জিম্বাবুয়ের টি-টোয়েন্টিতে নেই মুশফিক

মুশফিকুর রহিম জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন সিরিজের টি-টোয়েন্টি অংশ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। আগামী মাসে জিম্বাবুয়েতে এই সিরিজ অনুষ্ঠিত হওয়ার কথা। তবে তিনি টেস্ট ও ওয়ানডে সিরিজে থাকবেন। এই খবর ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে নিশ্চিত করেছেন বাংলাদেশ জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র খেলোয়াড় ও সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন সিরিজের টি-টোয়েন্টি অংশ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। আগামী মাসে জিম্বাবুয়েতে এই সিরিজ অনুষ্ঠিত হওয়ার কথা। তবে তিনি টেস্ট ও ওয়ানডে সিরিজে থাকবেন। এই খবর ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে নিশ্চিত করেছেন বাংলাদেশ জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

নান্নু বলেছেন, জৈব বলয়ের ক্লান্তিজনিত কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন মুশফিক। এই উইকেটরক্ষক ব্যাটসম্যান অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে নিজেকে একটু সতেজ রাখতে চান বলে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে টি-টোয়েন্টি খেলতে চান না।

নান্নু বলেছেন, তারা এখনও এ ব্যাপারে নিজেদের সিদ্ধান্ত চূড়ান্ত করেননি। তবে একজন সিনিয়র খেলোয়াড় হিসেবে মুশফিকের সিদ্ধান্তকে সম্মানই দেখাতে চান তারা, ‘মুশফিক আজ আমাকে কল করেছিলো। এবং সে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে থাকতে চায় না। আমরা এখনও কোনো সিদ্ধান্ত নেইনি। তবে এরকম ক্ষেত্রে আমরা খেলোয়াড়ের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে থাকি।’

আসন্ন জিম্বাবুয়ে সফরে মূল পরিকল্পনার চেয়ে একটি টেস্ট কম খেলবে বাংলাদেশ। বরং তারা এই সিরিজে একটা বাড়তি টি-টোয়েন্টি খেলবে। শুরুতে সূচী ছিলো যে, এখানে বাংলাদেশ ও জিম্বাবুয়ে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলবে। এখন টেস্ট হবে একটি এবং টি-টোয়েন্টি হবে তিনটি।

সিরিজটা শুরু হবে ৭ জুলাই। টেস্ট শুরুর আগে ৩ ও ৪ জুলাই বাংলাদেশের একটি দুই দিনের অনুশীলন ম্যাচ খেলার কথা। কিন্তু সেটা নির্ভর করছে কোয়ারেন্টাইনে বাংলাদেশকে ক দিন সময় কাটাতে হয়, তার ওপর। জিম্বাবুয়ে পৌছানোর পর ৫ থেকে ৭ দিনের কোয়ারেন্টাইনে করতে হলে অনুশীলন ম্যাচ খেলা প্রায় অসম্ভব ব্যাপার। কারণ, বাংলাদেশ দল পৌছাবে ২৯ জুন।

বিসিবির প্রধাণ নির্বাহি নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেছেন, তিনি এই ব্যাপারটা নিয়ে জিম্বাবুয়ের সাথে আলাপ করছেন। এ ছাড়া ওয়ানডে সিরিজ শুরুর আগে আরেকটি অনুশীলন ম্যাচ খেলার কথা। ১৭, ১৮ ও ২০ তারিখ হারারেতে অনুষ্ঠিত হবে তিনটি ওয়ানডে। একই ভেন্যুতে ২৩, ২৫ ও ২৭ তারিখ তিনটি টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে।

এই টি-টোয়েন্টি সিরিজে খেলবেন না মুশফিক। এ ছাড়া টেস্টে থাকবেন না সাকিব আল হাসান। আর বাংলাদেশ ‍ক্রিকেট বোর্ড ঘোষনা করেছে, এই সিরিজে বিশেষ করে সীমিত ওভারে সিনিয়র ক্রিকেটারদের ঘুরিয়ে ফিরিয়ে খেলানো হবে। সব ম্যাচ সব সিনিয়র খেলবেন না। ফলে এই সিরিজটা নতুনদের জন্য ভালো একটা মঞ্চ হতে যাচ্ছে। এখন সেই জায়গাটা কাজে লাগানোর পালা।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...