চট্টগ্রাম-বরিশালের ম্যাচে শুরু বিপিএল

২১ তারিখ থেকে শুরু হওয়া এই আসর ঢাকা, চট্টগ্রাম, সিলেট দেশের এই তিন শহরেই মাঠে গড়াবে। তবে প্রথম পর্ব শুরু হবে মিরপুরের শেরে বাংলা স্টেডিয়াম থেকেই। এবারের আসরের প্রথম ম্যাচে মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও ফরচুন বরিশাল। শুক্রবার দুপুর ১.৩০ মিনিটে মুখোমুখি হবে এই দুই দল। এছাড়া সপ্তাহের অন্য দিন গুলোতে ম্যাচ শুরু হবে বেলা সাড়ে বারোটায়।

জানুয়ারির ২১ তারিখ থেকে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসর। বঙ্গবন্ধু বিপিএলকে সামনে রেখে ১৫ তারিখ থেকে আনুষ্ঠানিক অনুশীলনে নামবে দলগুলো। আজ বিপিএলের ফিক্সচার প্রকাশ করেছে বিসিবি। শুরুতে ভেন্যু কমিয়ে আনার একটা পরিকল্পনা থাকলেও পরে সেই সিদ্ধান্ত থেকে ফিরে আসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

ফলে ২১ তারিখ থেকে শুরু হওয়া এই আসর ঢাকা, চট্টগ্রাম, সিলেট দেশের এই তিন শহরেই মাঠে গড়াবে। তবে প্রথম পর্ব শুরু হবে মিরপুরের শেরে বাংলা স্টেডিয়াম থেকেই। এবারের আসরের প্রথম ম্যাচে মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও ফরচুন বরিশাল। শুক্রবার দুপুর ১.৩০ মিনিটে মুখোমুখি হবে এই দুই দল। এছাড়া সপ্তাহের অন্য দিন গুলোতে ম্যাচ শুরু হবে বেলা সাড়ে বারোটায়।

ওদিকে রাতের খেলা গুলো মাঠে গড়াবে বিকাল সাড়ে পাঁচটায়। আর শুক্রবার দিন ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়। প্রথম দিন রাতের খেলায় মুখোমুখি হচ্ছে খুলনা টাইগার্স ও মিনিস্টার গ্রুপ ঢাকা। এছাড়া এবারের আসরে সবমিলিয়ে মোট ৩৪ টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ১৮ ফেব্রুয়ারি ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে মিরপুরে পর্দা নামবে এই আসরের। অবশ্য ১৯ ফেব্রুয়ারিকে রাখা হয়েছেন ফাইনালের রিজার্ভ ডে হিসেবে।

বিপিএলের শুরুটা ঢাকায় শুরু হলেও ২৮ ফেব্রুয়ারি থেকে খেলা হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে। চট্টগ্রাম পর্বে অনুষ্ঠিত হবে মোট ৮ টি ম্যাচ। সেখান থেকে ফিরে আবার ফেব্রুয়ারির ৩ ও ৪ তারিখ খেলা হবে মিরপুরে। এরপরই আবার দলগুলো চলে যাবে সিলেটে। সেখানে ম্যাচ হবে মোট ৬ টি। এরপর ৯ ফেব্রুয়ারি আবার ঢাকায় ফিরবে দলগুলো।

ঢাকায় শেষ পর্বে অনুষ্ঠিত হবে এলিমেনেটর ও কোয়ালিফায়ারের ম্যাচ গুলো। ১৪ ও ১৬ ফেব্রুয়ারি এই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। এছাড়া ফাইনাল ম্যাচের জন্য নির্ধারণ করা হয়েছে ১৮ ফেব্রুয়ারি শুক্রবারদিন। এই ম্যাচের মাধ্যমেই মিরপুরে পর্দা নামবে বঙ্গবন্ধু বিপিএলের এবারের আসরের।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...