চমকহীন বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা

নিউজিল্যান্ড সিরিজের ১৯ সদস্যের স্কোয়াড থেকে বাদ পড়েছেন শুধুমাত্র তাইজুল ইসলাম ও মোসাদ্দেক হোসেন সৈকত। আর বিশ্বকাপ দলে স্ট্যান্ড বাই হিসাবে রয়েছেন আমিনুল ইসলাম বিপ্লব ও রুবেল হোসেন। এবং বাকি ১৫ জন রয়েছেন চূড়ান্ত দলে। বিসিবির টি-টোয়েন্টির কেন্দ্রীয় চুক্তির বাইরে থেকেও বিশ্বকাপ দলে সুযোগ পাননি কোন ক্রিকেটার।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আজ ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্বকাপ দলে কোন চমক নেই বললেই চলে। গত তিন সিরিজে খেলা ক্রিকেটাররাই মূলত বিশ্বকাপের দলে সুযোগ পেয়েছেন। বিশ্বকাপের দল থেকে নিজের নাম আগেই প্রত্যহার করে নেওয়াতে নেই তামিম ইকবাল খান।

নিউজিল্যান্ড সিরিজের ১৯ সদস্যের স্কোয়াড থেকে বাদ পড়েছেন শুধুমাত্র তাইজুল ইসলাম ও মোসাদ্দেক হোসেন সৈকত। আর বিশ্বকাপ দলে স্ট্যান্ড বাই হিসাবে রয়েছেন আমিনুল ইসলাম বিপ্লব ও রুবেল হোসেন। এবং বাকি ১৫ জন রয়েছেন চূড়ান্ত দলে। বিসিবির টি-টোয়েন্টির কেন্দ্রীয় চুক্তির বাইরে থেকেও বিশ্বকাপ দলে সুযোগ পাননি কোন ক্রিকেটার।

গত তিন সিরিজের (জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড) একটিতেও ছিলেন না বিশ্বকাপ স্কোয়াডে এমন ক্রিকেটার একজনও নেই। বাদ পড়া তাইজুল এই তিন সিরিজে কোন ম্যাচ খেলার সুযোগ না পেলেও মোসাদ্দেক অস্ট্রেলিয়া সিরিজে শুধু একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন।

বিশ্বকাপ স্কোয়াডে ওপেনার হিসাবে রয়েছেন লিটন দাস, সৌম্য সরকার ও নাঈম শেখ। বিশ্বকাপে বাংলাদেশের ব্যাটিং ইউনিটে তিন ওপেনারের সাথে আরো রয়েছেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, কাজী নুরুল হাসান সোহান ও শামিম হোসেন পাটোয়ারি।

আর বোলিং ইউনিটে সাকিবের সাথে রয়েছেন মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ ও তাসকিন আহমেদ। তবে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে শক্তির জায়গা অবশ্যই অলরাউন্ডাররা। বিশ্বকাপ স্কোয়াডে সাকিব ছাড়াও আরো বেশ কয়েক জন অলরাউন্ডার রয়েছেন।

ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও বেশ কার্যকর মাহমুদউল্লাহ, শামিম, আফিফ ও সৌম্য। আর বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতে ঝড় তোলার সামর্থ্য রয়েছে মেহেদী ও সাইফউদ্দিনের। বিশ্বকাপে বাংলাদেশের উইকেটের পিছনে দেখা যাবে নুরুল হাসান সোহানকে। কারণ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আর উইকেটরক্ষকের দায়িত্ব পালন না করার সিদ্ধান্ত নিয়েছেন মুশফিকুর রহিম।

আগামী ১৭ অক্টোবর থেকে ওমানে শুরু হবে বিশ্বকাপের প্রথম রাউন্ড। উদ্বোধনী দিনেই মাঠে নামবে বাংলাদেশ। প্রথম রাউন্ডে বাংলাদেশ আছে ‘বি’ গ্রপে। প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড। বাংলাদেশের অপর ‍দু’টি ম্যাচ ১৯ ও ২১ অক্টোবর। প্রতিপক্ষ যথাক্রমে ওমান ও পাপুয়া নিউগিনি।

প্রথম রাউন্ডের খেলা শেষ হবে ২২ অক্টেবর। সেখানে প্রতি গ্রুপ থেকে দু’টি করে দল যাবে মূল পর্বে। প্রতিটা গ্রুপের চ্যাম্পিয়ান দল ও রানারআপ দল খেলবে মূল পর্বে। বিশ্বকাপের মূল পর্বে সরাসরি অংশ নেবে আটটি দেশ। বাকি আটটি দেশ হলো ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, নিউজিল্যান্ড আফগানিস্তান এবং ভারত। ২৩ অক্টোবর থেকে শুরু হবে ‘সুপার টুয়েলভ’।

দ্বিতীয় রাউন্ডে গ্রুপ ‘এ’-তে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার সাথে খেলবে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ান দল ও ‘বি’ গ্রুপের রানারআপ দল। আর গ্রুপ ‘বি’ তে ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড ও আফগানিস্তানের সাথে খেলবে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ান দল ও ‘এ’ গ্রুপের রানারআপ দল।

দ্বিতীয় রাউন্ডের দুই গ্রুপ থেকে চারটি দল যাবে বিশ্বকাপের সেমিফাইনালে। প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে আবুধাবিতে ১০ নভেম্বর ও দ্বিতীয় সেমিফাইনাল মাঠে গড়াবে দুবাইয়ে ১১ নভেম্বর। দুটি সেমিফাইনালের জন্যই রিজার্ভ ডে রাখা হয়েছে। বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৪ নভেম্বর দুবাইয়ে।

  • বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড:

মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাঈম শেখ, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস, তাসকিন আহমেদ, শামিম হোসেন পাটোয়ারি, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও নাসুম আহমেদ।

স্ট্যান্ড বাই: রুবেল হোসেন ও আমিনুল ইসলাম বিপ্লব।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...