‘সামনে থেকে গাড়িটা আরেকটু দূরে পার্ক করবো!’ 

বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির মালিক কেভিন আন্ত-প্রাদেশিক টি-টোয়েন্টি ট্রফি খেলছিলেন। সেখানে লেইনস্টার লাইটনিংয়ের হয়ে ৩৭ বলে করেন ৮২ রান। এরই মাঝ পথে ঘটে সেই ছক্কা কাণ্ড!

বিরাট সব ছক্কা হাঁকাবেন, দর্শক উল্লাস করবে, সতীর্থরা পিঠ চাপড়ে দেবে – এমন কে না চায়! চেয়েছিলেন আয়ারল্যান্ডের কেভিন ও’ব্রায়েনও। মারকুটে এই ব্যাটসম্যান ডাবলিনের পেমব্রুক ক্রিকেট ক্লাবে বিশাল এক ছক্কা হাঁকান। ছক্কাটা এতই দানবীয় যে, সেটা আছড়ে গিয়ে পড়ে স্টেডিয়ামের বাইরে।

কি ভাগ্য! বলটা সোজা দিয়ে আঘাত আনে সেই কেভিনেরই গাড়ির জানালার কাঁচে। ব্যাস, কাচ ভেঙে টুকরো টুকরো হয়ে যায়!

 

বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির মালিক কেভিন আন্ত-প্রাদেশিক টি-টোয়েন্টি ট্রফি খেলছিলেন। সেখানে লেইনস্টার লাইটনিংয়ের হয়ে ৩৭ বলে করেন ৮২ রান। এরই মাঝ পথে ঘটে সেই ছক্কা কাণ্ড!

৩৬ বছর বয়সী এই অলরাউন্ডারকে তাই ম্যাচ শেষেই ছুটতে হয় গাড়ির গ্যারেজে। ম্যাচ সেরার পুরস্কার হাতে গাড়ি সাড়াতে যাওয়ার এমন নজীর এর আগে নিশ্চয়ই আর নেই। তবে, জানালায় নতুন কাঁচ লাগানো ছাড়া তো আর গতি ছিল না কেভিনের।

কেভিনে ঝক্কি অবশ্য কমই হয়েছে। কারণ, ডিলারশিপ প্রতিষ্ঠান টয়োটা লং মাইল নিজেদের টুইটারে জানিয়েছে বিনামূল্যেই গাড়ির কাচ তাঁরা লাগিয়ে দিয়েছে।

টুইটারে মজা করে কেভিন লিখেছেন, ‘সামনে থেকে গাড়িটা আরেকটু দূরে পার্ক করবো!’

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...