লঙ্কা গেল মুমিনুল বাহিনী

আজ শ্রীলঙ্কায় পৌঁছানোর পর তিন দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে বাংলাদেশকে। ১৫ তারিখে কোয়ারেন্টাইন শেষ হওয়ার পর ১৬ তারিখ অনুশীলন করবে বাংলাদেশ। এরপর ১৭ এবং ১৮ এপ্রিল নিজেদের মধ্যে দুই ভাগে ভাগ হয়ে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারী ক্রিকেটাররা।

বহুল প্রতীক্ষিত টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি টেস্ট খেলতে আজ শ্রীলঙ্কার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছে বাংলাদেশ। দুপুর ১২ টা ৪০ মিনিটে বাংলাদেশ বিমানের এক চার্টার্ড ফ্লাইটে দেশ ছেড়েছেন মুশফিক তামিমরা। করোনা ভাইরাসের কারণে প্রায় ৪০ সদস্যের বিশাল বহর নিয়ে শ্রীলঙ্কায় যাচ্ছে মুমিনুল হকের বাংলাদেশ।

এই সিরিজে বাংলাদেশ দলের ম্যানেজার হিসাবে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক খালেদ মাহমুদ সুজন। সুজন সর্বশেষ শ্রীলঙ্কা সফরেও দলের কোচ ছিলেন। আর বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ডেপুটি ম্যানেজার হিসেবে দলের সাথে সফর সঙ্গী হয়েছেন শাহরিয়ার নাফিস।

আজ শ্রীলঙ্কায় পৌঁছানোর পর তিন দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে বাংলাদেশকে। ১৫ তারিখে কোয়ারেন্টাইন শেষ হওয়ার পর ১৬ তারিখ অনুশীলন করবে বাংলাদেশ। এরপর ১৭ এবং ১৮ এপ্রিল নিজেদের মধ্যে দুই ভাগে ভাগ হয়ে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারী ক্রিকেটাররা।

প্রস্তুতি ম্যাচ খেলার পর দুই দিনের অনুশীলন শেষে ২১ এপ্রিল থেকে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট এবং ২৯ এপ্রিল থেকে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। দুটি টেস্টই অনুষ্ঠিত হবে ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

এর আগে গত বছরের অক্টোবরে টেস্ট দু’টি খেলতে শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা ছিলো বাংলাদেশের। কিন্তু কোয়ারেন্টাইন ইস্যুতে দুই বোর্ডের মতের মিল না হওয়াতে স্থগিত হয়ে যায় বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট সিরিজটি।

এবার কোয়ারেন্টাইনে তিন দিন থাকা লাগলেও প্রস্তুতি ম্যাচের জন্য দল দেবে না শ্রীলঙ্কা। তাই বাংলাদেশকে প্রস্তুতি ম্যাচ খেলতে হবে নিজেদের মধ্যে দুই ভাগে ভাগ হয়ে। এমনকি অনুশীলন করার জন্য বাংলাদেশকে নেট বোলারও দেবে না স্বাগতিকরা। তাই সব কিছু বিবেচনা করে ২১ সদস্যের প্রাথমিক দল নিয়ে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে বাংলাদেশ।

ইন্ডিয়ান প্রিমিয়াম লিগের (আইপিএল) এবারের আসরে খেলার জন্য শ্রীলঙ্কা সফর থেকে ছুটি নিয়েছেন সাকিব আল হাসান ও পেসার মুস্তাফিজুর রহমান।

  • বাংলাদেশের প্রাথমিক দল: মুমিনুল হক সৌরভ, লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, সাদমান ইসলাম অনিক, তামিম ইকবাল, আবু জায়েদ চৌধুরি রাহি, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, মোহাম্মদ সাইফ হাসান, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, মকিদুল ইসলাম মুগ্ধ, শুভাগত হোম চৌধুরী, শহিদুল ইসলাম, নুরুল হাসান সোহান।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...