Social Media

Light
Dark

করোনা এড়াতে ক্রিকেটারদের বিশেষ সরঞ্জাম

খেলাধুলার দুনিয়ায় অনাকাঙ্খিত এক বিরতি নিয়ে এসেছে করোনা ভাইরাস। জনজীবনের মত বিপর্যস্ত হয়েছে ক্রীড়াবিশ্বও। ফুটবল-ক্রিকেটারসহ অন্যান্য ইভেন্টের খেলোয়াড়রাও এই থাবা থেকে বাদ যাননি। প্রায় তিন মাস ধরে গৃহবন্দী থাকার পর অনেকেই মাঠে ফিরেছেন, অনেকেই মাঠে ফেরার পরিকল্পনা করছেন।

তবে এতকিছুর মধ্যে ভিন্ন এক খবর দিলো ভারতের ক্রিকেট সরঞ্জাম প্রস্ততকারী প্রতিষ্ঠান স্যানপারিল গ্রিনল্যান্ডস (এসজি)। করোনা থেকে ক্রিকেটারদের সুরক্ষার জন্য ক্রীড়া সরঞ্জাম বাজারে ছাড়বে তারা। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি যখন আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর প্রস্তুতি নিচ্ছে, তখন নি:সন্দেহে ক্রিকেটারদের এই সুরক্ষকবচ দারুণ একটা ব্যাপার হতে চলেছে।

সাতটি সুরক্ষা সরঞ্জামসহ এ পোশাক ক্রিকেটাররা ছাড়াও সাধারণ মানুষও ব্যবহার করতে পারবেন। চলতি মাসের শেষ দিকে এটি বাজারে আসবে বলে ভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন এসজির বিপণন ও বিক্রয় পরিচালক পরশ আনন্দ।
তিনি বলেন, ‘ভারতীয় মুদ্রায় এই সুরক্ষা পোশাকের দাম হবে ১৫০০ থেকে ১৭০০ রুপি। সুরক্ষা পোশাকটি কয়েকটি স্তরে হওয়ায় নিরাপত্তা দেবে ব্যবহারকারীকে।’ এই পোশাকের সরঞ্জামদির মধ্যে রয়েছে হাতের গ্লাভস, মাস্ক, জ্যাকেট এবং মাথা ঢাকার হুডি। নিচের অংশে থাকবে ট্রাউজার এবং জুতোর কভার। সঙ্গে একটি ব্যাগও।’

পরশ এই পোশাকের ব্যবহারবিধিও ব্যাখ্যা করেন। তিনি বলেন, ‘গন্তব্যে পৌঁছানোর পর এগুলো খুলে ব্যাগে রাখা যাবে। বাসায় ফেরার পর সবকিছু ধুয়ে ফেলতে হবে। পুরো সুরক্ষা পোশাকটি সূতোর বুননে তৈরি।’

ভারতে টেস্ট এবং প্রথম শ্রেণির ক্রিকেটে বল সরবরাহ করে থাকে এসজি। ইতোমধ্যে ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সাথে কথা হয়েছে এসজির। পরশ বলেন, ‘আমরা বিসিসিআইয়ের সাথে এ নিয়ে কথা বলেছি। পোশাকের নমুনা আসার পর বোর্ডের সাথে আরও আলোচনা হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link