রশিদ খান, দ্য ফাইনাল স্পেশালিস্ট

বিশ্বের বিভিন্ন প্রান্তে তিনি খেলে বেড়ান। বিভিন্ন টি-টোয়েন্টি লিগে দাপট দেখিয়েছেন তিনি। টি-টোয়েন্টি টুর্নামেন্টে এখনকার সময়ের হট কেক বলা যায়। ফ্র‍্যাঞ্চাইজি টুর্নামেন্টে রশিদকে দলে ভেড়াতে রীতিমতো কাড়াকাড়ি লাগে। এখন অবধি টি-টোয়েন্টি লিগে তিনি ছয়বার ফাইনাল খেলেছেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ছাড়াও আফগানিস্তানের ঘরোয়া লিগ ও সদস্য দেশগুলোর বিপক্ষে এক টুর্নামেন্টের ফাইনালে খেলেন এই আফগান তারকা। দলের হার কিংবা জিত - বল হাতে রশিদ বরাবরই ফাইনালের মঞ্চে ছিলেন দুর্দান্ত।

এই সময়ের টি-টোয়েন্টির পরিপূর্ণ এক প্যাকেজ তিনি। টি-টোয়েন্টি ক্রিকেটে বর্তমান সময়ে সেরা স্পিনার কিংবা লেগ স্পিনারের নাম জানতে চাওয়া হলে আপনি দ্বিধা ছাড়াই বলবেন রশিদ খানের নাম। বয়স নিয়ে ট্রল কিংবা অন্য কোনো বিষয়ে আপনি তাঁর কট্টর সমালোচক হলেও বোলিংয়ের ক্ষেত্রে তাঁকে এই ফরম্যাটে আপনি সেরা মানতে বাধ্য। টি-টোয়েন্টির অন্যতম সেরা এক্স ফ্যাক্টর তিনি।

বিশ্বের বিভিন্ন প্রান্তে তিনি খেলে বেড়ান। বিভিন্ন টি-টোয়েন্টি লিগে দাপট দেখিয়েছেন তিনি। টি-টোয়েন্টি টুর্নামেন্টে এখনকার সময়ের হট কেক বলা যায়। ফ্র‍্যাঞ্চাইজি টুর্নামেন্টে রশিদকে দলে ভেড়াতে রীতিমতো কাড়াকাড়ি লাগে। এখন অবধি টি-টোয়েন্টি লিগে তিনি ছয়বার ফাইনাল খেলেছেন।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ছাড়াও আফগানিস্তানের ঘরোয়া লিগ ও সদস্য দেশগুলোর বিপক্ষে এক টুর্নামেন্টের ফাইনালে খেলেন এই আফগান তারকা। দলের হার কিংবা জিত – বল হাতে রশিদ বরাবরই ফাইনালের মঞ্চে ছিলেন দুর্দান্ত।

  • ডেজার্ট টি-টোয়েন্টি চ্যালেঞ্জ – ২০১৭

২০১৭ সালে ডেজার্ট টি-টোয়েন্টি চ্যালেঞ্জের ফাইনালে আয়ারল্যান্ডের বিপক্ষে ১০ উইকেটের বিশাল জয় পায় আফগানিস্তান।

মোহাম্মদ নবি, আমির হামজাদের বোলিং দাপটে মাত্র ৭১ রানেই শেষ আইরিশরা। উইকেট না পেলেও ২ ওভারে মাত্র ৭ রান দেন রশিদ খান।

  • শাপাগিজা ক্রিকেট লিগ – ২০১৭

২০১৭ সালে আফগানিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট শাপাগিজা ক্রিকেট লিগে বল হাতে দুর্দান্ত পারফরম করেন রশিদ খান।

ফাইনালে মিস আইনাক নাইটসের বিপক্ষে তার দল ব্যান্ড-ই-আমির ড্রাগনস ৪ রানের শ্বাসরুদ্ধকর এক জয় পায়। ৪ ওভারে মাত্র ২২ রানে ১ উইকেট নেন রশিদ। অধিনায়ক হিসেবে দুর্দান্ত পারফরম করে সেবার দলকে শিরোপা জেতান এই আফগান তারকা।

  • ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) – ২০১৮

আইপিএলে নিয়মত পারফরমার রশিদ খান। বল হাতে প্রতি আসরেই তিনি দুর্দান্ত পারফরম করেন। ২০১৮ আইপিএলের ফাইনালে উঠে রশিদের সানরাইজার্স হায়দ্রাবাদ।

সেবার চেন্নাই সুপার কিংসের কাছে ফাইনালে পরাজিত হলেও বল হাতে উজ্জ্বল ছিলেন রশিদ। উইকেটের দেখা না পেলেও ৪ ওভারে ১ মেইডেনসহ মাত্র ২৪ রান দেন এই লেগ স্পিন তারকা।

  • আফগানিস্তান প্রিমিয়ার লিগ – ২০১৮

২০১৮ সালে আফগানিস্তান প্রিমিয়ার লিগে কাবুল জোয়াননের অধিনায়কের দায়িত্ব পালন করেন রশিদ। সেবার ফাইনালে বালখ লিজেন্ডসের কাছে হেরে শিরোপা জয়ের স্বপ্নভঙ্গ হয় রশিদের কাবুলের।

দল হারলেও ফাইনালে দুর্দান্ত বোলিং করেন এই তারকা। ৪ ওভারে ২১ রানের বিনিময়ে শিকার করেন ১ উইকেট।

  • শাপাগিজা ক্রিকেট লিগ – ২০১৯

২০১৯ সালের শাপাগিজা ক্রিকেট লিগে ফাইনালে উঠে রশিদের ব্যান্ড-ই-আমির ড্রাগনস। মিস আইনাক নাইটসের বিপক্ষে ফাইনালে ৪ উইকেটে হেরে যায় দলটি।

ব্যাট হাতে ওপেনিংয়ে নেমে খেলেন ৮ বলে ১৮ রানের ক্যামিও। এরপর বল হাতে ৪ ওভারে দেন মাত্র ২১ রান। দল হারলেও ব্যাটে-বলে উজ্জ্বল পারফরম করেন এই আফগান তারকা।

  • ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ – ২০২২

আইপিএলের পঞ্চদশ আসরে গুজরাট টাইটান্সের হয়ে ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্স দেখান রশিদ খান। বরাবরের মতই বল হাতে ছিলে কিপটে। ফাইনালেও সেই ধারাবাহিকতা ধরে রাখেন।

প্রথমবার আইপিএলে খেলতে এসেই শিরোপা জয় করে গুজরাট। আর গুজরাটের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন রশিদ। ৪ ওভারে মাত্র ১৮ রানের বিনিময়ে তিনি শিকার করেন ১ উইকেট।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...