‘সালাহ লিভারপুলের রোনালদো’

সালাহর প্রশংসা করে ওয়েইন রুনি জানালেন, প্রতিপক্ষ রক্ষণে রোনালদোর মতোই ভীতি ছড়ান মিশরীয় স্ট্রাইকার।

রোমা থেকে দলে যোগ দেয়ার তিন মৌসুমেই লিভারপুলকে ইউরোপসেরা ও প্রিমিয়ার লিগ জেতানোর দ্বারপ্রান্তে নিয়ে এসেছেন মোহামেদ সালাহ। ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তী ওয়েইন রুনির মতে, মিসরীয় উইঙ্গার ইতোমধ্যেই দলের প্রতিপক্ষের জন্যে একটা বড় ত্রাস হয়ে দাঁড়িয়েছেন সালাহ। ঠিক যেমন ক্রিশ্চিয়ানো রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেডে থাকাকালীন সময়ে ছিলেন!

লিভারপুলে যোগ দেয়ার প্রথম মৌসুমেই দলকে নিয়ে গিয়েছিলেন চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে, দ্বিতীয় দলকে করলেন ইউরোপসেরা। চলতি মৌসুমে তো ৩০ বছরের প্রিমিয়ার লিগ শিরোপা জেতারই দ্বারপ্রান্তে দল। ২০১৭ সালে ৩৪ মিলিয়ন ইউরোয় রোমা থেকে লিভারপুলে যোগ দেয়ার পর সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪৪ ম্যাচ খেলে সালাহ করেছেন ৯১ গোল। ২০ টি এসেছে চলমান মৌসুমে।

রবার্তো ফিরমিনো আর সাদিও মানেকে সঙ্গে নিয়ে গড়েছে দুর্ধর্ষ এক আক্রমণভাগ। চলতি মৌসুমে তিনজনে মিলে করেছেন ৬৬ গোল, যা প্রিমিয়ার লিগ ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। এমন পারফর্ম্যান্সের পর তার ভূয়সী প্রশংসাই করেছেন রুনি, দেখিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো আর তার মাঝে মিলগুলোও। 

দ্য টাইমসকে রুনি বলেছেন, ‘রোনালদো ইউনাইটেডে যেমনটা করতো, সালাহ লিভারপুলে তেমনটাই করতে শুরু করেছে। ঠায় দাঁড়িয়ে থাকে, রক্ষণে যোগ দেয় না। কিন্তু সবসময়ই প্রতিপক্ষ রক্ষণভাগে একটা ত্রাস হয়ে থাকে। সে যখন প্রতি-আক্রমণে ওঠে তখন আপনি ভীত হয়ে পড়েন।’

 

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...