরির মাইলফলক স্পর্শ করবেন তিনি।

এই ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপ সহ বেশ ভারতের বেশ ব্যস্ত সূচি রয়েছে। তাই এ বছরেই এ মাইলফলকটি স্পর্শ করার সুযোগ থাকছে কোহলির সামনে।

  • দ্রুততম ব্যাটার হিসেবে ওয়ানডেতে ১৩০০০ রানের মাইলফলক 

ওয়ানডে ক্রিকেটে ৮০০০ থেকে ১২০০০ রান- সবকটিতেই দ্রুততম ব্যাটার হিসেবে এই মাইলফলকগুলো স্পর্শ করার রেকর্ড বিরাট কোহলির। এবার তাঁর সামনে সেই সুযোগ থাকছে ১৩০০০ রানের মাইলফলকের ক্ষেত্রেও। ৩২১ ইনিংসে ১৩০০০ রান পূরণ করেছিলেন শচীন টেন্ডুলকার। সেটাই এখন পর্যন্ত সবচেয়ে কম ইনিংসে ১৩০০০ রানের মাইলফলক ছোঁয়ার রেকর্ড।

অতি নাটকীয় কিছু না হলে, শচীনের এ রেকর্ডটি এ বছরেই ভেঙে দিতে পারেন কোহলি। কারণ এখন পর্যন্ত ওয়ানডেতে খেলা ২৫৮ ইনিংসেই তিনি করে ফেলেছেন  ১২৫৮৮ রান। ১৩০০০ রানের মাইলফলক স্পর্শ করতে প্রয়োজন আর মাত্র ৪১২ রান। এখন শচীনের চেয়ে কত কম ইনিংসে তিনি এই মাইলফলক স্পর্শ করবেন সেটাই দেখার বিষয়।

  • ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ বার সিরিজ সেরা হওয়ার রেকর্ড

এখন পর্যন্ত সব ফরম্যাট মিলিয়ে সর্বোচ্চ বার সিরিজ সেরা হওয়ার রেকর্ড শচীন টেন্ডুলকারের। ক্যারিয়ার তিনি সর্বমোট ২০ বার ম্যান অব দ্য সিরিজ হয়েছেন। টেস্টে ৫ বার আর ওয়ানডেতে ১৫ বার তিনি সিরিজ সেরা নির্বাচিত হয়েছেন।

শচীনের পরে সর্বোচ্চ ১৯ বার সিরিজ সেরা হয়েছেন বিরাট কোহলি। ২০২৩ সালে ভারত বেশ কয়েকটি সিরিজ খেলবে। তাই কোহলির সামনে সুযোগ থাকছে সর্বোচ্চ বার সিরিজ সেরা হওয়ার আসনে ওঠার। আর একবার সিরিজ সেরা হলেই কোহলি শচীনের সাথে যুগ্মভাবে সেই রেকর্ড গড়বেন তিনি।

আর দুই বার ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হলে শচীনকে টপকে এককভাবে উঠে যাবেন শীর্ষে। এখন পর্যন্ত ক্যারিয়ারে টেস্টে ৩ বার, ওয়ানডেতে ৯ বার আর টি-টোয়েন্টিতে ৭ বার সিরিজ সেরা নির্বাচিত হয়েছেন বিরাট কোহলি।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...